ভিডিওগ্রাফি পোস্ট: চলতি পথে ধারণ করা প্রাকৃতিক দৃশ্যের ভিডিওগ্রাফি।
🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি পরিবার পরিজনদেরকে নিয়ে। আশাকরি আপনারাও অনেক ভালো আছেন আপনাদের পরিবার পরিজনদেরকে নিয়ে। প্রতি দিনের মতো আজ আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। বেশ কিছুদিন হলো কোন ভিডিওগ্রাফি পোস্ট করা হয় না তাই ভাবলাম আজ একটি ভিডিওগ্রাফি করে আপনাদের মাঝে শেয়ার করি। যেমন ভাবনা তেমনি কাজ, আমি আমার আম্মু ও বাবুকে নিয়ে একটু কাজের জন্য যশোর যাচ্ছিলাম আর চলতি গাড়ির মধ্য থেকে এই প্রাকৃতিক দৃশ্যের ভিডিওগ্রাফি ধারণ করেছিলাম।আজ সেই ভিডিওগ্রাফিটাই আপনাদের মাঝে শেয়ার করবো।বিকেলের নরম আলোয় শুরু হয়েছিল আমার যশোরের যাত্রা। সূর্য তখন হেলে পড়েছে পশ্চিমে, আকাশের রঙে লেগেছে সোনালি আর কমলার মিশেল। চারপাশের সবকিছুকে করে তুলছিল আরও মোহনীয়। এই অসাধারণ পরিবেশকে হারাতে না দিয়ে ধরে রাখতেই শুরু করলাম ভিডিওগ্রাফিতে।গাড়ির জানালা দিয়ে ক্যামেরা ধরা রাস্তার দু’পাশে ছুটে চলা গাছপালা, ফসলের মাঠ, মাঝে মাঝে দেখা মেলে পুকুর, মেঠোপথ ধরে হেঁটে যাওয়া গরুর গাড়ি সবকিছু যেন নিজে থেকেই ফ্রেমে এসে ধরা দিতে চাইছিল, কিন্তু সেটা সম্ভব হয়নি ভিডিওগ্রাফি তে ধারণ করা কারণ গাড়ি অনেক দ্রুত চলছিল এর জন্য।চলন্ত গাড়ির ঝাঁকুনির মধ্যেও ভিডিওতে ধরা পড়ছিল এক অনন্য ছন্দ যেটা শুধু চোখে দেখা নয়, মনে অনুভব করার মতো। সঙ্গে বাজছিল হালকা গান বা বাতাসের শব্দ যা পুরো অভিজ্ঞতাকে করে তুলছিল আরও জীবন্ত।
পোস্টে বিবরণী | ভিডিওগ্রাফি |
---|---|
ডিভাইস | রেডমি নোট ১১ |
ক্যামেরা | ৫০মেগাপিক্সেল |
লোকেশন | কালীগঞ্জ |

@tipu curate
;) Holisss...
--
This is a manual curation from the @tipU Curation Project.
Upvoted 👌 (Mana: 5/8) Get profit votes with @tipU :)
https://coinmarketcap.com/community/post/357175502

https://x.com/TanhaT8250/status/1910700626855813559?t=IrU_quzDSo0dEwX8fQPHCw&s=19
https://x.com/TanhaT8250/status/1910705222877667827?t=rhzIhoY1aKMq9rkuDIWsxg&s=19
দারুন একটি ভিডিও দেখতে পেলাম আপু। এই ধরনের ভিডিও গুলো দেখতে খুবই সুন্দর হয়। আপনি যেহেতু চলতি পথে করেছেন তারপরও খুবই সুন্দর হয়েছে। অনেক সুন্দর একটি ভিডিও দেখার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ।
আপনার মূল্যবান অভিমত ব্যাক্ত করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আজকে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর ভিডিও গ্রাফি শেয়ার করেছেন। অনেক অনেক ভালো লাগলো চমৎকার এই ভিডিও দেখতে পেরে। এভাবে ভিডিও ধারণ করতে আমার কাছেও ভীষণ ভালো লাগে।
আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনি অনেক সুন্দর একটি ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখে মনে হচ্ছে আমি যেন গাড়িতে বসে আছি এবং আমার চোখের সামনেই এই প্রাকৃতিক দৃশ্যগুলো রয়েছে।
আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন।