ভিডিওগ্রাফি পোস্ট।। সবুজ প্রকৃতির ভিডিওগ্রাফি।।
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
ভালোবাসা এবং ভালোলাগার আরেক নাম হচ্ছে প্রকৃতি। প্রকৃতির সৌন্দর্য এতটাই মায়া-ময় এবং মোহনীয় হয়ে থাকে যে,যে কেউ এই প্রকৃতির প্রেমে বরাবরই নিজেকে জড়িয়ে ফেলে। সত্যি বলতে আমিও একজন প্রকৃতিপ্রেমী মানুষ। তাইতো বারবার প্রকৃতি নিয়েই লেখালেখি করে থাকি। আজকেও একটি ভিডিওগ্রাফি আপনাদের সাথে শেয়ার করেছি যার মধ্যে প্রকৃতির অবস্থান প্রকট হয়েছে।
সাধারণত প্রকৃতির সবুজ রূপ আমার কাছে ভীষণ ভালো লাগে। কেননা সবুজের মধ্যেই চোখ জুড়িয়ে যায়। আর সবুজ শ্যামল শস্য ক্ষেত দেখতে আরো বেশি ভালো লাগে। যখন যেভাবে যে দিক থেকেই সময় পাই প্রকৃতির মাঝে ছুটে বেড়াই। কেননা প্রকৃতির মধ্যেই প্রকৃত শান্তি যেনো খুঁজে পাই।
এই ভিডিওগ্রাফিটি সংগ্রহ করেছিলাম বেশ কিছুদিন আগেই। গিয়েছিলাম প্রিয় জেলা নীলফামারীর উদ্দেশ্যে ট্রেন যোগে। ট্রেনের ভিতরে সিটে বসেই এই ভিডিওটি ধারণ করেছিলাম। হঠাৎ করেই ট্রেনের জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম প্রকৃতি সবুজে যেনো নতুন রূপ রূপায়িত হয়েছে। তাইতো ভিডিও ক্যাপচার করেছিলাম যা এখন আপনাদের মাঝে শেয়ার করলাম।
সত্যি কথা বলতে এই ভিডিওটি ধারণ করার সময় মনের মধ্যে যেনো অন্যরকম একটা অনুভূতি হচ্ছিলো। যা সত্যিকার অর্থেই আপনাদের মাঝে বলে বোঝানো মুশকিল। চলুন আর কথা না বাড়িয়ে আমার ভিডিওগ্রাফিটি দেখে নেওয়া যাক। আপনাদের কেমন লাগলো আমার ভিডিওগ্রাফিটি তা কমেন্টের মাধ্যমে জানাতেই পারেন।
🔗ভিডিও লিংক:🔗
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন 👇
আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথ আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো কমেন্ট বক্সে দেখতে পাবো ।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Upvoted! Thank you for supporting witness @jswit.
"প্রকৃতির সঙ্গে আপনার এই মেলবন্ধন সত্যিই মন ছুঁয়ে যায়। ভিডিওগ্রাফিতে আপনার দৃষ্টিভঙ্গি এবং ভালোবাসা স্পষ্টভাবে ফুটে উঠেছে। সবুজ শ্যামল প্রান্তর, ট্রেনের চলন্ত জানালা দিয়ে ধরা সেই অনন্য মুহূর্ত — যেন প্রকৃতির এক নির্ভেজাল গল্প বলে। আপনার এই চেষ্টা আমাদেরও প্রকৃতিকে নতুন করে ভালোবাসতে শেখায়। আরও এমন সুন্দর ভিডিওর অপেক্ষায় থাকলাম। শুভকামনা রইলো, প্রকৃতির সঙ্গী হোক আপনার প্রতিটি দিন!"
https://x.com/mdetshahidislam/status/1911701253798994220?t=LWxIgKgdXKVS-A4_qgpbbg&s=19
এরকম দৃশ্যগুলো দেখতে আসলেই খুব ভালো লাগে। সবুজ প্রকৃতি এবং উপরে সুবিশাল নীল আকাশ। সব মিলিয়ে চমৎকার ছিল আপনার আজকের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি। আমার কাছে খুবই ভালো লেগেছে। গাড়িতে বসে ভিডিওটা খুব সুন্দর ভাবে করেছেন। ধন্যবাদ আপনাকে দারুন একটা ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য।
প্রাকৃতিক সৌন্দর্য দেখে সবাই মুগ্ধ হয়। প্রকৃতির মাঝে সবার হারিয়ে যেতে মন চায় এমন সুন্দর কিছু প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্যের ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে মুগ্ধ হয়ে গেলাম।সবুজ ধান ক্ষেত ওপরে নীল আকাশ এ যেন সৌন্দর্য ছড়িয়ে আছে চারপাশ।ধন্যবাদ ভাই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এইরকম বিস্তৃর্ণ প্রকৃতি এইরকম সবুজ দেখলে অন্যরকম একটা ভালোলাগা কাজ করে। আহ কী সুন্দর সত্যি চমৎকার। দারুণ লাগল আপনার ফটোগ্রাফি গুলো ভাই। এবং ভিডিওগ্রাফি টাও বেশ চমৎকার ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।
এরকম সবুজ প্রকৃতির দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগে। আর প্রকৃতি সৌন্দর্য সবুজ শ্যামলা সবাই উপভোগ করতে চাই। আপনি দেখছি ট্রেনের ভিতর থেকে সবুজ প্রকৃতির চমৎকার ফটোগ্রাফিও ভিডিওগ্রাফি করেছেন। আর এরকম সৌন্দর্য মানুষকে এমনিতে মুগ্ধ করে। ধন্যবাদ সবুজ প্রকৃতির চমৎকার ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।