ভিডিওগ্রাফিঃ একটি ফুলের বাগানের ভিডিওগ্রাফি।
শুভ সন্ধ্যা,
আসসালামু আলাইকুম প্রিয় পরিবারের সকল ভাই ও বোনেরা আশা করি পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ সুস্থ আছি। তবে ছোট জনকে নিয়ে অনেক বেশি ব্যস্ত আছি যেহেতু দিনে ঘুমাই আর রাতে সজাগ থাকে তাই ঠিকমতো ঘুম হচ্ছে না আমার। আসলে মা হওয়া এত সহজ নয় মা হওয়া অনেক কঠিন। এই মা হওয়ার প্রতিটি স্টেপ অনেক কঠিন একজন মহিলার জন্ম। শুরু থেকে শেষ পর্যন্ত পুরো বিষয়গুলো এত কঠিন ভাবে যাই যা একজন মা বুঝেন তার সময় গুলো কঠিন হয়।
আমি মনে করি মেয়েরা অনেক বেশি সংগ্রাম করতে পারে অনেক কিছু সহ্য করতে পারেন। আল্লাহ ওদেরকে এত বেশি ধৈর্যশীল করে তৈরি করেছেন সত্যিই প্রশংসনীয়। সেটা শুধু নিজেকে নয় সকল মায়েদের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। ভাবছিলাম দিনের বেলায় পোস্ট করে নিব কিন্তু এত খারাপ লাগছে একটু ঘুমাতে চাইছিলাম। দিনের বেলায় ব্যস্ততার মধ্যে ছিলাম কিন্তু কি আর করব দিন শেষে বাধ্য হয়ে পোস্ট লেখা শুরু করে দিলাম। কারণ ধারাবাহিক নিয়মে পোস্টগুলো যখন আমরা করতে চাই তখন যথাসময়ে করে নিতে পারলে ভালো লাগে। এ কারণে যত আগে করা যায় তত আমরা মানসিকভাবে প্রশান্তিতে থাকি।
বর্তমান সময়ে ওয়েদার পরিবর্তনের কারণে সবাই অসুস্থ হয়ে পড়ছেন। আমার বড় মেয়ের কয়দিন ধরে জ্বরে ভুগতেছেন। হঠাৎ করে জ্বর আসে আবার চলে যাই এভাবে চলছে। তাকে নিয়ে আবারও আজকে ডাক্তারের কাছে চলে গেল তাদেরকে রেডি করায় দিয়ে আমি পোস্ট লেখা শুরু করে দিলাম। দেখেই তো বুঝতে পারছেন আমি আজকে আপনাদের সাথে কি পোস্ট শেয়ার করব বেশ কিছুদিন পরে আমি আজকে আপনাদের সাথে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওগুলো করতে আমার অনেক ভালো লাগে তবে পুরো জার্নিটা অনেক কঠিন ভাবে গেল এ বছর কোন ধরণের ভিডিও করতে পারি নাই। এই ভিডিওটি ফুলের বাগান থেকে করেছিলাম বিশেষ করে জেলা পরিষদের ফুলের বাগান থেকে। সেখানে শীতকাল আসলে অনেক সুন্দর সুন্দর ফুল ফোটে যা দেখতে মন অনেক বেশি আনন্দিত হয়ে যায়।
সেখান থেকে আমি কিছু ফুলের ফটোগ্রাফি এবং ভিডিও নিয়েছিলাম আজকে ভাবলাম যে সেখান থেকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করলে ভালো হয় ফুলের ফটোগ্রাফির সাথে। এমন সুন্দর পরিবেশের সাথে সময় কাটাতে সবাই পছন্দ করেন। বিশেষ করে আমার বাচ্চারা বিকেল বেলায় সাইকেল চালানোর জন্য জেলা পরিষদে চলে যাই। সেখানে খুব সুন্দর ফুলের বাগান রয়েছে এরিয়াটি অনেক বড় তাই খোলামেলা পরিবেশে বাচ্চারা খেলাধুলা করতে পছন্দ করেন। সেই সময়ের করা ভিডিওটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। চেষ্টা করি সময় সুযোগ পেলে ছোট খাটো ভিডিওগুলো করে আপনাদের সাথে শেয়ার করে নিতে।
তাহলে বন্ধুরা আর দেরি না করে আমার ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে নিচ্ছি---
বন্ধুরা আমার আজকের শেয়ার করা ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত দিয়ে জানালে অনেক ভালো লাগবে। আপনাদের গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমার আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
ক্যামেরার বিবরণ
ডিভাইসের নাম | Samsung Galaxy |
---|---|
মডেল | SM-E236B |
ভিডিওগ্রাফার | @samhunnahar |
ক্যাটাগরি | ফুলের বাগানের একটি ভডিও |
ভিডিও এডিটিং | @samhunnahar |
Location- | ভিডিও লোকেশ- কক্সবাজার। |
সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার শেয়ার করা ভিডিওগ্রাফি দেখার জন্য।
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
#videography #flowergarden #amarbanglablog #steemexclusive #shy-fox #bangladesh-coxsbazar #natureview
আপনি ঠিক বলেছেন আপু মা হওয়া সত্যি অনেক কষ্টের। আর আল্লাহ মায়েদের অনেক ধৈর্য্য দিয়েছেন। আপনার ফুলের ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। বেশ ভালো লেগেছে আপনার ফটোগ্রাফি গুলো দেখে। ধন্যবাদ আপনাকে।
মেয়েদের অনেক বেশি সহ্য ধৈর্য আছে যেটা ছেলেদের থাকে না। আর মা হওয়া সত্যি সহজ ব্যাপার নয়। প্রত্যেকটা মা এবং মেয়েদের প্রতি আমার অসীম শ্রদ্ধা। আপনার প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি সুন্দর লাগছে দেখতে এছাড়াও ফুলের বাগানের ভিডিওটিও অনেক সুন্দর লাগছে দেখতে। ভগবানের কাছে প্রার্থনা করি, আপনি এবং আপনার পরিবারের সবাই যেন সুস্থ থাকেন ধন্যবাদ।
Twitter Promotion
https://x.com/heranahar148614/status/1917982198617219453?t=Bv7ECLhHwW4Jmx0ukYBzuw&s=19
Task
https://x.com/heranahar148614/status/1918013306771747290?t=4lP4KqusIhSiebqkd-wfJQ&s=19
https://x.com/heranahar148614/status/1918014489238311262?t=SOLnnubM4FJd_JKZ_Mvssw&s=19
PUSSTEEM এ আপনার EPUSS Balance জিরো দেখাচ্ছে, EPUSS Balance জিরো থাকলে পোষ্ট কিউরেশন করা হবে না। ধন্যবাদ
আপু ফুলের বাগানে গেলে কিন্তু বিভিন্ন ধরনের ফুল দেখা যায়। আর ওই সময় মন ভালো হয়ে যায় ফুলের সৌন্দর্য দেখলে। আপনি দেখছি জেলা পরিষদের সামনে থেকে চমৎকার ফুলের ভিডিওগ্রাফি করেছেন। আর কিছু কিছু ভিডিওগ্রাফি আছে বারবার দেখতে মন চায়। আর শীতকালীন ফুল গুলো দেখতে এমনিতে চমৎকার লাগে। ধন্যবাদ ফুলের বাগানের চমৎকার ভিডিওগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।