ভিডিওগ্রাফি ||বড়শি দিয়ে মাছ ধরার ভিডিওগ্রাফি

in আমার বাংলা ব্লগ29 days ago

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


IMG_20250424_230903.jpg

নদীর পাড়ে বড়শি দিয়ে মাছ ধরার মুহূর্তগুলো সত্যিই অসাধারণ। ছোটবেলা এই নদীর পারে অনেক আমি মাছ ধরেছি। আসলে আমাদের গ্রামের পাশ দিয়েই ফুলজোদ নদী বয়ে চলেছে। আর এই নদীতে ছোটবেলা বন্ধুদের সাথে হাজারো স্মৃতি জড়িয়ে রয়েছে। তার মধ্যে বড়শি দিয়ে মাছ ধরার মুহূর্তটা অসাধারণ। ছোট বেলায় এই নদীর পাড় দিয়ে অনেকেই মাছ ধরত। আসলে এখনো যেন এই নদীর পাড়ে এসে দেখতে পেলাম নদীর কিনারায় বসে থেকে বৃদ্ধ থেকে শুরু করে ছোটরাও মাছ ধরতে ব্যস্ত হয়ে পড়েছে। তাদের এই মাছ ধরার দৃশ্য দেখেই যেন মনে হল আমি সেই ছোটবেলায় ফিরে এসেছি। তাই মাছ ধরার এই দৃশ্য দেখে আমি ভিডিওগ্রাফি করেছি। আর আজকে আপনাদের মাঝে আমার এই ভিডিওগ্রাফি শেয়ার করলাম। আশা করছি এই ভিডিওর মাধ্যমে বড়শি দিয়ে মাছ ধরার দৃশ্য গুলো আপনারা উপভোগ করতে পারবেন।


ভিডিওগ্রাফি👇


IMG_20250424_230916.jpg

আমাদের গ্রামের এই অপরূপ সৌন্দর্যময় নদীর পাড়ে কাটানো মুহূর্তগুলো দারুন ছিল। নদীর পাড়ে আমি মাছ ধরার এই মুহূর্তের মাঝে খুঁজে পেয়েছিলাম ছোটবেলার স্মৃতি।গ্রামের ছোট ছোট বাচ্চারা নদীর পাড়ে এসেছে মাছ ধরার জন্য। এখনকার দিনে বাচ্চারা শুধু মোবাইল নিয়ে খেলাধুলা করে কিন্তু তারা যদি মাছ ধরতে ব্যস্ত হয়ে পড়ে তাহলে এই মোবাইলের আসক্ত থেকে বাঁচানো যাবে। তাই গ্রামের নদীর কিনারা দিয়ে যখন আমি মাছ ধরার এই দৃশ্যগুলো দেখতে ছিলাম মনের ভিতর আনন্দ হচ্ছিল। তাই ওদের সাথে কিছু মুহূর্ত উপভোগ করেছি এবং আমিও সাথে থেকে বড়শি দিয়ে মাছ ধরেছিলাম। সেই মুহূর্তের ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আজকের ভিডিওগ্রাফি দেখে ভালো লাগবে। 🙏🎥🙏


New_Benner_ABB.png

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 6 Pro
ধরণভিডিওগ্রাফি।
ক্যামেরা.মডেলNote 6 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-4.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💗🌹💗🌹💗

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 26 days ago 

একটা সময় আমি বড়শি দিয়ে মাছ ধরেছি। এটার মধ্যে অন‍্যরকম একটা আনন্দ আছে। অনেক দিন পরে এমন ভিডিও দেখলাম। বেশ দারুণ ছিল আপনার পোস্ট টা ভাই। ভিডিও টা বেশ করেছেন। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।