ভিডিওগ্রাফি ||বড়শি দিয়ে মাছ ধরার ভিডিওগ্রাফি
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
নদীর পাড়ে বড়শি দিয়ে মাছ ধরার মুহূর্তগুলো সত্যিই অসাধারণ। ছোটবেলা এই নদীর পারে অনেক আমি মাছ ধরেছি। আসলে আমাদের গ্রামের পাশ দিয়েই ফুলজোদ নদী বয়ে চলেছে। আর এই নদীতে ছোটবেলা বন্ধুদের সাথে হাজারো স্মৃতি জড়িয়ে রয়েছে। তার মধ্যে বড়শি দিয়ে মাছ ধরার মুহূর্তটা অসাধারণ। ছোট বেলায় এই নদীর পাড় দিয়ে অনেকেই মাছ ধরত। আসলে এখনো যেন এই নদীর পাড়ে এসে দেখতে পেলাম নদীর কিনারায় বসে থেকে বৃদ্ধ থেকে শুরু করে ছোটরাও মাছ ধরতে ব্যস্ত হয়ে পড়েছে। তাদের এই মাছ ধরার দৃশ্য দেখেই যেন মনে হল আমি সেই ছোটবেলায় ফিরে এসেছি। তাই মাছ ধরার এই দৃশ্য দেখে আমি ভিডিওগ্রাফি করেছি। আর আজকে আপনাদের মাঝে আমার এই ভিডিওগ্রাফি শেয়ার করলাম। আশা করছি এই ভিডিওর মাধ্যমে বড়শি দিয়ে মাছ ধরার দৃশ্য গুলো আপনারা উপভোগ করতে পারবেন।
ফোনের বিবরণ
ক্যামেরা | Redmi Note 6 Pro |
---|---|
ধরণ | ভিডিওগ্রাফি। |
ক্যামেরা.মডেল | Note 6 Pro |
ক্যাপচার | @rayhan111 |
অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |
https://x.com/rayhan111s/status/1915457753587626411?t=sXIGnsDsT5wh9bqnLrHgXQ&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/rayhan111s/status/1915366300555137404?t=Z_Du8WiEG5SPg4U_Lf6UEw&s=19
https://x.com/rayhan111s/status/1915366877842334023?t=mZ8XvPVR1HBmfGJ8oaiMrA&s=19
https://x.com/rayhan111s/status/1915367495508386066?t=vs1VszvS-1Bgeql6KThzXg&s=19
https://x.com/rayhan111s/status/1915458771037610000?t=nmSVS5Dyd8GaSNeDzIjraA&s=19
একটা সময় আমি বড়শি দিয়ে মাছ ধরেছি। এটার মধ্যে অন্যরকম একটা আনন্দ আছে। অনেক দিন পরে এমন ভিডিও দেখলাম। বেশ দারুণ ছিল আপনার পোস্ট টা ভাই। ভিডিও টা বেশ করেছেন। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।