ক্যাটারপিলার ও আরো একটি পোকার ভিডিওগ্রাফি।
"আসসালামুআলাইকুম"
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
আজকের ভিডিওগ্রাফি পোস্টের মাধ্যমে আপনারা দেখতে পারবেন ক্যাটারপিলার ও আরো একটি পোকার ভিডিও চিত্র। আমাদের বসতবাড়ির আঙিনায় কিছু সবজির চারা লাগিয়েছিলাম। তার মধ্যে আমেরিকান বেগুনের চারা লাগিয়েছিলাম সেই আমেরিকান বেগুনের ফুলের মধ্যে এই ক্যাটারপিলার বিষাক্ত পোকাটি দেখতে পাই।
তখন আমি ভিডিওগ্রাফি করি আর সেখানে আরো একটি পোকা সেই গাছে দেখতে পেলাম সেটারও ভিডিওগ্রাফি করলাম। আর আজকে আপনাদের মাঝে সেই ভিডিওগ্রাফি তুলে ধরলাম। আশা করছি আজকের ভিডিওগ্রাফি আপনাদের মনভূত হবে। তো বন্ধুরা চলুন ভিডিওগ্রাফি ইনজয় করা যাক।
ক্যাটারপিলার ও আরো একটি পোকার ভিডিওগ্রাফি।
তো বন্ধুরা আজকে এতটুকু ,আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
ফোনের বিশদ বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
পোষ্ট | ভিডিওগ্রাফি |
মডেল | M32 |
ফটোগ্রাফার | @nevlu123 |
সম্পাদনা | শুধু সেচুরেশন |
অবস্থান | বাংলাদেশ। |
আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
বেগুনের ফুলের পোকা এর আগে কখনো দেখিনি। এই পোকাগুলো দেখেই ভয় লাগছে। ভাইয়া আপনার কিন্তু অনেক সাহস। ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করেছেন দেখে সত্যিই ভালো লাগলো। নতুন একটি পোস্ট শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।
সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।,
আপনার শেয়ার করা এই ভিডিওগ্রাফি টির ফলে অনেকদিন পরে এই পোকাটাকে দেখতে পেলাম। অনেকদিন পর এটাকে দেখে ভালই লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই পোকাটাকে দেখার সুযোগ করে দেবার জন্য।
সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।ভালো থাকেবেন ভাই।,
Upvoted! Thank you for supporting witness @jswit.
সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ🦄🙏
বেগুন গাছের থেকে সুন্দর করে আপনি ক্যাটারপিলার এর ভিডিওগ্রাফি করেছেন দেখে ভালো লাগলো। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই,❤।,
আমার মন্তব্যের সুন্দর ফিডব্যাক দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
ভাইয়া অনেক সুন্দর একটি ভিডিওগ্রাফি পোস্ট করেছেন আপনি। আপনার বিগত ভিডিওগ্রাফি গুলোর মতো আজকের ভিডিওগ্রাফিটি দেখতে খুব ভালো লেগেছে আমার কাছে। সত্যিই পোকাটি দেখতে খুবই সুন্দর লাগছে।
সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইজান।।
ভিডিওটা অনেক সুন্দর ছিল তবে পোকা দেখলে তো অনেক ভয় লাগে। এই ধরনের ভিডিও গুলো খুব কষ্ট করে সময় দিয়ে করতে হয়। ছোটকালে এ ধরনের পোকা গুলোকে অনেক ভয় পেতাম যদি পোকা দেখতাম তাহলে কাছে আর যেতাম না। অসাধারণ ভিডিওগ্রাফি শেয়ার করেছেন অনেক ধন্যবাদ।
সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।💤🦄💤
ক্যাটারপিলার পোকাগুলো খুবই বিষাক্ত এগুলো হাতে লাগলে অনেক চুলকায়। এ পোকা আমার খুব ভয় লাগে। ধন্যবাদ খুব চমৎকার একটি ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য।
সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।
https://twitter.com/Nevlu123/status/1667382767901097984?s=20