ভিডিওগ্রাফি পোস্ট || শ্রীমঙ্গল থেকে ধারণকৃত মনোমুগ্ধকর ভিডিওগ্রাফি
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত নিত্য নতুন পোস্ট আপনাদের সাথে শেয়ার করতে। সেই প্রেক্ষাপটে আজকে আবারও ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। অনেকের ভিডিওগ্রাফি পোস্ট দেখে আমি ভীষণ অনুপ্রাণিত হই প্রতিনিয়ত। আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই বা কোনো সুন্দর কিছু চোখে পড়লে ফটোগ্রাফি করি সচরাচর। তবে অনেক সময় ফটোগ্রাফির মাধ্যমে সবকিছু তুলে ধরা সম্ভব হয় না। তাই মাঝেমধ্যে ভিডিওগ্রাফি করার প্রয়োজন হয়।
এই ভিডিওগ্রাফিটা আমি বেশ কয়েক মাস আগে অর্থাৎ গত বছর শ্রীমঙ্গল থেকে ক্যাপচার করেছিলাম। শ্রীমঙ্গল আসলেই খুব সুন্দর। মূলত আমার গাড়ি নিয়ে পরিবার সহ শ্রীমঙ্গল ঘুরতে গিয়েছিলাম তখন। তো গাড়ি নিয়ে যখন মৌলভীবাজারের দিকে প্রবেশ করেছিলাম, তখন রাস্তার দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে সত্যিই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আসলে চা বাগান দেখার মজাই আলাদা। তাছাড়া সেখানকার চা বাগান গুলো সত্যিই খুব সুন্দর। গাড়ির ভিতরে বসে ভিডিওগ্রাফি করতে কিছুটা ঝামেলা লেগেছিল। তবুও চেষ্টা করেছি এতো চমৎকার দৃশ্য ক্যামেরাবন্দি করার জন্য। তাছাড়া রাস্তা আঁকাবাকা এবং খুব সুন্দর ছিলো। এতো সুন্দর রাস্তার দুপাশে সবুজ গাছগাছালি দিয়ে একেবারে ঘেরা ছিলো। আপনারা যারা এই পর্যন্ত শ্রীমঙ্গল ঘুরতে যাননি, তারা অন্ততপক্ষে একবার হলেও সেখানে ঘুরতে যেতে পারেন। আশা করি সেখানে গিয়ে দারুণ সময় কাটাতে পারবেন। তবে সেখানে গেলে অবশ্যই হাতে ২ দিন সময় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন।
ভিডিওগ্রাফির পাশাপাশি কিছু ফটোগ্রাফিও করে নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করতে। কারণ আপনাদের সাথে যেকোনো কিছু শেয়ার করতে পারলে ভালো লাগা দ্বিগুণ হয়ে যায়। ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে আমার সবসময়ই ভীষণ ভালো লাগে। কারণ সুন্দর সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দী করা আমার এক ধরনের শখ বলা যায়। সবমিলিয়ে সেই মুহূর্তের অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যাবে না। গাড়ির কিছুটা সাউন্ড ছিলো বলে, আমি ব্যাকগ্রাউন্ডের অরিজিনাল সাউন্ড দূর করে মিউজিক অ্যাড করে দিয়েছি। নয়তো আপনারা হয়তোবা বিরক্ত বোধ করতেন গাড়ির শব্দের কারণে। যাইহোক ভিডিওগ্রাফিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।
👇ভিডিওগ্রাফির লিংক👇
ভিডিওগ্রাফিটা ইনশট অ্যাপ দিয়ে এডিট করা হয়েছে
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | ভিডিওগ্রাফি |
---|---|
ভিডিওগ্রাফার | @mohinahmed |
ডিভাইস | Samsung Galaxy Note 20 Ultra 5g |
তারিখ | ২০.৪.২০২৫ |
লোকেশন | w3w |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
ডেইলি টাস্ক স্ক্রিনশট এবং লিংক:
https://x.com/mohin3242127/status/1913782756003418516?t=7w2WWM_ALHgRSUeFTsXw-A&s=19
https://x.com/mohin3242127/status/1913786547729781124?t=6mii_8jaTe9WqphimRyAZQ&s=19
https://x.com/mohin3242127/status/1913988816819597625?t=ISnulND4IlpGAIPlgOtR9g&s=19
https://x.com/mohin3242127/status/1913989855262241171?t=36gGMEeheWRWIeJ8rlhnnw&s=19
https://x.com/mohin3242127/status/1913990506243297693?t=ednnzzN7uIHo_fkZvoc9dw&s=19
https://x.com/mohin3242127/status/1913991518748287421?t=uaMZmvervJMB51uqygXvTA&s=19
https://x.com/mohin3242127/status/1913992095632904342?t=rajdTZkDFmW5Y4fxLhmFlg&s=19
X-promotion
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনি আসলেই সঠিক বলেছেন চা বাগান দেখার মজাই কিন্তু আলাদা। যাই হোক শ্রীমঙ্গল থেকে দারুন একটি ভিডিওগ্রাফি ক্যাপচার করেছেন। আশেপাশের পরিবেশটাও খুবই সুন্দর করে ধারণ করেছেন। সব মিলিয়ে আপনার ভিডিওগ্রাফিটি খুবই ভালো লাগলো ধন্যবাদ।
আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা ভাই। ভিডিওগ্রাফিটা দেখে এতো চমৎকার মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
শ্রীমঙ্গল থেকে চমৎকার ভিডিওগ্রাফি ধারণ করেছিলেন সুন্দরভাবে আমাদের সাথে তাই শেয়ার করলেন দেখে ভালো লাগলো। এর আগে আপনার ফটোগ্রাফিতে শ্রীমঙ্গলের অনেক আলোকচিত্র দেখেছি। আজ ভিডিওগ্রাফি দেখে বেশ ভালো লাগলো। কবে যে বড় হব আর চা বাগানে ঘুরতে যাব সেটাই ভাবি। আমার ঘুরতে অনেক ভালো লাগে। আপনাদের এই ঘোরাঘুরির পোস্ট দেখলে আরো ইচ্ছে করে ঘুরতে। যাইহোক ধন্যবাদ ভাইয়া সুন্দর ভিডিওটি আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।
আপনার মতো আমারও ঘুরতে খুব ভালো লাগে। ভিডিওগ্রাফিটা দেখে এভাবে সাপোর্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।
বাহ বেশ দারুণ ওয়েদার। দেখে বেশ অসাধারণ লাগছে ভাই। শ্রীমঙ্গলের প্রাকৃতিক দৃশ্যের ভিডিওগ্রাফি টা দারুণ করেছেন আপনি। খুবই সুন্দর ছিল পোস্ট টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।
ভিডিওগ্রাফিটা দেখে এতো চমৎকার মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। বেশ ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে।
খুবই সুন্দর হয়েছে আপনার আজকের এই ভিডিওগ্রাফি৷ যেভাবে আপনি আজকে শ্রীমঙ্গল থেকে নেওয়া এই সুন্দর ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন তা একেবারে অসাধারণ হয়েছে৷ একই সাথে এখানে এই ভিডিওগ্রাফির মধ্য দিয়ে আপনি এর সৌন্দর্যকে খুব ভালোভাবে আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন৷ যা দেখে খুবই ভালো লাগছে৷ অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷
চেষ্টা করেছি সেখানকার মনোমুগ্ধকর দৃশ্য ভিডিওগ্রাফির মাধ্যমে তুলে ধরার জন্য। সবসময় সাপোর্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।