ভিডিওগ্রাফি পোস্ট || শিমুলিয়া ঘাট থেকে ধারণকৃত মনোমুগ্ধকর ভিডিওগ্রাফি
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত নিত্য নতুন পোস্ট আপনাদের সাথে শেয়ার করতে। সেই প্রেক্ষাপটে আজকে আবারও ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। অনেকের ভিডিওগ্রাফি পোস্ট দেখে আমি ভীষণ অনুপ্রাণিত হই প্রতিনিয়ত। আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই বা কোনো সুন্দর কিছু চোখে পড়লে ফটোগ্রাফি করি সচরাচর। তবে অনেক সময় ফটোগ্রাফির মাধ্যমে সবকিছু তুলে ধরা সম্ভব হয় না। তাই মাঝেমধ্যে ভিডিওগ্রাফি করার প্রয়োজন হয়।
এই ভিডিওগ্রাফিটা গত মাসে শিমুলিয়া ঘাট থেকে ক্যাপচার করেছিলাম। আসলে আমরা ৫ বন্ধু মিলে সেদিন মাওয়া গিয়েছিলাম ইলিশ খেতে এবং সেই পোস্ট আপনাদের সাথে ইতিমধ্যেই শেয়ার করেছি। তো আমরা ইলিশ মাছ খেয়ে শিমুলিয়া ঘাটে গেলাম আড্ডা দিতে। কারণ সেই জায়গাটা খুবই সুন্দর। এমন মনোরম পরিবেশে গিয়ে সময় কাটানোর মজাই আলাদা। আর বন্ধুদের সাথে এমন জায়গায় সময় কাটাতে তো আরও বেশি ভালো লাগে। গরমের দিন বিকেলে নদীর পাড়ে গিয়ে দাঁড়ালে, ঠান্ডা বাতাস এসে শরীরটাকে একেবারে শীতল করে দেয়। সেদিন বাতাস মোটামুটি ভালোই ছিলো। তাই নদীর পাড়ে সময় কাটাতে ভীষণ ভালো লাগছিলো। তাছাড়া চারপাশের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। স্পিড বোট দেখে চড়তে ইচ্ছে করছিলো। কিন্তু শেষ পর্যন্ত চড়া হয়নি। এই জায়গাটা এখন বেশ জনপ্রিয়। মূলত যারা ইলিশ খেতে মাওয়া যায়, তারা এই জায়গায় গিয়ে সময় কাটিয়ে থাকে। বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার পাশাপাশি আমি চেষ্টা করেছি কিছু ফটোগ্রাফি ক্যাপচার করতে। পাশাপাশি এই ভিডিওগ্রাফিটা ক্যাপচার করার চেষ্টা করেছি। আপনারা চাইলে সেখানে গিয়ে সময় কাটাতে পারেন। আশা করি দুর্দান্ত সময় কাটাতে পারবেন।
ভিডিওগ্রাফির পাশাপাশি কিছু ফটোগ্রাফিও আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ আপনাদের সাথে যেকোনো কিছু শেয়ার করতে পারলে ভালো লাগা দ্বিগুণ হয়ে যায়। ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে আমার সবসময়ই ভীষণ ভালো লাগে। কারণ সুন্দর সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দী করা আমার এক ধরনের শখ বলা যায়। সবমিলিয়ে সেই মুহূর্তের অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যাবে না। আশেপাশে সাউন্ড ছিলো বলে, আমি ব্যাকগ্রাউন্ডের অরিজিনাল সাউন্ড দূর করে মিউজিক অ্যাড করে দিয়েছি। নয়তো আপনারা হয়তোবা বিরক্ত বোধ করতেন আশেপাশের শব্দের কারণে। যাইহোক ভিডিওগ্রাফিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।
👇ভিডিওগ্রাফির লিংক👇
ভিডিওগ্রাফিটা ইনশট অ্যাপ দিয়ে এডিট করা হয়েছে
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | ভিডিওগ্রাফি |
---|---|
ভিডিওগ্রাফার | @mohinahmed |
ডিভাইস | Samsung Galaxy S24 Ultra |
তারিখ | ২৩.৯.২০২৫ |
লোকেশন | শিমুলিয়া ঘাট,মাওয়া,বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
ডেইলি টাস্ক স্ক্রিনশট এবং লিংক:
https://x.com/mohin3242127/status/1970522157928391016?t=h24arDgN7fp_kqE0R93-vg&s=19
X-promotion
哇, @mohinahmed! This post is a wonderful escape to Shimulia Ghat! Your videography beautifully captures the serene atmosphere and the joy of spending time with friends. The added music was a great touch, enhancing the viewing experience. I especially enjoyed the still photos too - they really complement the video.
It's fantastic how you share these moments with us, making us feel like we're right there with you enjoying the cool breeze and the scenic views. I'm definitely adding Shimulia Ghat to my list of places to visit in Bangladesh!
Thank you for sharing your passion for videography and photography. Keep up the excellent work! I can't wait to see where you take us next! আপনের পোস্ট খুব ভালো লাগছে! 😊
বাহ ভাইয়া আপনি তো চমৎকার ভিডিওগ্রাফি করেছেন।শিমুলিয়া ঘাট থেকে করা ভিডিওগ্রাফিটি দেখে অনেক ভালো লাগলো। এটি ঠিক নদীর ধারে গেলে গরমের সময় বাতাস অনেক ভালো লাগে। ধৈর্য ধরে সুন্দর একটি ভিডিওগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা ভাই। ভিডিওগ্রাফিটা দেখে এতো চমৎকার মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ওয়াও আপনি তো দারুণ একটা ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ যা আমাকে মুগ্ধ করছে ভাইয়া।খুবই সুন্দরভাবে ভিডিওগ্রাফি টি ক্যাপচার করে আমাদের মাঝে উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
ভিডিওগ্রাফিটা দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন,জেনে বেশ অনুপ্রাণিত হলাম। এভাবে সাপোর্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
একেবারে অসাধারণ একটি ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করেছেন আপনি৷ যেভাবে আপনি আজকের এই অসাধারণ ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে অনেক বেশি ভালো লাগলো৷ এখানে শিমুলিয়া ঘাট থেকে এত চমৎকার একটি ভিডিওগ্রাফি করেছেন এবং এটি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে অনেক বেশি ভালো লাগছে৷ অনেক ধন্যবাদ আপনাকে এতো চমৎকার একটি ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য৷
জায়গাটা সত্যিই খুব সুন্দর। ভিডিওগ্রাফিটা দেখে এভাবে অনুপ্রাণিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।