ভিডিওগ্রাফি পোস্ট- প্রথমবারের মত AI Tool দিয়ে শিক্ষামূলক ভিডিও বানানোর ভিডিওগ্রাফি
আসসালামু আলাইকুম
কেমন আছেন প্রিয় বন্ধুরা আমার ? আর বলবো না ভালো নেই।যেমনই আছি বেশ ভালোই আছি। আর ভালো আছি বলেই সারাদিনের ব্যস্ততার পর বসে গেলাম আপনাদের জন্য একটি পোস্ট শেয়ার করতে। পোস্ট শেয়ার না করতে পারলে মনটাই যেন কেমন উরু উরু লাগে। তাই তো শত কষ্টের মাঝেও পোস্ট করা হতে বিরত থাকিনি। বিরত থাকিনি নিজের একটিভিটিজ ধরে রাখতে। সেই ধারাবাহিকতায় আজ চলে আসলাম আপনাদের মাঝে নিজের আরও একটি ভালো লাগার পোস্ট শেয়ার করতে। দোয়া করবেন হাজারও ব্যস্ততার মাঝে আমি যেন আপনাদের সাথে থাকতে পারি।
আমি @maksudakawsar, বাংলাদেশ হতে আপনাদের সাথে যুক্ত আছি। আমি আমার বাংলা ব্লগের একজন নিয়মিত গর্বিত ইউজার। গর্বিত বলছি এই কারনে যে, আমার চেয়ে ভালো ভালো অনেক ক্রেয়েটিভ মানুষ আছে যারা এমন একটি প্লাটফর্ম খুঁজে বেড়াচ্ছে নিজেদের যোগ্যতাকে মেলে ধরার জন্য। অথচ আমি কত ক্ষুদ্র একজন ইউজার, যার নেই তেমন ক্রেয়েটিভিটি। তবুও আমি এমন সুন্দর একটি প্লাটফর্মের একজন ভেরিফাইড ইউজার। তাই তো শত ব্যস্ততার মাঝেও আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন এবং ভিন্ন কিছু পোস্ট নিয়ে উপস্থিত হতে। তাই তো আজ আবার একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম।
নতুনের আবিস্কার কে না করতে চায়। আর সবার মত করে আমি নিজেও চাই নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে কিছু নতুনের মাঝে নিজেকে তুলে ধরতে। কিন্তু সময় আমার থেকে সে ইচ্ছে টুকু কেড়ে নিয়েছে। আজকাল কেন জানি সময়ের অভাবে কোন কিছুই করতে মনে চায় না। তবুও নিজের কিছুটা চেষ্টায় আজ তৈরি করলাম AI Tool দিয়ে একটি ছোট গল্প। আর ভাবলাম যে এই নতুনের আবিস্কার আপনাদের মাঝে একটু শেয়ার করলে কিন্তু খারাপ হয় না। আশা করি আপনাদের কাছে বেশ ভালো লাগবে।

প্রথমবারের মত AI Tool দিয়ে শিক্ষামূলক ভিডিও বানানোর ভিডিওগ্রাফি
প্রথমবারের মত AI Tool দিয়ে শিক্ষামূলক ভিডিও বানানোর ভিডিওগ্রাফি

জীবনে চলার পথে আমরা প্রতিনিয়ত কোন না কোন গল্পের সাথে পরিচিত হই। যা কিনা আমাদের জীবনে এনে দেয় এক অন্য রকমের শিক্ষা। সত্য বলতে শিক্ষার কোন স্থান নেই। শিক্ষা যে কোন জায়গা বা যে কোন মানুষের কাছ হতে গ্রহণ করা যেতে পারে। আর আমরা যারা সব সময় নিজেদের কে বুদ্ধিমান আর স্মার্ট মনে করে অহংকার করি তারা বোকার রাজ্যে বসবাস করি। সত্যি বলতে এই কথা সব সময় ভাবতে হবে যে আমার চেয়েও অনেক শিক্ষিত বা স্মার্ট কেউ না কেউ আছে। আর তেমনি একটি শিক্ষনীয় বিষয় নিয়ে আমার আজকের ভিডিওগ্রাফি।

এই গল্পটি এক অহংকারী ও আত্মবিশ্বাসী ছেলেকে নিয়ে, যে নিজেকে খুব স্মার্ট মনে করত। সে মনে করত ১ টাকার কোনো দাম নেই, এবং এমনকি কাউকে ১ টাকাও দেওয়া তার জন্য অপচয় ছাড়া কিছু নয়। একদিন সে রাস্তার পাশে দাঁড়িয়ে হেডফোনে গান শুনছিলো, তখনই এক বৃদ্ধ ভিক্ষুক তার পাশে এসে বসল। বৃদ্ধটি তার অহংকার লক্ষ্য করে তাকে একটি ছোট্ট খেলার প্রস্তাব দেয়। ভিক্ষুকটি বলে, “তুমি যদি আমার একটি প্রশ্নের উত্তর দিতে পারো, তাহলে আমি তোমাকে ১০ টাকা দেবো। কিন্তু যদি না পারো, তাহলে তুমি আমাকে মাত্র ১ টাকা দেবে।” ছেলেটি হেসে খেলা শুরুতে রাজি হয়ে যায়, কারণ তার আত্মবিশ্বাস ছিল আকাশচুম্বী।

বৃদ্ধের প্রশ্ন ছিল: “তুমি এমন কী জিনিস কিনতে পারো ১ টাকায়, যেটা তোমার কোনো কাজে লাগে না, কিন্তু অন্যের কাজে লাগে?”
ছেলেটি চিন্তা করে, মাথা চুলকায়, নানা উত্তর ভাবার চেষ্টা করে – কিন্তু উত্তর খুঁজে পায় না। বাধ্য হয়ে সে ১ টাকা দেয় এবং জানতে চায় সঠিক উত্তর কী। বৃদ্ধ হেসে বলে, “উত্তর হলো — ভিক্ষা।” তুমি দাও, সেটা তোমার কোনো উপকারে আসে না, কিন্তু আমার অনেক উপকার হয়।
এই ছোট গল্পটি আমাদের একটি গভীর বার্তা দেয়: জ্ঞান কেবল ডিগ্রি বা বুদ্ধিমত্তা থেকে আসে না, অভিজ্ঞতা ও জীবনবোধ থেকেও আসে। অহংকার করলে যে কেউ একদিন শিক্ষা পাবে — হয়তো মাত্র ১ টাকাতেই!
তো ভাবলাম আমি কিছুটা ভিডিও গ্রাফি করে আপনাদের সাথে শেয়ার করি। সত্যি বলতে বেশ জানতে ইচ্ছে হচ্ছে যে আপনাদের কাছে কেমন লেগেছে এমন সুন্দর দৃশ্য। জানার অপেক্ষায় রইলাম কিন্তু।
প্রথমবারের মত AI Tool দিয়ে শিক্ষামূলক ভিডিও বানানোর ভিডিওগ্রাফি
প্রথমবারের মত AI Tool দিয়ে শিক্ষামূলক ভিডিও বানানোর ভিডিওগ্রাফি
পোস্টের ধরন | ভিডিওগ্রাফি পোস্ট |
---|---|
ডিভাইস | VIVO |
মডেল | VIVO-Y22S |
ভিডিওগ্রাফার | @maksudakawsar |
স্থান | লেীহজং,মুন্সীগঞ্জ |
শেষ কথা
শেষ কথা
মাঝে মাঝে প্রকৃতির এমন সুন্দর দৃশ্য দেখে ভিডিওগ্রাফি করার জন্য নিজের হাত কে নিজে থামিয়ে রাখতে পারি না। আর পারবোই বা কিভাবে? এমন দারুন দৃশ্য দেখলে কি আর মোবাইল ক্যামেরা চুপ থাকতে পারে?
আমার পরিচিতি
আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।
.gif)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

AI টুল দিয়ে বানানো আপনার ভিডিওগ্রাফিটি দারুন হয়েছে কিন্তু। এক টাকা সম্পর্কিত আপনার ভিডিওগ্রাফির গল্পটি আসলেই শিক্ষনীয়। সব মিলিয়ে দারুন লাগলো আপনার পোস্টটি।