ভিডিওগ্রাফি:- চমৎকার একটি পোকার ভিডিওগ্রাফি।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
---|
হ্যালো বন্ধুরা ❣️
প্রথমেই আমার বাংলা ব্লগ পরিবারের সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। ভিডিওগ্রাফি:- চমৎকার একটি পোকার ভিডিওগ্রাফি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।
সব সময়ই চেষ্টা করি আপনাদের কে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। ভিন্ন রকম পোস্ট শেয়ার করতে ভীষণ ভালো লাগে। আমি মাঝে মধ্যে ভিডিওগ্রাফি করা ভীষণ ভালো লাগে। আমার বাংলা ব্লগ কমিউনিটি তে কাজ করে প্রতিনিয়ত শিখতেছি। যদিও আগে তেমন একটা ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতাম না। তবে এখন প্রতিনিয়ত ফটোগ্রাফি এবং মাঝে মধ্যে ভিডিওগ্রাফি করার চেষ্টা করি।
পোকার ভিডিওগ্রাফি করেছিলাম কয়েক দিন আগে। আজকে পোস্ট করতে চলেছি। আমাদের বাসার পিছনে রাস্তায় সারি সারি অনেক গাছ রয়েছে। আর এই গাছ গুলোর মধ্যে এধরনের পোকা অনেক দেখা যায়। আমি যখন গাছতলায় গিয়েছিলাম। সেদিন অনেক রোধ ছিলে তাই একটু গাছের ছায়ায় বসে ছিলাম। হঠাৎ করে চোখে পরলো এই পোকা গুলো। আর পরে আমি বেশ কিছু ফটোগ্রাফি করেছি। তার পরে ভিডিওগ্রাফি করে নিলাম।
পোকাটি দেখতে কিছুটা তেলাপোকার মতো লাগে তবে এটা কোন তেলাপোকা নয়। পোকাটির পা গুলো অনেক বড় বড়। এবং পোকাটির শুর দুটিও অনেক বড়। দেখতে বেশ সুন্দর ও বটে। নিচে চমৎকার পোকাটির ভিডিওগ্রাফি লিংক শেয়ার করলাম। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই জানাবেন? আপনাদের সুন্দর একটা কমেন্ট কাজ করার অনেক বেশি উৎসাহ দেয়।
এই ছিলো আমার আজকের আয়োজন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি। আবারো দেখা হবে খুব শিগগিরই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিলাম।
বিভাগ | ভিডিওগ্রাফি। |
---|---|
ডিভাইজ | realme 9 |
বিষয় | চমৎকার একটি পোকার ভিডিওগ্রাফি। |
লোকেশন | উত্তরখান, ঢাকা, বাংলাদেশ। |
ভিডিওগ্রাফি | @limon88 |
আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞
💞 ধন্যবাদ 💞
![]() |
---|
আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।
[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]
https://steemitwallet.com/~witnesses VOTE @bangla.witness as witness OR
পোকা টিকে অনেকটাই চেনা চেনা লাগছে কিন্তু আমিও এটার নাম জানিনা। ভিডিওগ্রাফি কিন্তু খুব সুন্দর হয়েছে ভাইয়া। ঠিক বলেছেন এটা দেখতে অনেকটা তেলাপোকার মতই লাগছে। ধন্যবাদ ভাইয়া পোকাটি র ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
https://twitter.com/HouqeLimon/status/1670623892359217154?t=ASGi86yIbqKKAwuY-XS0iA&s=19
আমার মনে হয় ন্যাশনাল জিওগ্রাফি নামক একটি চ্যানেল আছে যেখানে প্রতি নিয়ত পোকামাকড় নিয়ে বিভিন্ন ধরনের ডুকুমেন্টারী করা হয়। আর এক সময়ে এসব পোকামাকোড় দেখতে অনেক ভালো লাগতো। অসাধারন হয়েছে আপনার ভিডিওগ্রাফি পোস্ট।
চমৎকার মন্তব্য পেয়ে খুশি হলাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
এই পোকাটি আমি চিনি কিন্তু নাম জানিনা। এই পোকা গুলো বেশিরভাগ সময় দেখা যায় লাটিম গাছে।।
মাঝে মাঝে ওড়াউড়ি করে কিন্তু বেশিরভাগ সময় গাছের সাথে থাকে।।
আপনি অনেক সুন্দর ভাবে ভিডিওগ্রাফিটি করেছেন দেখে খুবই ভালো লাগলো।।
একদম ঠিক বলেছেন ভাইয়া লাটিম গাছে দেখেছি। যদিও গাছটির নাম মনে ছিলো না। ধন্যবাদ আপনাকে ভাইয়া।
By: Urdu Community curated by @yousafharoonkhan
Join our steemit Facebook page steemit community to promote the steemit all over the world, and keep continue your quality writing content on steemit
Stay together
Join the Urdu Community with more confidence.
Steem On
Join our steemit Facebook page steemit community
ধন্যবাদ আপনাকে আমাকে সাপোর্ট করার জন্য।
ভাই আপনি খুবই চমৎকার একটি পোকার ফটোগ্রাফি করেছেন। যদি ওই পোকাটি এর আগে আমি দেখিনি। তবে মাঝেমধ্যে পোকামাকড় অনেক দেখে থাকে আর পোকামাকড়ের ভিডিও গুলো দেখতে সত্যি অনেক সুন্দর লাগে। দারুন একটি ভিডিও আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে ভাইয়া।
একটি পোকার দারুন ভিডিওগ্রাফি, ধারণ করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। এই পোকাটা আগে আমাদের এলাকাতে খুব বেশি দেখতে পাওয়া যেত কিন্তু এখন আর চোখেই পড়ে না।
জ্বী ভাইয়া আমার বাংলা ব্লগ থেকে আমরা প্রতিনিয়ত অনেক কিছুই শিখছি। আমিও আগে খুব বেশি ফটোগ্রাফি করতাম না কিন্তু আমার বাংলা ব্লগের কাজ করার সুবাদে এখন অনেক বেশি ফটোগ্রাফি করি। গাছ তলায় আপনার সামনে এ পোকাটি পড়েছে এবং আপনি এটার খুব সুন্দর ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করেছেন ভাইয়া। খুব সুন্দর লাগছে এবং ভয় ও লাগছে পোকাটিকে দেখে।
ধন্যবাদ আপনাকে আপু।