কুষ্টিয়া থেকে আলমডাঙ্গা শহরের বিশেষ বিশেষ স্থানের ভিডিও

in আমার বাংলা ব্লগ7 months ago


আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগে সকলকে স্বাগতম


কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি ভিডিও পোস্ট উপস্থাপন করার জন্য। আজকে আমি আপনাদের দেখাতে চলেছি কুষ্টিয়া হসপিটাল থেকে বাড়িতে ফেরার পথে কুষ্টিয়া শহর ও আলমডাঙ্গা শহরের ভিডিও চিত্র। আশা করবো আমার এই ভিডিও দেখার মাধ্যমে আপনারা এই দুই স্থানের বেশ কিছু দৃশ্য দেখার সুযোগ পাবেন। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা প্লে করি এবং দেশের সৌন্দর্য উপভোগ করি।

IMG_20240418_132250_976.jpg

Photography device: Infinix Hot 11s



ভিডিওগ্রাফি


প্রায় সময় বিভিন্ন কারণে আমাকে কুষ্টিয়া শহরে উপস্থিত হতে হয়, তবে সবচেয়ে বেশি কারণ থেকেই থাকে তা কুষ্টিয়া হসপিটাল এর উদ্দেশ্য। কারণ প্রায় মাঝেমধ্যেই পরিবারের অসুস্থ সদস্যদেরকে কুষ্টিয়া হসপিটালে নিয়ে যেতে হয়। ঠিক তেমনি আমার অসুস্থতার জন্য কুষ্টিয়া হসপিটালে অবস্থিত হয়েছিলাম আমাদের পরিবার থেকে বেশ কয়েকজন। আর নিজেরা নিজেদের পাড়াদের একটি অটো গাড়ি রিজার্ভ করেই কুষ্টিয়া শহরের উদ্দেশ্যে গিয়েছিলাম। সেখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করে ডাক্তার দেখানোর শেষে আবারো বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। তাই ঠিক সেই মুহূর্তে এই ভিডিও ও ফটোগ্রাফি করেছিলাম আমি। আপনারা পূর্বে অনেকগুলো পোস্টেই ফলো করেছেন আমি কুষ্টিয়া শহর নিয়ে বেশ কিছু ব্লগ শেয়ার করেছি। কারণ দীর্ঘদিনের পরিচিত এবং অবস্থান করা সেই সুন্দর শহর কুষ্টিয়া। দেশের বিখ্যাত অন্যান্য শহর গুলোর মধ্যে অন্যতম কুষ্টিয়া শহর। দীর্ঘদিনের চলাচলে যেন অন্যরকম মায়া ও ভালোলাগা সৃষ্টি হয়েছে এই শহরের প্রতি। কুষ্টিয়া জেনারেল হসপিটাল এ আমার আপনার মত শত শত মানুষ প্রতিনিয়ত সেবা পাওয়ার আসায় উপস্থিত হয়ে থাকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। আবে কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুরের সদস্য একটু বেশি থেকে থাকে। আমি যখনই এই হসপিটালে উপস্থিত হয়ে এবং অন্যান্য মানুষের সাথে কথা বলি তারা এই লোকেশন গুলো বেশি বলে থাকে।

IMG_20240418_110441_2.jpg

Photography device: Infinix Hot 11s


তবে যাই হোক ডাক্তার দেখানোর শেষে বাড়ির উদ্দেশ্যে যখন রওনা দিলাম তখন তো আর সেভাবে মোবাইল ধরা হয় না। গাড়ি রানিং হলো আমিও রেডি হলাম। এরপর মোবাইলে ভিডিও ধারণ শুরু করলাম। এ রাস্তাটা কুষ্টিয়া থেকে রাজবাড়ী যাওয়ার রাস্তা। তার ডান সাইড দিয়ে আলমডাঙ্গা চুয়াডাঙ্গায় যাওয়ার রাস্তা। কেন জানি আমার এই এরিয়াটা খুবই ভালো লাগে। আগে এই রাস্তায় চলাচল আমার বেশি একটা ছিল না। মেহেরপুর টু কুষ্টিয়া রাস্তাটায় বেশি যেতাম। তবে এখন দেখিয়ে রাস্তা অনেক সুন্দর এবং গাড়ি চলাচলের বেশ উপযোগী কোন রাস্তা ভাঙ্গা নাই। এজন্য এখন কুষ্টিয়াতে উপস্থিত হতে হলে এ রাস্তাটা বেছে নেওয়া হয়। কুষ্টিয়া শহরের রাস্তাগুলো এত উন্নত ছিল না। মাত্র ১-২ বছরের মধ্যে ব্যাপক পরিবর্তন চলে এসেছে। এখানে ঢাকার রাস্তার মতো দুই সারির রাস্তা কার্যক্রম শুরু হয়েছে এবং বেশ অনেক জায়গায় সম্পন্ন হয়েছে। কুষ্টিয়ার চৌড়হাঁস মোড় এলাকা থেকে ঢাকা রাজবাড়ী খুবই নিকটে। এ রাস্তা দিয়ে খুব সহজেই ঘাট পার হয়ে ঢাকায় যাওয়া যায়। এদিকে আবার খুব সহজেই আলমডাঙ্গা হয়ে চুয়াডাঙ্গায় যাওয়া যায়। এছাড়াও ভেড়ামারা হয়ে রাজশাহী এলাকায় যাওয়া যায়। এক কথায় বলতে গেলে এই স্থানটা দেশের বিভিন্ন স্থানের সাথে সংযোগস্থল হয়েছে। তাই এসব পোস্টটা আমার আপনার মত অনেক মানুষের দ্রুত কোন স্থানে পৌঁছানোর সুযোগ সুবিধা সৃষ্টি করে দিয়েছে। অনেক পেশেন্ট খুব সহজেই সেবা নেওয়ার জন্য রাজশাহী শহরে যেতে পারে এ রাস্তার জন্য। আবার অনেক পেশেন্ট ঢাকাতেও পৌঁছাতে পারে খুব সহজে এই রাস্তার জন্য। ঠিক এই শহরের সড়ক পথের পাশ দিয়ে রেলপথ অতিক্রম করেছে। কুষ্টিয়া হয়ে আলমডাঙ্গা হয়ে চুয়াডাঙ্গা দর্শনার দিকে চলে গেছে রেলপথ।

Video source

Videography device: Infinix Hot 11s


কুষ্টিয়া শহরের এই এরিয়াতে বেশ কিছু প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তবে সবচেয়ে বিখ্যাত বি আর বি এরিয়া। যেখানে হাজার হাজার মানুষ কাজ করে থাকেন। রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় দেখা যায় সে সমস্ত শ্রমিকদের সাইকেল মোটরসাইকেল রাস্তার পাশ দিয়ে বি আর বি এরিয়ার মধ্যে রাখা রয়েছে। একটা শহর যত উন্নত হয় যত শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে ওঠে তত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। ঠিক তেমনি এই দশ বছরের মধ্যে এই এরিয়াটার ব্যাপক পরিবর্তন আমি লক্ষ্য করে দেখেছি। এখনো অনেক ইন্ডাস্ট্রিয়াল কার্যক্রম অব্যাহত রয়েছে। সব সময় মন থেকে এটাই কামনা করি আমাদের দেশে এভাবে উন্নতির দিকে এগিয়ে যাক। বিশেষ করে এই কুষ্টিয়া শহর আরো উন্নতি হোক। হয়তো কুষ্টিয়া শহর উন্নতি হলে আমাদের মেহেরপুর শহরটাও ব্যাপক পরিবর্তন আসবে এই শহরের জন্য। আর এই সমস্ত অনুভূতি নিয়েই গাড়ির মধ্যে বসে শহর টা দেখতে দেখতে আলমডাঙ্গা শহরে উপস্থিত হলাম। এরপর বধ্যভূমি এরিয়ায় কিছুটা সময় উপস্থিত থেকে বদ্ধভূমি দেখলাম এরপর হার্ট বোয়ালিয়া হয়ে নিজেদের বাসায় চলে আসলাম। আর এটাই ছিল কুষ্টিয়া শহর ভ্রমণের মুহূর্তের ভিডিও ধারণের এক সুন্দর অনুভূতি।

IMG_20240418_132606_3.jpg

Photography device: Infinix Hot 11s


ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ

ij42VfeLLLL7WCxzYedv2KU7aUqHk3RNyfwHxuumhaYnHGG1dsqAWnhgxDavkADTEGBJEwSdb572op7FjANMqWxnMxgRucn6JYEH18dx32zBsGYg8oAuC5Quz1do2uNbdFiF3z6Lk1Hw8qJ8jcr6SQ85SbvCaLy5VUwHxx3SRmPnXqteex2eVHV2cAzT5iwMRSwwYpQBkt5B8W7bPzGLjyAxm.gif


পোস্ট এর বিবরণ


ফটোগ্রাফি ও ভিডিওকুষ্টিয়া শহর
What3wordsLocation
মোবাইলInfinix Hot 11s
YouTube channel@Allblog10
ক্রেডিট@jannatul
ব্লগআমার বাংলা ব্লগ কমিউনিটি


আমার পরিচয়


আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।



2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 7 months ago (edited)

আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে কুষ্টিয়া থেকে আলমডাঙ্গা শহরের বিশেষ বিশেষ স্থানের ভিডিও শেয়ার করেছেন। আসলে আমাদের চেনা শহরগুলো আবারো আপনার ভিডিওর মাধ্যমে দেখতে পেয়ে সবচেয়ে বেশ ভালো লাগলো। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে বি আর বি এরিয়া দেখতে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট লিখে শেয়ার করার জন্য।

 7 months ago 

দারুন মন্তব্য করেছেন আপনি

 7 months ago 

আপনি প্রায় শহর গুলোর ভিডিও পোস্ট শেয়ার করেন যেগুলো আমরা প্রত্যেকেই উপভোগ করি।ভালো লাগলো পোস্টটি ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

আপনাকে ধন্যবাদ

 7 months ago 

আমি একবার যশোর ঝিনাইদহ গিয়েছিলাম। তবে কুষ্টিয়া শহরে যাওয়া হয়নি। আপনি কুষ্টিয়া থেকে আমারডাঙ্গা যেতে বেশ কিছু ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি করেছেন। যেটি দেখে আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে। ভবিষ্যতে ওই দিকে গেলে আমরা সেই অভিজ্ঞতা কাজে লাগাতে পারবো। ধন্যবাদ।

 7 months ago 

হ্যাঁ অজানা জিনিস সম্পর্কে জানলে অভিজ্ঞতা হয়

 7 months ago 

অনেক ভালো লাগলো এত সুন্দর একটি ভিডিওগ্রাফি দেখে। আমারও ভালোলাগে বাইরে কোথাও গেলে ভিডিও ধারণ করতে। এ সমস্ত ভিডিওর মাধ্যমে অনেক কিছু ধারনা পাওয়া যায় এবং দেখতে পাওয়া যায়। সুন্দর একটি ভিডিও শেয়ার করার জন্য ধন্যবাদ।

 7 months ago 

আপনাকে ধন্যবাদ ভাইয়া।

 7 months ago 

অনেক দারুন একটি ভিডিওগ্রাফি আজ আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু।বাহিরে গেলে আমিও বিভিন্ন জায়গার ভিডিও করি। ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে।যাইহোক কুষ্টিয়া জেলা শুনেছি অনেক সুন্দর। সেখানে ঘুরতে যাওয়ার অনেক ইচ্ছে। আজ আপনার চমৎকার ভিডিওগ্রাফির মাধ্যমে কুষ্টিয়া জেলার কিছু জায়গা দেখতে পেয়ে বেশ ভালো লেগেছে।

 7 months ago 

হ্যাঁ আমি দেখেছি আপনি সুন্দর ভিডিও করে

 7 months ago 

কুষ্টিয়াতে কখনো যাওয়া হয়নি। আর কখনো যাওয়া হবে কিনা সেটাও জানিনা আপু। আর আপনি এত সুন্দর করে ভিডিও করেছেন এবং এত সুন্দর করে উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো। আপনার পোস্ট দারুন হয়েছে আপু।

 7 months ago 

সুযোগ করে একবার বেরিয়ে যাবেন

 7 months ago 

কুষ্টিয়া আমার নিজের শহর। এবং বেশ কিছু দরকার বেশ কয়েকবার আমি কুষ্টিয়া থেকে আলমডাঙ্গা চুয়াডাঙ্গা গিয়েছি এই রুট হয়ে। চারপাশের এসব আমার বেশ পরিচিত। আপনার ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগল। সুন্দর একটা পোস্ট ছিল।

 7 months ago 

ও আচ্ছা তাহলে ভালো

🌟 Ahlan wa Sahlan! 😊 Welcome to my blog! 👋 My name is Jannatul Ferdous Shoshi, but you can call me Moja 💖. I'm a housewife from Ganganj Meharpur, Bangladesh 🏠. I'm proud to be the head of our lovely family, consisting of my husband, son, and four other members (including myself) in our Bengali Blog Community 🤗.

It's been a while since I put aside my writing skills after completing my HSC 📚. But now, with your encouragement, I'm eager to dive back into the world of blogging 💫! Not only will I be sharing my thoughts and experiences here, but also supporting our community members who'll soon join me on this exciting journey 🌈.

Please feel free to engage with us by asking questions, sharing your stories, or simply commenting on our posts. Your participation is what makes this community thrive! 💖

As a special request, could you kindly vote for our witness @xpilar.witness? 👉 https://steemitwallet.com/~witnesses ❤️ By doing so, we'll continue to work together to grow and succeed as part of the Steem ecosystem 🌱.