গাছি ভাইদের ডাব সংরক্ষণের ভিডিও
কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি ভিডিও পোস্ট উপস্থাপন করার জন্য। আজকে আমি আপনাদের দেখাতে চলেছি গাছি ভাইদের নারিকেল গাছ থেকে ডাব সংরক্ষণের সুন্দর একটি ভিডিও। আশা করব আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন ভিডিওটা দেখি।
ডাব সংরক্ষণের ভিডিওগ্রাফি
আমাদের বাড়িতে সাতটা নারিকেল গাছ রয়েছে। নিজেদের খাওয়াসহ মাঝেমধ্যে বিক্রয় করা হয়। তবে নিজের খেতে হলে আগে গাছি ভাইদের প্রয়োজন হয় পেড়ে নেওয়ার জন্য। তাই গাছি ভাইদের কাছে বিক্রয় করা হয় যেমন তাদের দিয়ে পেড়ে নিয়ে খাওয়ার সুযোগটা হয় তেমন। প্রায় মাঝেমধ্যে গাছি ভাইরা আমাদের বাড়িতে আছেন। গাছে যদি ডাব থাকে তখন তারা দামাদামি করতে থাকেন কত দামে বিক্রয় করব। যদি দামাদামি ঠিক হয়, তখন গাছি ভাইদের গাছে থেকে ডাব পড়ার সুযোগ দেওয়া হয়। যাই হোক এভাবেই প্রতিনিয়ত তারা সংরক্ষণ করে বেড়ান গ্রাম থেকে। একদিন আমাদের বাড়িতে দুইজন ব্যক্তি ডাব কেনার জন্য আসলেন। তাদের সাথে দাম দর ঠিক হলো। তারা গাছে ওঠা শুরু করলেন। এই মুহূর্তে আমি আমার বাবুকে বাইরে দাঁড়িয়ে খাওয়াচ্ছিলাম। গাছি ভাইকে আসতে দেখে ভালো লাগছিল। কারণ সুযোগ হবে আমাদের ডাব খাওয়ার। গাছি ভাই গাছে উঠতে গেলেন। দ্রুত বাবুকে খাওয়ানো শেষ করি। এরপর আমি আমার মোবাইলটা ঘর থেকে আনলাম। এদিকে গাছি ভাইরা অন্য কোন বাড়ি থেকে ডাব কিনে এনেছেন তাদের গাড়িতে ডাকছিল। এই দেখে আমার বাবু তো ডাব খাওয়ার জন্য অস্থির হয়ে পড়ল। তখন তাকে সান্ত্বনা দিয়ে বলতে থাকলাম আমাদের গাছ থেকে পাড়া হোক তারপর খেতে হবে। ইতোমধ্যে গাছি ভাইয়েরা তাদের কাজ শুরু করে দিয়েছেন।
আমাদের বাড়িতে বেশ বিভিন্ন ধরনের ডাব রয়েছে। সবুজ ছোট সাইজের বড় সাইজের আবার হলুদ ডাব রয়েছে। গাছি ভাইয়া গাছ থেকে ডাব পাড়ছেন, দড়িতে করে নেমে আসছে ডাব। নিচ থেকে আরেকজন ব্যক্তি দড়ি খুলে দিচ্ছেন। আমি লক্ষ্য করে দেখলাম দুই ব্যক্তির মধ্যে এক ব্যক্তি গাছে উঠছেন আরেক ব্যক্তি নিচে থাকছেন, আবার এক ব্যক্তি গাছে উঠলে অন্য ব্যক্তি নিচে থাকেন এভাবে উলাপেলা করে তারা ডাব সংরক্ষণ করেছেন গাছ থেকে। অর্থাৎ একবার গাছে উঠে যদি হাঁপিয়ে যায় সে কিছুটা রেস্ট নিতে পারছে নিচে থেকে। আর এভাবেই উনাদের সাথে ডাব ক্রয় বিক্রয় সম্পর্কে বেশ কিছু জানতেও পারলাম। এভাবে তারা বেশ কিছুটা সময় ধরে ডাব সংরক্ষণ করলেন। তার মধ্য থেকে আমি একটা ডাব বাবুর জন্য কেটে নিলাম এবং বাবুকে পানি পান করালাম। আমার ছেলে পানি যেমন পছন্দ করে তেমন দোমালা ডাবের সাস পছন্দ করে। এটা আমারও ভালো লাগে। কারণ আমাদের বাড়িতে অর্থাৎ আব্বার বাড়িতেও বেশ কিছু ডাব গাছ রয়েছে। কিন্তু বেশি রয়েছে আমের গাছ। আমাদের গ্রামগুলোতে ডাব গাছ বেশি একটা হয় না কিন্তু শ্বশুরের গ্রামে অনেক বেশি লক্ষ্য করি।
এরপর বেশ কিছুটা সময় ধরে তাদের ডাব সংরক্ষণ করা দেখলাম। বিভিন্ন গাছ থেকে অনেকগুলো ডাব হয়ে গেল। যখন তারা ডাব সুন্দরভাবে পরিষ্কার করছিল তখন অনেক কিছু বিষয়ে কথা হল গল্প হল। উনাদের গ্রামের পরিচয় দিলেন। আমার শশুর আব্বা তার গ্রাম চিনলো এবং গ্রামের অনেক মানুষের সাথে পরিচিত। যেহেতু দলীয় কাছে যুক্ত ছিলেন তাই অনেক মানুষের সাথে পরিচিত। তবে আর একটা বিষয় হচ্ছে আমার আব্বার গ্রামের অতি নিকটের গ্রামে উনাদের বাড়ি। ডাব ক্রেতারা আমার দাদাকে চিনেন। এলাকার মধ্যে আমার দাদা বেশি পরিচিত ছিলেন। আর এভাবেই বেশ অনেকক্ষণ তাদের সাথে কথা হল। এরপর হিসাব নিকাশ করে টাকা আমার হাতে দিলেন। ৬০ টাকা করে প্রত্যেক ডাবের মূল্য। এভাবে ২০০০ টাকা হল। হিসাব করে টাকা আমি আমার শ্বশুরের হাতে তুলে দিলাম। এছাড়াও বাবুর জন্য আরো কয়েকটা ডাব নিয়ে রেখে দিলাম। আর এভাবেই গাছি ভাইদের সাথে গল্প করা হলো ফটোগ্রাফি ভিডিও ধারণ এবং দাম এর পানি পান করে বেশ কিছু মুহূর্ত অতিবাহিত করেছিলাম আমরা।
ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ
ফটোগ্রাফি ও ভিডিও | গাছি ভাইদের ডাব সংরক্ষণ |
---|---|
স্থান | গাংনী |
লোকেশন | Location |
মোবাইল | Huawei P30 Pro-40mp |
youtube চ্যানেল | @Raj-pakhi |
ক্রেডিট | @jannatul |
ব্লগার | আমার বাংলা ব্লগ কমিউনিটি |
দেশ | বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।
ডাব বিক্রেতারা গাছ থেকে ডাব পেড়ে নেয় নিজেদের জন্য আর এই কাজের খুবই সুন্দরভাবে ভিডিওগ্রাফি ধারণ করেছেন আপু। তবে আমার কাছে মনে হয় বড় বড় উঁচু নারিকেল গাছে ওঠা খুবই ঝুঁকিপূর্ণ একটি ব্যাপার। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ভিডিও আমাদের সাথে শেয়ার করার জন্য।
হ্যাঁ অনেক ঝুকি আর আমি সুযোগ বুঝে চেষ্টা করেছিলাম ভিডিও করতে।
আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দরভাবে গাছি ভাইদের ডাব সংরক্ষণের ভিডিও ধারণ করে আমাদের মাঝে শেয়ার করেছেন। বেশ কিছুদিন আগে আমিও আমাদের বাড়ির গাছ থেকে ডাব এভাবে পেড়ে খেয়েছিলাম। তবে গাছে ওঠা সত্যি বেশ ঝুঁকি। ধন্যবাদ এত সুন্দর ভাবে একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
বড় এই গাছে ওঠাটা অনেক কঠিন হতে পারে। কারণ তারা নামার পর অনেক হাপায়
গ্রাম অঞ্চলে মাঝেমধ্যে ডাব ক্রেতা আসে। আপনি আজকে গাছি ভাইদের ডাব পাড়া চমৎকার একটি ভিডিও গ্রাফি করেছেন আপনার ভিডিওগ্রাফি দেখে বেশ ভালো লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।
হ্যাঁ প্রায় আমাদের বাড়িতে আসে।
গাছ থেকে এরকম ডাব পেড়ে খাওয়ার মজাই আলাদা। অনেকদিন হলো গাছ থেকে এরকম ডাব পেড়ে খাওয়া হয় না। আসলে শহরে থাকলে এগুলো কখনোই সম্ভব না। বেশ ভালো লাগলো আপনার আজকের ভিডিওগ্রাফি দেখে। গাছ থেকে ডাব পাড়া অনেক রিস্কের ব্যাপার। আপনি কিছু ডাব কিনে রেখেছেন জেনে ভালো লাগলো। ভিডিওগ্রাফি টা শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
হ্যাঁ ঠিক বলেছেন গ্রামে সুবিধা অনেক।
প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ভিডিও আমাদের মাঝে শেয়ার করার জন্য। গাছি ভাইরা যখন ফল সংরক্ষণ করার জন্য বাড়িতে আসে তখন সত্যিই ভালো লাগে এবং তাদের জন্যই ফল খাওয়ার সুযোগ হয়। কারণ এত বড় গাছে তো উঠে ফলপাড়া সম্ভব নয়। যাইহোক খুব ভালো লাগলো দেখে।
ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
গাছেতে ডাব পাড়া সুন্দর একটি ভিডিও আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। ভিডিওটি দেখে খুবই ভালো লাগলো খুব দারুণভাবে সবকিছু ভিডিও করেছেন। গাছীদের এই ভাবে ডাব পাড়া নিত্যদিনের কাজ তাই তাদের কাছে কিছুই না।
ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া।
গাছ থেকে ডাব পাড়া অনেক রিস্ক এর একটি কাজ তবে এই কিছু করার নেই তাদের এটা পেশা হয়ে গেছে। ডাব সংগ্রহ করার ভিডিওগ্রাফি টা আমার কাছে খুব ভালো লেগেছে আপনি একদম প্রফেশনাল ভাবে সবকিছু উপস্থাপন করার চেষ্টা করেছেন ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ সত্যি বলেছেন আপনি