আমার শিম বাগানের ভিডিওগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম




হাই! বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। বরাবরের ন্যায় আজকেও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটি ভিডিওগ্রাফি নিয়ে। আশা করি আমার এই ভিডিওগ্রাফিটা আপনাদের অনেক ভালো লাগবে।


ফটো ও ভিডিওগ্রাফি:



ইতোমধ্যে আমি আপনাদের মাঝে আমার সবজি বাগান সম্পর্কে অনেক পোষ্ট শেয়ার করেছি আর আজকে যেই পোস্ট আপনাদের মাঝে উপস্থিত করতে এসেছি সেই জায়গা সম্পর্কে অনেক পর্ব আপনাদের মাঝে তুলে ধরেছিলাম তবে সেই স্থানটা আজকে শিম গাছে পরিপূর্ণ হয়ে উঠেছে। প্রথমত আমি যখন আপনাদেরকে দেখেছিলাম তখন প্রত্যেকটা কার্যক্রম সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছিলাম। একদম থানা তৈরি করা, জৈব সার দেওয়া,বীজ রোপন করা বান তৈরি করা ইত্যাদি পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করেছিলাম। তবে পরবর্তীতে ঝিঙে গাছ বড় হয়েছে, ঝিঙে ধরেছে, এই বিষয়গুলো হয়তো আপনাদের মাঝে তুলে ধরা হয়নি। যে কোন মুহূর্তে আমি সেই সমস্ত ফটোগ্রাফিগুলো নিয়ে উপস্থিত হব, তবে তার পূর্বে আজকে একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম,তা হচ্ছে ঝিঙে গাছ নষ্ট হয়ে যাওয়ার পর আজ শিমগাছ বান ছেয়ে গেছে। পাশাপাশি ফুল এসে গেছে অর্থাৎ শিমের শীষ। আর সেই আনন্দে আনন্দিত হয়ে আজকে আমি আপনাদের মাঝে এই পোস্টটা উপস্থাপন করলাম ভিডিওটা শেয়ার করে দিলাম। বিস্তারিত কথা আপনারা ভিডিওর মধ্যে পাবেন। পাশাপাশি আমার এই বানের বর্তমান অবস্থা দেখতে পারবেন।


Video device: Infinix hot 11s



মূলত এটা সেই প্রবেশ করার পথ, এটা আটকে রাখতে হয়। নাই গ্রামের মাঠে চরা ছাগল প্রবেশ করে গাছ খেয়ে যায়। তাই দুই পাশে তার জাল দিয়ে ঘেরাও করেছি এবং প্রবেশ করার পথ বাঁশের কোয়াড় দিয়ে সুন্দর করে ঘিরে দিয়েছি।

IMG_20231026_093438_2.jpg
Photography device: Infinix hot 11s



গাছ বর্তমান ঘনসবুজ আর ঘন সবুজ গাছে ভালো ফল হয় এটা আমরা জানি অনেক সময় স্যারের অভাবে গাছের পাতা হলুদ হয়ে যায় আর ফল তেমন ধরে না ফুল আসলেও নষ্ট হয়ে যায় মাশাল্লাহ এখন সবদিক থেকে গাছ ঠিকঠাক রয়েছে শুধু অপেক্ষা কবে বেশি বেশি শিম ধরবে আর খাওয়ার উপযোগী হলে বাড়িতে তুলে আনব। তবে গাছের পাতার ফাঁকে ফাঁকে ফুল আসতে দেখে বুঝা যাচ্ছে খুব শীঘ্রই শিম ধরবে। যখনই ধরুক না কেন চেষ্টা করব আবারো আপনাদের মাঝে ভিডিওগ্রাফি নিয়ে উপস্থিত হওয়ার জন্য।

IMG_20231026_093517_6.jpg
Photography device: Infinix hot 11s



এটা শিমের বানের ভেতরের উপরের অংশ। কুঞ্চি ওয়ালা বাঁশ দিয়ে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছিল। গাছগুলো বড় হওয়ার পর থেকে ঠিক সেভাবেই কঞ্চির সাথে জড়িয়ে পেচিয়ে বৃদ্ধি পেয়েছে। আর এভাবেই পুরো বান জুড়ে গাছ ছেয়ে গেছে।

IMG_20231026_093556_7.jpg
Photography device: Infinix hot 11s



এখানে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ দৃশ্যটা এপাশ থেকে ওই পাশের ভেতরের অংশ। যখন হালকা মেঘলা হয়ে থাকে তখন যেন ঘন অন্ধকার লাগে বানের নিচের অংশটা। আগের দিনের মতো আমি এখনো সুযোগে নিচের আগাছা গুলো সাফ করে রাখার চেষ্টা করি যেহেতু এর নিচে প্রবেশ করতে হয় অনেক সময় বিভিন্ন কারণে। নিচে কিছু খন্ড খন্ড বাঁশ দেখতে পারছেন ওগুলো রেখে দেওয়া হয়েছে প্রয়োজনে খুঁটির কাজে লাগানো যাবে। অনেক সময় দেখা যায় গাছের ভারিতে বান ভেঙে যাওয়ার উপক্রম হতে পারে কোন জায়গায় অথবা হঠাৎ বেশি বাতাস হলে কোন স্থান নিচ হয়ে যেতে পারে ঠিক সেই জায়গায় খুঁটির ব্যবস্থা করতে হবে তাই এডভান্স ভাবে আমি এই খুটিগুলো নিচে রেখে দিয়েছি যেন হঠাৎ সমস্যা হলে দ্রুত সমাধান করতে পারি। আবারো উপস্থিত হব আমার এই সবজির আপডেট নিয়ে।

IMG_20231026_093606_5.jpg
Photography device: Infinix hot 11s


ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  
 2 years ago 

শীতের সবজি সিম আমার বেশ পছন্দের। আপনার সিম বাগানের ভিডিওগ্রাফি দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। আশা করছি কয়েক দিনের ভিতরে নিজেদের গাছের সিম খেতে পারবেন। আর এরকম নিজেদের গাছের সিম খাওয়ার মজাটাই আলাদা। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ইনশাল্লাহ খুব শীঘ্রই শিম ধরবে

 2 years ago 

মামা আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন আমার শিম বাগানের ভিডিওগ্রাফি । আপনি যে একজন প্রকৃত চাষী তা অনেক আগে থেকে জানি মামা আমি। আপনার সিম বাগানের ভিডিওগ্রাফি দেখে সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছে মামা। গাছে প্রায় প্রতিটি ডালের ফাঁকে ফুল এসেছে দেখতে বেশ দারুন লেগেছে। ধন্যবাদ মামা এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ

 2 years ago 

শিম গাছে বেশ ভালো ফুল এসেছে। মনে হচ্ছে খুব ভালো ফলন হবে শিমের।শীতের সব সবজির মধ্যে শিম আমার খুবই পছন্দের। আপনার ভিডিওগ্রাফি টা অনেক সুন্দর হয়েছে ভাইয়া আর ফটোগ্রাফি গুলোও সুন্দর ছিল। ধন্যবাদ শিমের বাগানের সুন্দর একটি ভিডিওগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমিও খুব পছন্দ করি আপু

 2 years ago (edited)

আসলে সত্যি বলতে গ্রামের মধ্যে ছাগল শুধু চারা গাছগুলো খেয়ে ফেলে। খুব কষ্ট লাগে যখন সুন্দর করে গাছপালারোপন করি বড় হওয়ার আশায়। কিন্তু তারা তা গলদ করে। যাইহোক শীত অলরেডি চলে এসেছে, শীতকালে সিম খাওয়ার মজাই আলাদা। নিজের চাষকৃত ফসল খেতে খুবই ভালো লাগে।

 2 years ago 

আমি আটি বেশি পছন্দ করি

 2 years ago 

এখন শীতকাল এই সময় শিম গাছ শিম ধরবে আর এই শিম খেত ভীষণ সুস্বাদু। আপনি খুবই চমৎকার করে আপনার বাগানের শিম গাছের ভিডিওগ্রাফি করেছেন। আপনার তোলা ভিডিওগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর করে ভিডিওগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইজান

 2 years ago 

তোমার প্রচেষ্টায় আমাদের শিম বাগানের সিম গাছগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে। আশা করছি এ বছরে প্রচুর পরিমাণে শিম খেতে পারবো। আমাদের শিম বাগানের চমৎকার একটি ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আশা করা যায় অনেক শিম হবে

 2 years ago 

আমাদের এখানে এখনো শিম গাছে ফুল আসেনি। কিন্তু আপনার শিম গাছের ফুল ফোটার দৃশ্য দেখে খুবই ভালো লাগলো। শিম এমন একটি সবজি যা আমার ভাজি-ভর্তা বিভিন্ন মাছের সাথে রান্না করে খেতে খুবই ভালো লাগে। এমন মজাদার একটি সবজি বাগানের ভিডিওগ্রাফি আপনি শেয়ার করবেন। দেখে বেশ ভালো লেগেছে ধন্যবাদ।

 2 years ago 

আমার অলরেডি ধরা শুরু হয়ে গেছে আপু

 2 years ago 

বাহ আপনার শিম গাছে তো খুব সুন্দর ফুল ধরেছে। আমার কাছে শিম ফুল অনেক ভালো লাগে বিশেষ করে এর কালার খুব সুন্দর। যখন গাছ ভর্তি শিম হবে তখন কিছু শিম কোরিয়ার করে পাঠিয়ে দিয়েন। আপনার শিমের অপেক্ষায় থাকবো। ধন্যবাদ এত সুন্দর ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

শিমের ফুলের ফটোগ্রাফি করতে আমারও ভালো লাগে।