স্ব-রচিত কবিতা আপন পর চেনা এর ভিডিও কভার
আসসালামু আলাইকুম
কেমন আছেন বন্ধুরা ? আশা করি সবাই বেশ ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমি বেশ ভাল আছি। আমি মাকসুদা আক্তার। আপনাদের কাছে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। প্রতি সপ্তাহে আমি চেষ্টা করি আপনাদের মাঝে একটি ভিডিও কভার করার জন্য। তাই আজও আমি আমার একটি স্ব-রচিত কবিতার ভিডিও কভার নিয়ে উপস্থিত হলাম।
জীবনে চলার পথে কে যে আপন আর কে যে পর তা বুঝে উঠাটাই আমাদের কাছে বেশ কষ্টের । মানুষ বিচিত্র প্রাণী। বিপদে পড়লেই বুঝা যায় কে আপন আর কে বা পর। আমরা চলার পথে অনেক সময় বুঝে উঠতে পারি না যে আমাদের জীবনে কোন মানুষটি আপন। কার সানিধ্যে থাকলে জীবনটা সুখের ছোঁয়ায় ভরে যাবে। আর কার সানিধ্যে থাকলে আমাদের সুন্দর জীবন যন্ত্রণাময় হয়ে পড়ে।
তাই তো জীবন টাকে সুন্দর করে গুছিয়ে তোলার জন্য আপন লোকগুলো পাশে থাকাটা বেশ জরুরী। কিন্তু অনেক সময় আমরা আপন মানুষ চিনতে ভুল করে ফেলি। আর এই ভুলের খেসারত দিতে হয় আমাদের কে চিরজীবন। তাই তো জীবন চলার পথে বুদ্ধিমত্তা দিয়ে আপন মানুষ গুলো কে চিনে নিতে হয়।
বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে আমার স্ব-রচিত কবিতার আরও একটি নতুন ভিডিও কভার নিয়ে আসলাম। জানিনা আমার আজকের কবিতা আবৃত্তি আপনাদের কাছে কেমন লাগবে। তবে আশা করি বাস্তবতার নিরিখে লেখা আমার আজকের এই কবিতাটি আপনাদের এতটুকু হলেও হৃদয়ে আচঁর কাটতে পারবে।
আপু আপনি খুব সুন্দর করে একটি কবিতার ভিডিও কভার করেছেন। বেশ মজার ছলে হাসি খুশি ভাবে আপনি কবিতা আবৃত্তি করেছেন। আপনার কন্ঠ শুনলে বুঝা যায় কবিতা আবৃত্তির ধরন। ঠিক বলেছেন আপু দুঃখ আসলে বুঝা যায় আপন জনের অভাব। যাইহোক পুরো কবিতাটা আমি শুনেছি। আমার কাছে খুবই ভালো লেগেছে আপু ।ধন্যবাদ আপনাকে ,ভালোবাসা রইলো আপনার জন্য।
ধন্যবাদ আপু মন দিয়ে আমার পুরো কবিতাটি শুনার জন্য
আসলে এখন মানুষগুলো এতটাই স্বার্থন্যেশি হয়ে গেছে যে পাশে থাকা মানুষ গুলোকেও চিনতে বেশ অসুবিধে হয় মাঝে মাঝে।
আর আপনার আবৃত্তিটা দারুন হয়েছে বিশেষ করে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দারুন ছিল।😊
ধন্যবাদ খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য।
আপু আপনি ঠিক বলেছেন বিপদে পড়লেই বুঝা যায় কে আপন আর কে বা পর। সত্যি মানুষ খুব বিচিত্র প্রাণী। তাদের মন বুঝা খুবই কঠিন ব্যাপার। যাই হোক আপনি খুব সুন্দর একটি কবিতার ভিডিও কভার করেছেন।আপনার কণ্ঠে এত সুন্দর কবিতা আবৃত্তি শুনে অনেক ভালো লাগলো। ব্যাকগ্রাউন্ড মিউজিকটার জন্য কবিতা যেন তার প্রাণ ফিরে পেয়েছে। খুব সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছেন। সব মিলিয়ে আপনার আপনার কবিতা আবৃত্তির ভিডিওগ্রাফি অনেক ভালো লেগেছে। ধন্যবাদ।
এত সুন্দর এবং চমৎকার একটি মন্তব্য করে উৎসাহিত করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ আপু।
আপু খুব ভাল লাগলো আপনার কবিতা আবৃত্তি। আপনি কবিতা খুব ভাল লিখেন।তবে আমার মনে হয় মিউজিক আর একটু কম হলে ভাল হয়।কবিতা আবৃত্তি ঠিক করে শোনা যায়। ধন্যবাদ আপু।
জি আপু সুন্দর পরামর্শের জন্য ধন্যবাদ।