ভাট ফুলের ভিডিওগ্রাফি ❤️
হ্যালো
কেমন আছেন সবাই। আশা করছি খুবই ভালো আছেন সুস্থ আছেন। আমিও ভালো আছি সুস্থ আছি আপনাদের আশির্বাদে ও সৃষ্টি কর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।
আজ আমি আপনাদের সাথে ভাগ কর নেবো ভাট ফুলের ভিডিওগ্রাফি । আশা করছি আপনাদের ভালো লাগবে।
কিছুদিন আগে যখন বাড়িতে গিয়েছিলাম তখন বিকেলে আমার এক বৌদির সাথে হাটতে বের হয়েছিলাম রাস্তায়।যেহেতু গ্রাম তাই মেঠো পথ আঁকাবাকা। হঠাৎ চোখে পড়ার মতো বেশ কিছু ভাট ফুল লক্ষ্য করলাম যা আমার নজর কাড়লো এবং ভিডিওগ্রাফি করে নিলাম। সন্ধ্যার আগ মূহুর্তে রাস্তার ধারে শোভা ছরাচ্ছে এই ভাট ফুল গুলো।ভাট ফুলকে মেঠো পথের সৌন্দর্য বর্ধক হিসেবে বলা চলে কারণ মেঠো পথের রাস্তার ধারে এই ফুলগুলো শোভা ছড়ায়। ভাট ফুল গাছ কিন্তুু খুবই উপকারী গাছ।ভেট ফুলের কচি পাতা বেটে চুলে লাগালে উকুনের উপদ্রব থেকে রক্ষা পাওয়া যায়।এই ভেট ফুলের কচি পাতা বেটে সেবন করলে ব্লাড সুগার কমে,এনার্জির সমস্যায় মুক্তি মেলে,কৃমিনাশক হিসেবে কাজ করে। তবে এই ভেট ফুল গ্রামে কবিরাজি ঔষধি হিসেবে ব্যাবহার হয়ে থাকে কিন্তুু বৈজ্ঞানিক ভাবে স্বীকৃত নয়।ছোট বেলায় এই ফুল দিয়ে কতো খেলা করতাম।
তো চলুন দেখি ভেট ফুলের ফটোগ্রাফি টি কেমন।
ইউটিউব লিংক
এই ছিলো আমার আজকের চমৎকার সুন্দর গ্রাম বাংলার মোঠো পথে অনাদরে অবহেলায় বেড়ে ওঠা চমৎকার সুন্দর ভাট ফুলের ভিডিওগ্রাফি। আশা করছি আপনাদেরকে ভালো লাগবে।আজকের মতো এখানেই শেষ করছি।
আবারও দেখা হবে অন্য কোন পোস্টের মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।
টাটা
পোস্ট | বিবরণ |
---|---|
পোস্ট তৈরি | @shapladatta |
শ্রেণী | ভিডিওগ্রাফি |
ডিভাইস | OppoA95 |
লোকেশন | বাংলাদেশ |
আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।
গ্রাম বাংলার অপরূপ একটা ফুলের ফটোগ্রাফি ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। বাড়ির আশেপাশে অথবা ঝোপঝাড়ের যে কোন জায়গাতেই এই ফুল দেখতে পাওয়া যায়। যদিও আমরা অবহেলায় এর সৌন্দর্য উপভোগ করি না কিন্তু এর ফোন তুলবে কিন্তু আসতে পারি মুগ্ধ করার মত।
আসলে অবহেলা না করে ভালো করে এসব ফুলের দিকে তাকেই আসল সৌন্দর্য উপভোগ করা যায়।
খুব ভালো লাগল ভাট ফুলের ভিডিওগ্রাফি দেখে৷ গ্রাম বাংলার এই ফুলটি অনাদরের হলেও যেন বিপুল সৌন্দর্য নিয়ে প্রকৃতিকে আসে। ছোটবেলায় বুঝতাম না থোকা থোকা ফুল তুলে নিয়ে গিয়ে জলের বোতলে ডুবিয়ে রাখতাম। এখন আর ভাট ফুল দেখতেই পাই না। সেই কবে বাড়ি যাবো কবে দেখতে পাবো আমার জন্য তো আর ভাগফল অপেক্ষা করে না। তবে বনফুল হলেও প্রকৃতির সভা বর্দ্ধক হিসেবে ভাট ফুলের জুড়ি মেলা ভার।
ঠিক বলেছো প্রকৃতির সৌন্দর্য বর্ধন হিসেবে ভাট ফুলের জুড়ি মেলা ভার।
আপু, গ্রাম বাংলার এক অনন্য সুন্দর ফুলের ছবি আমাদের সঙ্গে শেয়ার করেছেন ।আমাদের চারপাশে সহজেই দেখা মিললেও, এই ফুলের সৌন্দর্য অনেক সময় নজর এড়িয়ে যায়। কিন্তু আপনার ক্যামেরার অসাধারণ ফ্রেমিং আর দৃষ্টিভঙ্গির ছোঁয়ায় এই সাধারণ ফুলও অনন্য রূপে ধরা দিয়েছে। এমন সুন্দর মুহূর্তগুলো ভিডিওগ্ৰাফি মাধ্যমে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
এ ফুলগুলো অনেক পরিচিত তবে এগুলোর নাম যে ভাট ফুল সেটা আজকে জানতে পারলাম আপু। আমি তো ভাবতাম এগুলো বন্যফুল যাই হোক খুব চমৎকারভাবে ভিডিওগ্রাফি করেছেন এই ফুলগুলোর। ফুলগুলো আসলেই দেখতে চমৎকার তবে এই ফুল গাছের পাতাগুলো অনেক তিতা হয়ে থাকে। ধন্যবাদ আপু আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ঠিক ধরেছেন এগুলো এক প্রকারের বনফুল।বনফুল অনেক প্রকারের ও ভিন্ন ভিন্ন নামের আছে। এই বনফুলটির নাম ভাট ফুল।
ছোটবেলায় যখন গ্ৰামে ছিলাম তখন এই ফুল দিয়ে অনেক খেলা করতাম। আমরা এই ফুল কুড়িয়ে এনে মালা বানাতাম। তারপর এই মালা পড়িয়ে পুতুলের বিয়ে দিতাম। সত্যি ঐ সময়টা খুবই সুন্দর ছিল। আপনার ভাট ফুলের ভিডিওগ্রাফি দেখে ছোটবেলার কথা খুব মনে পড়ে গেলো। আপনি খুব সুন্দর ভাবে ভাট ফুলের ভিডিওগ্রাফি শেয়ার করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য।
ভাট ফুল আমার ছোটবেলা থেকেই অনেক পছন্দের।ছোট বেলায় এই ফুল দিয়ে অনেক খেলা খেলতাম।যাইহোক আপনার ভিডিওগ্রাফি টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ভিডিওগ্রাফির সাথে সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
আজকের এই ভিডিওগ্রাফিটি দেখে ছোটবেলার কথাগুলো মনে পড়ে গেল আমাদের বাড়ির সামনের রাস্তার দু'ধারে ভাটের ফুল দিয়ে ভরা ছিল সবুজ পাতার মাঝে সাদা ফুল গুলো দেখতে খুবই চমৎকার লাগে।তোমার ভিডিওগ্রাফিটি দেখতে খুবই সুন্দর হয়েছে।সব মিলিয়ে অসাধারণ একটি পোস্ট শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
এই ফুলটা আমাদের এলাকায় রাস্তার পাশে অনেক দেখা যায়। ফুলগুলো বেশ সুন্দর তবে ঐভাবে কখনও লক্ষ্য করে দেখা হয়নি। তবে খুবই সুন্দর লাগল আপনার ভিডিওগ্রাফি টা আপু। বেশ দারুণ করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।