||ভিডিওগ্রাফি:-কাঁচা টমেটোর ভিডিওগ্রাফি||
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
---|
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।
প্রতি দিনের মত আজকেও আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। আজকের বিষয় হচ্ছে ভিডিওগ্রাফি:-কাঁচা টমেটোর ভিডিওগ্রাফি আমি সব সময় চেষ্টা করি আপনাদের মাঝে নতুন কিছু পোস্ট নিয়ে আসার।আমার বাংলা ব্লগে নতুন পোস্ট শেয়ার করতে পারলে নিজেকে অনেক ভালো লাগে।তো বেশ কিছুদিন যাবত কাজ বন্ধ থাকার কারণে আমি সেরকম পোস্ট করতে পারি নাই।তো প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে ভিডিওগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করার।আমি তেমন ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফি করতে পারি না। তবে আপনাদের সুন্দর মন্তব্য পেয়ে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি।আসলে চোখের সামনে কিছু দেখলে সেটা সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি নয়তো ভিডিওগ্রাফি করে থাকি।যাই হোক প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও আপনাদের মাঝে ভিডিওগ্রাফি পোস্ট নিয়ে উপস্থিত হলাম।
প্রথমে যে ফটোগ্রাফিটি আমি শেয়ার করলাম।এটা হচ্ছে কাঁচা টমেটোর ফটোগ্রাফি।আসলে আজকে সন্ধ্যার পর হুট করে ছাদে গিয়েছিলাম।ছাদে কিছু কাপড় শুকানো ছিলো,সে কাপড় গুলো নামাতে গিয়ে পাশে দেখি যে টমেটোর গাছ এবং কিছু টমেটো বের হয়েছে।তো দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে টমেটো গুলো খুব সুন্দর লাগলো এবং ভাবলাম যে কয়েকটি ফটোগ্রাফি এবং একটি ভিডিওগ্রাফি ক্যাপচার করি।যদিও আমি রাতের বেলা ফটোগ্রাফি করছি এবং ভিডিওগ্রাফি করছি।জানিনা ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি টি কেমন হয়েছে।তবে যখন দেখছিলাম টমেটোটি, দেখতে আমার কাছে অনেক সুন্দর লাগছিল এবং ভালো লাগার কারণে একটি ভিডিওগ্রাফি রাখছি আপনাদের মাঝে শেয়ার করার।আমার কাছে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে খুবই ভালো লাগে।
আসলে ভিডিওগ্রাফি করা কিন্তু এত সহজ না। ভিডিওগ্রাফি টি সুন্দর করার জন্য খুব ধৈর্য ও মনোযোগ সহকারে ভিডিওগ্রাফিটি ক্যাপচার করতে হয়।কারণ আমরা যদি তাড়াহুড়ো করে ভিডিওগ্রাফি টি ক্যাপচার করি তাহলে কিন্তু ভিডিওটি ভালো হবে না।এইজন্য যেকোনো ভিডিও করতে হলে অনেক ধৈর্য নিয়ে করতে হয়।তো আমি যখন সঙ্গে সঙ্গে এই সুন্দর টমেটো টি দেখি তখনেই ফোন বের করে আমি ভিডিওগ্রাফি টি করে নিলাম।যাইহোক আমার ভিডিওগ্রাফি টি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।আজকের মতো এখানেই বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।
ডিভাইস | Tecno camon 20 |
---|---|
ফটোগ্রাফার | @polash123 |
লোকেশন | দিনাজপুর |
আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ পলাশ সরকার রাজু । আমার স্টিমিট ইউজার নেম @polash123 আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি পড়া শুনা করি এবং পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি ক্রিকেট খেলতে অনেক ভালোবাসি।আর ক্রিকেট খেলা দেখতেও খুব ভালবাসি।মাঝে মাঝে সময় পেলে যে কোন ধরনের ফটোগ্রাফি করি। আর অংকন করতেও ভালবাসি।আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদে থাকবেন। |
---|
You can also vote for @bangla.witness witnesses
![]() |
---|
আজকের ডেইলি টেস্ক প্রুফ।।
https://x.com/Polashislam681/status/1959980796229660960?t=QfZWB5Iya6CinDmOkp1Dbg&s=19
https://x.com/Polashislam681/status/1959980136109056236?t=AYyQXs2Y8l0pJL96gf98pw&s=19
https://x.com/Polashislam681/status/1959979569743896677?t=84Vw29ZvPa0XI7Np4dCSww&s=19
https://x.com/Polashislam681/status/1959978705868173757?t=sxX2mCSUlLeNKcYHHaCKrA&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
টুইটার লিংক
https://x.com/Polashislam681/status/1959629270390878383?t=Kbzshj4V-dma2PtvQOk5Dw&s=19
ভিডিওগ্রাফি টি দারুন হয়েছে ভাইয়া। তবে এটা তো টমেটো না বেগুন। খুব সুন্দর উপস্থাপনা করেছেন বেশ ভালো লাগলো। রাতের বেলায় সুন্দর একটি বেগুনের ভিডিওগ্রাফি অসাধারণ হয়েছে। আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
খুব সুন্দর একটি ভিডিওগ্রাফি শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে আজকের অসাধারণ এই ভিডিওগ্রাফি দেখে অনেক বেশি ভালো লাগলো৷ যেভাবে আপনি এখানে এই টমেটোর ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন তা যেভাবে চমৎকারভাবে শেয়ার করেছেন৷ তার পাশাপাশি এখানে এই ভিডিওগ্রাফি শেয়ার করার মধ্য দিয়ে আপনার কাছ থেকে অসাধারণ কিছু একটি ভিডিওগ্রাফি দেখতে পেলাম৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে৷