১৭ বছরের অপেক্ষার অবসান!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
ইংলিশ ক্লাব টটেনহ্যাম শেষ ট্রফি জিতেছিল সেই ১৭ বছর আগে। পরবর্তী ১৭ বছর তারা ছিল ট্রফিলেস। একবার চ্যাম্পিয়ন লীগ ফাইনালে উঠলেই হারতে হয়। এটা একটা স্বনামধন্য ক্লাবের জন্য বেশ খারাপ ব্যাপার বলা যায়। এই সময়ে টটেনহ্যামের হয়ে খেলা সবচাইতে জনপ্রিয় একজন খেলোয়ার ছিল হ্যারি কেইন। তার ক্যারিয়ারেও কোন ট্রফি ছিল না। তবে সে বায়ার্ন মিউনিখে গিয়ে বুন্দেশলীগা এর ট্রফি জিতেছে। অন্যদিকে গতকাল টটেনহ্যাম ট্রফি জিতেছে দীর্ঘ ১৭ বছর পরে। গতকাল উয়েফা ইউরোপা লীগের ফাইনাল ছিল। যেখানে মুখোমুখি হয়েছিল দুই ইংলিশ জায়ান্ট ক্লাব টটেনহ্যাম এবং ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতি বছর উয়েফা এর তিনটা টুর্নামেন্ট হয়। উয়েফা চ্যাম্পিয়ন লীগে যেখানে ইউরোপের লীগগুলোর শীর্ষ দল খেলে থাকে। তারপর ইউরোপা লীগ এবং আরেকটা হলো উয়েফা কনফারেন্স লীগ।
গতকাল বাংলাদেশ সময় রাত ১ টার সময় ইউরোপা লীগে এই দুইদল মুখোমুখি হয়েছিল। যদিও কোন দলই সেই আগের জায়গাই আর নেই। যদিও আমি কোন দলেরই সমর্থক না। কিন্তু এইরকম একটা ফাইনাল আমি কোনভাবেই মিস করতে রাজি না। যাইহোক খেলা দেখার প্রস্তুতি নিয়ে বসে গিয়েছিলাম। ম্যাচের শুরু থেকে দুইদলই লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছিল। দুই দলই আক্রমণ প্রতি আক্রমণ করছিল। তবে ম্যান ইউ এর আক্রমনের ধারা ছিল অনেক বেশি। ইউনাইটেডর খেলাটা ছিল বেশ ফাস্ট। তারা খুবই দ্রুত বল মুভ করছিল এবং আক্রমণে যাচ্ছিল। যদিও টটেনহ্যাম এর ডিফেন্স লাইন এবং গোলকিপারকে পরাস্ত করতে পারছিল না। এভাবেই খেলা এগিয়ে যেতে থাকে। কোন দলই গোল করতে সক্ষম হচ্ছিল না।
ম্যাচের তখন ৪২ মিনিট। ম্যান ইউনাইটেডর গোলে শর্ট নেয় পেপে সার। তবে ম্যান ইউ গোলরক্ষক প্রথমবারে সেভ দিয়ে দেয়। কিন্তু ফিরতি বলে শর্ট নিয়ে ম্যান ইউনাইটেডর জালে বল পাঠায় ব্রেনান জনসন। টটেনহ্যাম ১-০ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে চেষ্টা চালাতে থাকে ম্যানচেস্টার ইউনাইটেড। একের পর এক আক্রমণ চালাতে থাকে। একপর্যায়ে গিয়ে অল আউট অ্যাটাক শুরু করে। তবে কোন কিছুতেই কিছু হচ্ছিল না। কখনও টটেনহ্যাম গোলরক্ষক অথবা কখনও ডিফেন্সের কাছে ব্যর্থ হচ্ছিল সব আক্রমণ। ম্যাচের একেবারে শেষ মূহূর্তে একেবারে গোললাইন থেকে একটা বল ক্লিয়ার করে টটেনহ্যাম ডিফেন্ডার পোরো। অনেক চেষ্টা করেও গোল করতে পারেনি ম্যান ইউনাইটেড।
ম্যাচে ৭৩ শতাংশ বল নিজেদের দখলে রেখে টটেনহ্যামের ৩ শর্ট এর বিপরীতে ম্যান ইউনাইটেড নিয়েছে ১৬ টা শর্ট। কিন্তু কোন লাভ হয়নি। সবদিক থেকে আধিপত্য বিস্তার করলেও গোল করতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। ফলাফল ম্যাচটা হারতে হয় তাদের। অন্যদিকে ১৭ বছর পরে কোন ট্রফি জিতে ইতিহাস রচনা করে টটেনহ্যাম। টটেনহ্যামের হয়ে নিজের ক্যারিয়ারে প্রথম ট্রফি জেতে আমাদের এশিয়ান ফুটবলার হিয়ং মিন সন। সবমিলিয়ে বেশ জমজমাট একটা ফাইনাল ছিল এইটা। বলতে হয় একেবারে পারফেক্ট ফাইনাল। যদিও ম্যানচেস্টার ইউনাইটেডর কপালটা খারাপ বলতে হয়। অন্যদিকে টটেনহ্যামের ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটে।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Daily taskş
https://x.com/Emon423/status/1925478291462558190?t=nDv5vz_gmRkSyZDddiwqHQ&s=19
https://x.com/Emon423/status/1925478547625480464?t=dQRD5H3zQLxQRzYvH3zvQA&s=19
https://x.com/Emon423/status/1925478740202856824?t=mDFZTAR4Qq0oa8l9Q8atEg&s=19
https://x.com/Emon423/status/1925478999293403611?t=3svYzoIl_YQNxEKOdz6s-Q&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.