"মন খারাপের এক দিনে"

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালোই আছি।আজ চলে আসলাম আমি @green015 যথা নিয়মে আপনাদের মাঝে নতুন এক অনুভূতি শেয়ার করতে।

মন খারাপের এক দিনে:

pexels-photo-6382634.jpeg
সোর্স

চারিদিকে নিস্তব্ধ।আমি চেয়ে আছি আকাশপানে,কবে মেঘলা দিন শেষ হয়ে রোদের দেখা মিলবে!কবে অতি প্রিয় মানুষ হাতে হাত রাখবে? আর রংধনুরা তাদের রং ছড়িয়ে দেবে।আমার ভাবুক মনের মাঝে ক্ষতবিক্ষত কষ্ট,দিনে দিনে তার গভীরতা বাড়ছে যেন।সবকিছু এলোমেলো নিয়মের গন্ডি পেরিয়ে আমি এক অদ্ভুত শুন্যতায় হাঁটছি।ঝিরিঝিরি বাদল দিনে যেমন নেট নিয়ন্ত্রণ হারিয়ে ধীরগতিতে চলতে থাকে, তেমনি আমার হৃদয়ে অদ্ভুত আলোড়ন সৃষ্টি হয় বেদনা ঘেরা জালে।সব বেদনার স্মৃতিরা ঝিরিঝিরি বৃষ্টির দিনে জমাট বাঁধে মনের কোণে।

ঠিক তেমনি কয়েক দিন আগে মন খারাপের এক রাত্রে শৈশবের এক ভুতুড়ে ঘটনা মাথায় চেপে বসলো।লিখতে বসলাম আপনাদের সামনে উপস্থাপন করবো বলে।লিখতে লিখতে গল্প প্রায় শেষের দিকে, ওদিকে চোখ জোড়া বড্ড ক্লান্ত।যেন সব বাঁধা পেরিয়ে পাতারা এক হতে চায়,মাত্র দুই এক লাইনের লেখা শেষ করেই গোটা গল্পের পরিসমাপ্তি ঘটবে আমার সেই শৈশবের স্মৃতির।ঢলু ঢলু চোখে কোথায় জানি আঙুল দিয়ে ফেললাম ফোনের স্ক্রিনে,তারপর চোখ মেলে দেখি কোথায় দুই ঘন্টা ধরে আমার পরিশ্রমের লেখা।শরীরটা নিমিষেই ঝেঁকে উঠলো ,মাথাটা ঝিমঝিম করছে।পেজ পুরো ফাঁকা,শুধুই সাদা অংশ কোথাও কোনো লেখার বিন্দুমাত্র নেই।বুঝলাম ঘুম চোখে সবকিছু ক্লিয়ার করে ফেলেছি।😢নিজের উপর এতখানি রাগ হলো যে,সেদিনের মতো নিজেকে ঘুমের দেশে পাঠিয়ে দিলাম।

তবে হ্যাঁ, এটা আমার সঙ্গে আগেও দুইবার হয়েছে।সবলেখা হাতে টাইপ করি তাই কষ্ট আর অভিমান একটু বেশিই হয় নিজের উপরে।আর সব মন খারাপগুলি বৃষ্টির দিনে আমার মাথায় এসে চাপে।নিজেকে খুবই নিঃসঙ্গ মনে হয় তখন, যদিও আমি আমার জীবন নিয়ে অনেক খুশি।আপনারাও সাবধানে থাকবেন, না হলে আমার মতো ঘুম কাতুরে হয়ে সব ক্লিয়ার হয়ে নিজের উপর অভিমান জন্মাবে,হি হি।।☺️☺️


আশা করি আমার লেখা আজকের অনুভূতিটি আপনাদের সকলের কাছেও অনেক ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

Thanks.

Posted using SteemPro Mobile

 last year 

অনেক আগে আমার সাথে এরকম হয়েছিল দীর্ঘ সময় ধরে পোস্ট লেখার পরে হঠাৎ করেই চাপ লেগে স্ক্রিন সাদা হয়ে গিয়েছিল তখন আমারও খুব খারাপ লাগছিল। যাইহোক এমনটা যে শুধু আমার সাথে নয় আপনার সাথেও হয়েছে সেটা জেনে খুব খারাপ লাগলো।

Posted using SteemPro Mobile

 last year 

একদম-ই ভাইয়া ,এটা খুবই খারাপ লাগার।ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 last year (edited)

শৈশবের এক ভুতুড়ে গল্প আপনার মাথায় চেপে বসল। গল্পটির প্রায় লাস্টের দিকে। তখন ঢলু ঢলু চোখে স্কিনে আঙ্গুল দিয়ে কোথায় জানি চাপ দিলেন আর বুঝলেন ঘুম চোখে সবকিছু ক্লিয়ার করে ফেলেছেন। ব্যাপারটি আসলেই কষ্টদায়ক।পোস্ট হাতে আমিও লেখি। আসলে একটি পোস্ট লিখতে অনেক সময় লেগে যায়।অনেক ধন্যবাদ দিদি আপনার কষ্টের অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

হাতে লিখলে সময় বেশিই লাগে দিদি ,ধন্যবাদ আপনাকে ও।

Posted using SteemPro Mobile

 last year 

বাহ আপু আমি তো অবাক হয়ে আপনার লেখা পোস্টটির শুরু থেকে পড়তে শুরু করলাম আর ভাবছিলাম হয়তো শেষের দিকে দারুন এক ভুতুড়ে ধামাকা রয়েছে কিন্তু পরে শেষ অব্দি পরে বুঝতে পারলাম আপনার মনের একটি কষ্টকর মুহূর্ত আমাদের মাঝে তুলে ধরেছেন। সোনাই আপু ঘুম ধরলে আর কোন কিছু ভালো লাগে না। আপনার যেমন ঘুমের মাঝে হাতে টাইপ করা সবগুলো লেখা ক্লিয়ার করে ফেলেছেন ঠিক তেমনটাই ঘুম ধরলে সব কিছু যেন এলোমেলো হয়ে যায়। ধন্যবাদ আপু সুন্দর একটি অভিজ্ঞতা আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 last year 

আসলে আপনার এই ভুতুড়ে ধামাকার গল্প কোনো এক সময় শেয়ার করবো ভাইয়া, ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 last year 

দিদি আপনার মতো আমারও এমন কয়েকবার ঘটেছে ৷ সত্যি বলতে তখন যে কতটা খারাপ লাগে সেটা বুঝি ৷আর আপনিও এমন করেছেন ঘুমের ঘোরে ৷ বিষয়টা সত্যি খারাপ লাগে যখন একটা পোষ্ট কষ্ট করে লেখার পর সেটা মুছে যায় ৷তখন নিজের সাথে অনেকটা বিরক্তি বধ করি ৷
যা হোক কিছু করার নেই ৷

 last year 

আসলেই নিজের উপরে বিরক্তি চলে আসে ঠিক বলেছেন দাদা,ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 last year 

আপু আপনার চোখে ভয় নিয়ে বেশ সুন্দর লিখেছেন। আসলে আপু ফোনে চাপ লেগে আমার মনে হয় অনেকের এমন সমস্যা হয়েছে। আসলে আপু অনেক কষ্ট করে পোস্ট লেখার পরে এমন সমস্যা হলে সত্যি খারাপ লাগে। আপনাকে অনেক ধন্যবাদ দিদি কষ্টের অনুভূতি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আপু, চোখে ভয় নিয়ে বলিনি তো,ক্লান্ত বলেছি।ধন্যবাদ আপু।

 last year 

দিদি,আপনি আপনার ঘুম কাতুরে চোখে ঘটে যাওয়া অভিজ্ঞতা শেয়ার করলেন।সত্যি খুব কষ্টের কথাই।তবে আমার এমনটা কখনও হয়নি।আমি ২ বার পোস্টে বেনিফিসিয়ারি দিয়ে অ্যাড করে দেইনি বলে পোস্ট দুটো বাতিল হয়ে গিয়েছিল।খুব কষ্টের দিদি।হাতে লিখি আমিও।খুব কষ্ট দুই দিন আমিও পেয়েছিলাম।কষ্টের অনুভূতি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ জানাই আপনাকে।

Posted using SteemPro Mobile

 last year 

আপু,সত্যিই বেশ খারাপ লাগে এভাবে পুরো পোষ্ট লিখে নষ্ট হয়ে গেলে।ধন্যবাদ আপনাকে।

 last year 

এরকম ঘটনা আমার সাথে অনেকবার হয়েছে৷ আসলে যখন কোন পোস্ট লেখার পরে সেগুলো ক্লিয়ার হয়ে যায় তখন তার থেকে বড় কষ্টের বিষয় আর কিছু হতে পারে না৷ আপনিও পুরোপুরি লেখার পরে যখন শেষ পর্যন্ত পোস্ট করব তখন একেবারে ক্লিয়ার হয়ে গেল, অনেকটা খারাপ লাগলো৷

 last year 

আপনার মতামতের জন্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

এত সুন্দর আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ৷

Posted using SteemPro Mobile

 last year 

এমনটা আমার সঙ্গে একবার হয়েছে। তবে ঘুমের ঘোরে আমার লেখা ক্লিয়ার হয়নি আমি লেখা পুরো টা কাট করে ফেলেছিলাম। তখন আমার নিজের উপর এতোটা রাগ হয়েছিল কী বলব। তবে আপনার সাথে যেটা হয়েছে সত্যি সেটা অনাকাঙ্খিত। আশাকরি ভবিষ্যতে আর এমনটা হবে না।

Posted using SteemPro Mobile

 last year 

ভাইয়া, যতই বলি না কেন ভবিষ্যতেআর এমন করবো না কিন্তু ঠিক হয়ে যায়।ধন্যবাদ আপনাকে।