এলোমেলো জীবনের পাতা- একতা

in আমার বাংলা ব্লগ2 months ago

22-02-2025

১০ ফাল্গুন , ১৪৩১ বঙ্গাব্দ


🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼


friends-6780743_1280.jpg

copyright free image from Pixabay

ছোটবেলা থেকেই আমরা পড়ে আসছি, একতাই উত্থান, বিবাদে পতন। এ কথাটির পিছনের গল্পটি কিন্তু আমাদের সকলেরই কমবেশি জানা। আসলে সমাজে চলতে গেলে আমাদেরকে একে অপরের সহযোগিতার মধ্যে দিয়েই চলতে হয়। একে অপরের সাহায্য ছাড়া আমরা কখনোই চলতে পারবো না। একে অপরের সহযোগিতার মাধ্যমে একজন মানুষের আরেকজন মানুষের সাথে সৌহার্দপূর্ণ সম্পর্ক গড়ে উঠে। যেটা একজনের প্রতি আরেকজনের আস্থা তৈরি করে। এই আস্থার বলেই আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। কেউ বিপদে পরলে তাকে সাহায্য করি। তবে সমাজে কিছু কাজ আছে যেগুলো একার পক্ষে সম্ভব হয়ে উঠে না। সে কাজগুলো সবাই মিলেমিশে করতে হয়। এতে সময় ও কষ্ট দুটোই কম লাগে।

যেমন ধরেন সমাজে একটা উদ্যোগ নেয়া হলো। সেটা হলো পরিষ্কার করার। আমাদের আশেপাশে যত ময়লা-আবর্জনা আছে সেগুলো পরিষ্কার করতে হবে। এখন কথা হচ্ছে আপনি যদি উদ্যোগ নেন। আপনার একার দ্বারা সে কাজটি সম্পন্ন করা সম্ভব না। সমাজের সকলের সহযোগিতা ছাড়া কাজটি করা সম্ভব না। কাজেই কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হলে সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় কাজটি সম্পন্ন করা যাবে। এতে সময়ও কম লাগবে সাথে কষ্টটাও।

আমাদের সমাজে এখন একতার বড্ড অভাব লক্ষ্য করছি। গত কয়েকদিন ধরে সোস্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছিল এক দম্পতির স্বামীকে কিছু লোক কুপাচ্ছিল ঠিক তখন তার বউ তাকে সামনে দাঁড়িয়ে রক্ষা করে। ঘটনাটি ঘটেছিল ঢাকার উত্তরায়। তারপর জানতে পারলাম যে লোকগুলো লোকটিকে মারতে চেয়েছিল সে লোকগুলোকে এলাকার লোকজন গনপিটুনি দিয়েছে! ব্যাপারটা দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। আমাদের এখনই সময় একতাবদ্ধ থাকার। সমাজের যেখানেই এমন নৃশংস কান্ড ঘটবে সেখানেই আমাদের একতাবদ্ধ হয়ে রুখে দিতে হবে। নয়তো এমন ঘটনা সমাজে অহরহ ঘটতে থাকবে।

সোস্যাল মিডিয়ায় প্রবেশ করলেই চাদাঁবাজি, ধ্বর্ষণের খবরগুলো সামনে আসছে। প্রতিনিয়ত ধ্বর্ষণের শিকার হচ্ছে শিশু থেকে তরুণীরা! এমতাবস্থায় আমাদেরকে জরুরি একতাবদ্ধভাবে তা প্রতিহত করা উচিত। নয়তো প্রতিনিয়ত এমন অপরাধ বেড়েই চলবে সমাজে। বর্তমানে সিকিউরিটি লেভেলে একদম ভেঙে গেছে বললেই চলে। রাতে একা বের হতেও এখন ভয় হয়। প্রশাসনেরও উচিত নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা। আর আমাদের উচিত যেখানে অন্যায় সেখানে সবাই ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করা। দিনশেষে আমাদের মনে রাখতে হবে একতাই শক্তি!



10% beneficary for @shyfox ❤️

1000158488.jpg

PUSS COIN:BUY/SELL

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG_4442.JPG

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ডুয়েটে অধ্যয়নরত আছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত তিন বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

একতা যে কোনো সমাজের জন্য অপরিহার্য। একে অপরের পাশে দাঁড়ানো, অন্যায়ের বিরুদ্ধে সম্মিলিতভাবে রুখে দাঁড়ানো,এটাই সমাজের সত্যিকারের শক্তি। শুধুমাত্র ঐক্যবদ্ধ প্রতিরোধই অপরাধ ও অনাচার কমাতে পারে। তাই আমাদের উচিত বিভেদ ভুলে, সামাজিক ন্যায়বিচারের জন্য একসাথে কাজ করা। একতাই শক্তি!

 2 months ago 

একদম ঠিক বলেছেন ভাই। আমাদের সকলেরই উচিত সবকিছু ভুলে কাধেঁ কাধ মিলিয়ে কাজ করা।