উয়েফা কনফারেন্স লীগ ফাইনাল!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
প্রতিবছর উয়েফা এর তিনটা টুর্নামেন্ট হয়ে থাকে। উয়েফা চ্যাম্পিয়ন লীগ, উয়েফা ইউরোপা লীগ এবং উয়েফা কনফারেন্স লীগ। গতকাল উয়েফা কনফারেন্স লীগ এর ফাইনাল ম্যাচ ছিল। ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংলিশ ক্লাব চেলসি এবং স্প্যানিস ক্লাব রিয়াল বেটিস। চেলসি একসময়ের জায়ান্ট ক্লাব হলেও রিয়াল বেটিস ঐ মাপের কোন ক্লাব না। তবে এই সিজেনে তারা বেশ ভালো করেছে। ফাইনাল টা ছিল বাংলাদেশ সময় রাত একটার সময়। রিয়াল বেটিস কোচ পেলেগ্রিনি তার দলকে ৪-২-৩-১ ফর্মেশনে মাঠে নামায়। অন্যদিকে চেলসির ফর্মেশন ছিল ৪-২-৩-১। খেলার শুরু হয়। প্রথম থেকে দুই দলই আক্রমণাত্মক খেলছিল। মধ্যমাঠে কেউই বল বেশিক্ষণ ধরে রাখছিল না।
বলা যায় দুই দলই বল পেয়ে সরাসরি আক্রমণে চলে যাচ্ছিল। তবে দুই দলের খেলায় ছিল অগোছালো। কেউ নিজেদের কাছে বেশিক্ষণ বল ধরে রাখতে পারছিল না। তবে রিয়াল বেটিস বেশ দারুণ কিছু সুযোগ তৈরি করলেও কোন গোল করতে পারছিল না। অবশেষে ম্যাচের ৯ মিনিটে ইসকো এর সহায়তায় গোল করে আবেদি। এই গোলে ১-০ তে এগিয়ে যায় রিয়াল বেটিস। এরপর আরও কয়েকটা দারুণ সুযোগ পেলেও গোল করতে পারেনি রিয়াল বেটিস। বলতে গেলে খেলোয়ারদের গাফিলতি ছিল বলা যায়। প্রথমার্ধে চেষ্টা করেও চেলসি কোন গোল করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে চেলসি যেন পুরোপুরি আলাদাভাবে ফিরে আসে। ।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই চেলসি খেলায় ফিরে আসে। বেশ দারুণ সব আক্রমণ তৈরি করছিল। বল নিজেদের দখলে রেখে বেশ দারুণ খেলছিল। রিয়াল বেটিসের উপর আধিপত্য বিস্তার করে চেলসি। অবশেষে ম্যাচের ৬৫ মিনিটে কোল পালমারের দারুণ এক অ্যাসিস্টে হেডে গোল করে এঞ্জো ফার্নান্দেজ। ম্যাচে সমতা ফিরে আসে। এরপর যেন চেলসি অপ্রতিরোধ্য হয়ে যায়। একের পর এক আক্রমণ করে যাচ্ছিল। যার ফলশ্রুতিতে ৭০ মিনিটের সময় কোল পালমারের দ্বিতীয় অ্যাসিস্টে হেডে গোল করে নিকোলাস জ্যাকসন। পরের গল্পটা শুধুই চেলসিময়। কয়েকটা আক্রমণ করলেও রিয়াল বেটিস আর ম্যাচে ফিরতে পারেনি। রিয়াল বেটিসের ডিফেন্সের দূর্বলতা টা বেশ ভালোভাবে লক্ষ্য করা যায়।।
এরপর ম্যাচের ৮৩ মিনিটে জর্ডান সানচো এবং ৯১ মিনিটে কাইসেডো গোল করলে পুরোপুরি ৪-১ গোলে এগিয়ে যায় চেলসি। অপেক্ষা তখন শুধু ম্যাচ শেষের। কনফারেন্স লীগ ফাইনাল জিতে মাঠ ছাড়ে চেলসি। সেই সাথে চেলসি ইউরোপের একমাত্র দল যারা উয়েফা এর সবগুলো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। ইউরোপের আর কোন দলের এই কৃতিত্ত্ব নেই। চেলসি যেন দ্বিতীয়ার্ধে নিজেদের ভয়ংকর রুপটা ফিরে পাই। প্রথমার্ধের খেলার সাথে বলতে গেলে কোন মিলই ছিল না। তবে রিয়াল বেটিসের স্বপ্ন ভঙ্গ হয়ে যায়। জেতা হলো না তাদের কোন ইউরোপীয় শিরোপা। অপেক্ষার প্রহর আরও দীর্ঘায়িত হলো।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Daily task
https://x.com/Emon423/status/1928019379331158458?t=vkdVrR0Zy8u1Rh6TGs6rWQ&s=19
https://x.com/Emon423/status/1928019858828009885?t=l9J2uflxbsVNOl2tGmQ_Pg&s=19
@tipu curate
Upvoted 👌 (Mana: 6/7) Get profit votes with @tipU :)
Upvoted! Thank you for supporting witness @jswit.