সেমিফাইনাল প্রথম লেগ( আর্সেনাল VS পিএসজি)।।
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
উয়েফা চ্যাম্পিয়ন লীগ থেকে রিয়াল মাদ্রিদের বিদায় হয়ে গিয়েছে। এই সিজেনের জন্য আমাদের আশা শেষ। অধিকাংশই তাদের প্রিয় দল বাদ যাওয়ার পরে আর খেলা দেখে না। কিন্তু ফুটবলের প্রতি আমার আকাঙ্খা অন্য মাএায়। এইজন্য উচলের বাকি ম্যাচগুলো দেখব ঠিক করি। সেই ইচ্ছা থেকেই গতকাল সেমিফাইনাল প্রথম লেগ দেখতে বসে যায় । যেখানে মুখোমুখি হয়েছিল ইংলিশ ক্লাব আর্সেনাল এবং ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মি। এই সিজেনে লুইস এনরিকের অধীনে দারুণ খেলছে পিএসজি। গতকাল সেমিফাইনাল প্রথম লেগ টা ছিল আর্সেনালের ঘরের মাঠে। লুইস এনরিকে তার দলকে মাঠে নামায় ৪-৩-৩ ফর্মেশনে। অন্যদিকে আর্সেনাল কোচ আর্তেতা তার দলকে মাঠে নামায় ৪-৩-৩ ফর্মেশনে।
খেলাটা ছিল বাংলাদেশ সময় রাত ১ টাই। যথাসময়ে খেলা শুরু হয়। ম্যাচের শুরু থেকেই বেশ দারুণ গুছিয়ে খেলতে থাকে পিএসজি। তাদের খেলার মধ্যে একটা গতিশীলতা ছিল। এটা আমার বেশ ভালো লাগছিল। ম্যাচের ৪ মিনিট তখন। কাভারা এর অ্যাসিস্টে অসাধারণ এক ফিনিশ করে ওসমান দেম্বেলে। ০-১ গোলে এগিয়ে যায় পিএসজি। গোল দেওয়ার পরেও থেমে থাকেনি পিএসজি। একের পর এক আক্রমণ করতে থাকে। ঘরের মাঠে পিএসজির সাজানো গোছানো ফুটবলের সামনে একেবারে পরাস্ত্র হয় আর্সেনাল। আর্সেনাল চেষ্টা করলেও সেরকম কোন ভালো সুযোগ তৈরি করতে পারছিল না। প্রথমার্ধের খেলা শেষ হয় ০-১ তেই।
দ্বিতীয়ার্ধে খেলতে নেমে নিজেদের ভুলগুলো ঠিক করে নেয় আর্সেনাল। তারা দারুণ ভাবে সব আক্রমণ বিল্ডআপ করতে থাকে। তবে কোন লাভ হয়নি বলা যায়। একের পর এক আক্রমণ দারুণ ভাবে প্রতিহত করেছে পিএসজি গোলকিপার দোনারুম্মা। আর্সেনাল খেলোয়ার থ্রোসার্ড একটা দারুণ সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। সেটা সেভ দিয়ে দেয় দোনারুম্মা। এভাবেই চলতে থাকে খেলা। পিএসজির টিনেজার খেলোয়ার দুয়ে ছেলেটার খেলা আমার বেশ ভালো লেগেছিল তার অসাধারণ স্কিল এর জন্য। এই ছেলেটার সাথে নেইমারের প্লেয়িং স্টাইলের প্রায় শতভাগ মিল রয়েছে । দ্বিতীয়ার্ধে পিএসজি বেশ দারুণ কিছু সুযোগ পায়।
তবে বারকোলা এর শর্ট কিছুটা বাইরে দিয়ে চলে যায় এবং গঞ্জালো রামোস এর শর্ট ক্রসবারে লেগে প্রতিহত হলে গোলের দেখা পাই না পিএসজি। ম্যাচটা শেষ হয় ০-১ গোলেই। অর্থাৎ পিএসজি এক গোলের লিড নিয়ে যাচ্ছে। পরের সপ্তাহে দ্বিতীয় লেগের ম্যাচের প্যারিসে মুখোমুখি হবে দুই দল। ম্যাচে ৫২ শতাংশ বল দখলে ছিল পিএসজির। পিএসজির ১১ শর্টের বিপরীতে আর্সেনাল নিয়েছে ১০ টা শর্ট। ম্যাচে সর্বোচ্চ ৮.৬* রেটিং নিয়ে ম্যাচসেরা হয়েছে পিএসজি গোলরক্ষক দোনারুম্মা।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Daily task
https://x.com/Emon423/status/1917510739272819088?t=GjvnNZ5ZLl5_YQXDcer28g&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.