বাংলাদেশ সরকারি লোগো || গ্রাফিক্স ডিজাইন- ০৫
আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.
১৮ই অক্টোবর,মঙ্গলবার।
আ মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি। ফটোশপ, ইলাস্ট্রেটর দিয়ে শুধু ডিজিটাল আর্ট নয়, এছাড়াও প্রফেশনাল অনেক কাজ করা যায়। তারই ধারাবাহিকতায় আমি আজকে একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম আপনাদের জন্য।
ইতিমধ্যে আপনারা আমার অনেক ড্রইং দেখেছেন যেগুলো আমি ডিজিটাল ভাবে তৈরি করেছি, সেগুলো বেশিরভাগ ব্যবহার করা হয়েছিল এডোবি ফটোশপ দিয়ে, তখন আমাদের কমিউনিটি তে অনেক মানুষেরই ডিজিটাল আর্টের প্রতি বেশী আকর্ষণ ছিল, তখন থেকেই ভেবেছিলাম এটিকে কিভাবে সহজ করে উপস্থাপন করা যায়।
যদিও আমার ধারাবাহিকভাবে টিউটিরিয়াল দেয়ার দরকার ছিল, কিন্তু সেগুলো বেশ বোরিং হয়ে যেত, তাই সবথেকে ইন্টারেস্টিং লাগে আমার কাছে লোগো ডিজাইন। তাই ভাবলাম লোগো ডিজাইন দিয়ে প্রথম টিউটিরিয়াল ভিডিও শুরু করা যাক, যেকোনো ডিজাইনকে সহজ ভাবে তৈরি করার জন্য এডোবি ফটোশপ থেকে বেশি ব্যবহার করা হয় ইলাস্ট্রেটর। আমিও আজকের এই টিউটোরিয়ালটি তৈরি করার জন্য ইলাস্ট্রেটর ব্যবহার করছি।
প্রয়োজনীয় উপকরণ
- কম্পিউটার
- Adobe Illustrator 2022
খুব সহজে কিভাবে বাংলাদেশের সরকারি লোগোটি তৈরি করা যায় সেটি উপস্থাপন করার চেষ্টা করলাম আশা করি আপনাদের ভাল লেগেছে।
খুব সহজভাবেই টিউটোরিয়ালটি উপস্থাপন করার চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো রেখেছে। যদি আপনাদের ভাল লাগে চেষ্টা করব আগামীতে আরো ইন্টারেস্টিং কিছু টিউটিরিয়াল আপনাদেরকে উপহার দেয়ার জন্য।
আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

আপনি খুব সুন্দর করে বাংলাদেশের সরকারের লোগো তৈরি করেছেন। সত্যিই দেখে খুব ভালো লাগলো। আসলে এই লোগো তৈরি করার মাধ্যমে আপনার মাঝে দেশপ্রেমের প্রতিচ্ছবি দেখতে পেলাম। ভিডিও মাধ্যমে এতো চমৎকার ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।
অনেকেই গ্রাফিক্স ডিজাইন শিখতে চান, যখন ডিজিটাল আর্ট করতাম অনেকেই বেশ ইচ্ছা পোষণ করতো তখন থেকেই ভাবতাম টিউটোরিয়াল পোস্ট করব। এই বেসিক জিনিস গুলো ধারণা থাকলে তবেই বিভিন্ন ড্রইং করা সম্ভব।
অবাক করা কাজ বন্ধু। শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখলাম। আর টুল গুলোর কাজ মনে রাখার চেস্টা করলাম। দেখে যা বুঝলাম ইলাস্ট্রেটর এর কাজ তো প্রায় ফটোশপ এর মতই। কি বলো বন্ধু আমিও শুরু করবো নাকি। যদিও তোমার মত এডভান্স লেভেল এর কাজ পারবোনা। তবে চেস্টা করে দেখতে পারি।
ফটোশপ থেকে কিছু জিনিস ব্যতিক্রম রয়েছে তবে কাজ করতে পারলে এখানে মজা বেশি, ইলাস্ট্রেটর এর সুবিধা বেশি ড্রইং করতে অনেক ভালো লাগে নিজের কাছে, যদিও এখনো আমি ডিজিটাল আর্ট তেমন একটা করছি না তবে খুব শীঘ্রই শুরু করবো, ফটোশপের প্রথম ধাপ তো বন্ধু তোমার কাছে শেখা, আমি না হয় একটু ইলাস্ট্রেটর শিখিয়ে দিলাম 😄
ভাইয়া আপনার ইলাস্ট্রেটর দিয়ে লোগো ডিজাইনটা অনেক ভাল লাগলো। আমি সর্বপ্রথম ফটোশপ দিয়ে কাজ করতাম। তারপর এডোবি ইলাস্ট্রেটর শিখার পরে আমার কাছে ফটোশপ থেকে ইলাস্ট্রেরই সহজ মনে হয় । এখনো আমি ইলাস্ট্রেটর দিয়ে কাজ করি। আমি লোগো,ব্যানার,কার্ড এগুলো তৈরী করি। ধন্যবাদ ভাইয়া।
আমি এখনো ইলাস্ট্রেটরের সাথে অতটা ইউজ টু হতে পারেনি, খুব একটা সময় দেয়া হচ্ছেনা এখন তাই হয়তো। তবে আমিও চেষ্টা করছি ইলাস্ট্রেটরে কাজ বেশি করার জন্য।