আস্থার অপর নাম " বিশ্বাস "

in আমার বাংলা ব্লগ3 months ago
আসসালামুআলাইকুম সবাইকে 🌸

trust-1418901_1280.jpg

From Pixabay

একটা সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস! হোক সেটা আত্মীয়ের সাথে, ববন্ধুবান্ধবের সাথে, অফিসের বসের সাথে অথবা ভালোবাসার একটা সম্পর্কে! এই বিশ্বাস এমন একটা অনুভূতি যেটা মনে অতি তাড়াতাড়ি আসে না। এটা আসতে সময়ের প্রয়োজন হয়। সময়ই আপনাকে বলে দিবে আপনি তাকে বিশ্বাস করবেন কি না। একজন মানুষের সাথে বিশ্বাসের ভীত মজবুত হয় তার আচরণ বা কথার মাধ্যমে। দিনের পর দিন একটা মানুষের সাথে চলতে থাকলে একটা সময় সবকিছু তার সাথে শেয়ার করা হয়ে উঠে। আপনার মনের কথাগুলো তখনই একজন মানুষের সাথে শেয়ার করেন যখন আপনি তার প্রতি আস্থা রাখবেন।

বিশ্বাসের কারণেই মানুষ একে অন্যের সাথে লেনদেন করেন। এখন কথা হলো যদি আপনার বিশ্বাসটাই কেউ ভেঙে দেয় তখন কি করবেন? আসলে বিশ্বাস অর্জন করাটা যতটা কঠিন ঠিক বিশ্বাস ভেঙে ফেলা ততটাই সহজ। ধরেন, আপনার বন্ধুর সাথে দশ বছরের বেশি সম্পর্ক। আপনার বন্ধুর হঠাৎ করেই খুব সমস্যা। সেটা হতে পারে আর্থিক সমস্যা। এখন আপনার বন্ধু আপনার কাছে বিশ হাজার টাকা চাইলো! আপনার বন্ধুকে আগে থেকেই চিনেন। এমন বিপদে আপনি তার পাশে দাঁড়ালেন কোনো কিছু না ভেবেই! আপনার বন্ধুকে বিশ হাজার টাকা দিয়ে দিলেন। তবে টাকা টা যেন যথাসময়ে ফেরত দেয়।

আপনি যে আপনার বন্ধুকে টাকা দিলেন তিন মাস হয়ে গেল আপনার টাকা দেয়ার কোনো খবর নেই! সে আপনাকে প্রতিনিয়ত ঘুরাচ্ছে! এখন আপনার বন্ধুকে দ্বিতীয়বার টাকা দেয়ার সময় অবশ্যই ভাববেন! এই যে আপনার বিশ্বাসটা ভেঙে গেল। এই বিশ্বাসটা আবার অর্জন করতে আপনার বন্ধুর কিন্তু যথেষ্ট সময় লাগবে। আবার একটা বিষয় দেখেন, আমরা কোনো কিছু না ভেবেই একটা মেয়ে অথবা ছেলেকে বিশ্বাস করে ফেলি। তার সাথে একটা সম্পর্কে জড়ায়! আর সে সম্পর্কটার মূল ভিত্তি হলো বিশ্বাস। আর বিশ্বাসের বলেই একটা সম্পর্ক অনেকদূর এগিয়ে যায়।

আর বিশ্বাসের ভীতটা যদি নড়বড়ে হয়ে পরে তাহলে দেখবেন আপনি আর ঐ সম্পর্কটাকে বেশিদূর নিয়ে যেতে পারবেন না। এ বিশ্বাসটা অনেকভাবে নড়বড়ে হয়ে যেতে পারে! আপনি যাকে ভালোবাসেন তাকে মনপ্রাণ দিয়ে আপনি বিশ্বাস করেন যে, সে মেয়ে বা ছেলেটি আপনাকে ছেড়ে কখনো যাবে না। কিন্তু আপনি তাকে এমন সব কথা শেয়ার করে ফেলেছেন যা শোনার পর তার আপনার প্রতি বিশ্বাসটা কমে গেল! এখন এই বিশ্বাসটা অর্জন করতে কিন্তু সময় লাগবে অথবা এমনও হতে পারে যে সম্পর্কটা ভেঙে যেতে পারে।

বাস্তব জীবনে নিজের প্রতি বিশ্বাসটাও কিন্তু গুরুত্বপূর্ণ। নিজের প্রতি বিশ্বাস যেটাকে এক কথায় আত্মবিশ্বাস বলে। আর আপনার মাঝে আত্মবিশ্বাসটা থাকলেই যেকোন কাজ সহজে সমাধান করে ফেলতে পারবেন। নিজের প্রতি আত্মবিশ্বাস না থাকলে কোনো কাজই আসলে আপনি সম্পন্ন করতে পারবেন না! নরমাল একটা বিষয়, আপনার সামনে এডমিশন পরীক্ষা। আপনি পড়াশোবা করছেন ঠিকমতো কিন্তু আপনার মাঝে আত্মবিশ্বাস নেই যে আপনি এডমিশনে পাশ করতে পারবেন। আত্মবিবাস না থাকার কারণে আপনি অলরেডি পিছিয়ে গেছেন। যদি আত্মবিশ্বাসটা থাকতো তাহলে আপনি সহজেই আপনার লক্ষ্যে পৌঁছাতে পারতেন। এজন্য বাস্তব জীবনে নিজের প্রতি বিশ্বাস থাকাটাও জরুরি।

এবার বর্তমানের দিকে আসেন! বর্তমানে এমন হয়েছে, কাউকে বিশ্বাস করা কঠিন! আপনি কাকে বিশ্বাস করবেন! নিজের ভাইকেও এখন বিশ্বাস করা যায় না। আসলে মানুষের মানসিকতার ব্যাপক পরিবর্তন হয়েছে। কারো বিশ্বাস রাখার যে বিষয়টা সেটা আস্তে আস্তে উঠে যাচ্ছে। বলতে পারেন মানসিকতার চরম অবক্ষয় হয়েছে মানুষদের। মানসিকতার পরিবর্তন না হলে কারো প্রতি বিশ্বাসটা আসবে না সহজে। যেহেতু আমরা সামাজিক জীব। সমাজেই বসবাস করতে হয় আমাদের তাই একে অপরের প্রতি বিশ্বাস থাকাটা জরুরি। এতে করে সমাজের মানুষদের মাঝে সম্পর্কটা মজবুত হয়।



10% beneficary for @shyfox ❤️

1000158488.jpg

PUSS COIN:BUY/SELL

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG_4442.JPG

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ডুয়েটে অধ্যয়নরত আছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত তিন বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 3 months ago 

যেকোনো সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস। বিশ্বাসের জোরেই প্রত্যেকটি সম্পর্ক টিকে থাকে। এটা ঠিক বলেছেন ভাই নিজের প্রতি বিশ্বাসকে বলা হয় আত্মবিশ্বাস। বিশ্বাস হোক ভালোবাসার, বিশ্বাস হোক বন্ধুত্বের, বিশ্বাস হোক বিশ্বাসের। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 months ago 

একদম ভাই! যেকোনো সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

যেখানে সন্দেহ রয়েছে সেখানে বিশ্বাস হারাতে থাকে। তাই সুন্দর একটি সম্পর্ক মজবুতর রূপে গড়ে তুলতে হলে অবশ্যই সেখানে বিশ্বাস থাকা একান্ত প্রয়োজন। বিশ্বাস হারিয়ে গেলে সু-সম্পর্ক হারিয়ে যেতে সময় লাগে না।

 3 months ago 

একদম ভাই! সুন্দর একটি সম্পর্ক গড়ে তুলতে অবশ্যই বিশ্বাসের প্রয়োজন।

 3 months ago 

আজকে আপনি সুন্দর একটি পোস্ট করেছেন। ঠিক বলেছেন বিশ্বাস অর্জন করা যতটা কঠিন ভেঙে পড়া একদম সহজ। তবে বিশ্বাস অর্জন করা হচ্ছে বড় কষ্টসাধ্য। এবং নিজের উপর নিজের বিশ্বাস থাকা গুরুত্বপূর্ণ। আর বিশ্বাসের কারণে মানুষ একজনে অন্যজনের সাথে লেনদেন করে। আর যখন লেনদেন ক্ষেত্রে কেউ বিশ্বাস ভঙ্গ করে তখন সত্যি অনেক খারাপ লাগে। সুন্দর একটি পোস্ট করছেন তাই ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

বিশ্বাস অর্জন করা যতটা কঠিন ভেঙে ফেলা ততটাই সহজ! আর একবার ভেঙে গেলে জোড়া লাগানো কঠিন।

 3 months ago 

একটি সুন্দর সম্পর্ক এত সহজে গড়ে উঠে না। প্রথমে আস্হা থাকতে হয় এবং সেই সম্পর্কের প্রতি বিশ্বাস গড়ে ওঠে। এই সুন্দর দুইটি জিনিস যদি সম্পর্কের মধ্যে থাকে তাহলে সেই সম্পর্ক কখনো পাটল ধরে না। খুব সুন্দর লেখা আপনি লিখে শেয়ার করলেন পড়ে অনেক উপকারে আসলো।

 3 months ago 

একদম আপু! প্রথমে আস্থা অর্জন তারপর ঐ মানুষটির প্রতি বিশ্বাস আসে।

 3 months ago 

বিশ্বাস শব্দটি ছোট হলেও এর অর্থ বৃহৎ। বিশ্বাস ছাড়া কোন কিছুর সম্ভব নয়। প্রত্যেকটি সম্পর্ক টিকে থাকে শুধুমাত্র বিশ্বাসের উপর ভিত্তি করে। বিশ্বাস হলো এমন একটি সম্পদ যা একবার হারিয়ে গেলে আর ফিরে আসে না। বিশ্বাস অর্জন করা যতটা কঠিন বিশ্বাস ভেঙে ফেলা ততটাই সহজ। খুব সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন ভাইয়া। আপনার পোষ্টের বিষয়বস্তু আমার কাছে খুব ভালো লেগেছে।

 3 months ago 

একদম! বিশ্বাস একবার হারিয়ে গেলে সেটা ফিরিয়ে আনা খুবই কঠিন।

 3 months ago 

একদম মনের কথাগুলো খুলে বলেছেন আজকের এই পোস্টে। আমিও এই বিষয়টা অনেক বেশি মনে করি। যেখানে সঠিক বিশ্বাস স্থাপন করা যায় সেখানে অবশ্যই আস্থা ও ভালোবাসা তৈরি হয়। আর যেখানে বিশ্বাস থাকে না সেখানে আস্থা ও ভালোবাসা থাকে না। তাই বিশ্বাস জিনিসটা বেশ কঠিন। মানুষের অন্তরে অন্তরে বিশ্বাস স্থাপন করাটাও কঠিন। সেই ক্ষেত্রে কঠিন ভাবে নিজেকে তৈরি রাখতে হয়। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনি লিখেছেন।

 3 months ago 

বিশ্বাস ছাড়া কখনোই ভালোবাসা তৈরি হয় না। একটা সম্পর্ক বলেন সেখানে বিশ্বাস থাকা জরুরি

 3 months ago 

বিশ্বাস সম্পর্কের ভিত্তি এবং জীবনের সব ক্ষেত্রে অপরিহার্য।আসলে বিশ্বাস জিনিসটা আমাদের প্রত্যেকের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়।মূলত বিশ্বাসের উপরই আমাদের জীবন প্রতিষ্ঠিত।একে অপরের প্রতি বিশ্বাস নিয়ে আপনি খুব সুন্দর আলোচনা করেছেন। প্রত্যেকটা কথা ছিল বাস্তবিক।লেখাগুলো পড়ে বেশ ভালো লাগলো।

 3 months ago 

আসলেই ভাই, বিশ্বাসের উপরেই আমাদের জীবন প্রতিষ্ঠিত।

 3 months ago 

যেকোনো সম্পর্কের ভীত ই হচ্ছে বিশ্বাস। বিশ্বাস ছাড়া কোনকিছু ই সম্ভব নয়।আমরা আমাদের সেই বিশ্বাস কে কখনও ভাঙ্গবো না।বিশ্বাস দিয়ে যেকোনো সম্পর্ককে টিকিয়ে রাখার চেষ্টা করবো আমরা।সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাই।

 3 months ago 

জি আপু, একটা সম্পর্ক টিকিয়ে রাখতে হলে বিশ্বাস দরকার