ভ্রমন পোস্ট-সুবর্ণ গ্রাম ঘুরতে যাওয়ার নবম পর্ব
আসসালামু আলাইকুম
কেমন আছেন আমার প্রিয় সহযাত্রী ভাই বোনেরা? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ্ ভালো আছি। আশা করি সবার দিনটা ভাল কেটেছে। আজকে আপনাদের সবার মাঝে আমার আরও একটি পোস্ট নিয়ে হাজির হলাম। অতি সপ্তাহের মত আজও আমি একটি ভ্রমণ পোস্ট নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়েছি। আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন আজ আমার ভ্রমণ পোস্ট দেখে আসি কেমন হয়েছে। আজ আমার ভ্রমণ পোস্টের বিষয় হলো সুবর্ণগ্রাম ঘুরতে যাওয়ার নবম পর্ব।

হ্যাঁ আমার প্রিয় সহযাত্রী এপার ওপার বাংলার সকল বন্ধুগন। আজ আবার ও আমার ভ্রমণ পোস্টের আরো একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। নতুন কোন ভ্রমণের পোস্ট নিয়ে নয় পুরনো জায়গায় ভ্রমণের পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আগে পুরনো জায়গাগুলো এক এক করে পর্ব শেষ করব। তাই সুবর্ণগ্রামে ঘুরতে যাওয়ার আরেকটি পর্ব নিয়ে হাজির হলাম। তবে এই পর্বটি আর বেশি বাড়াবো না। আরো দুয়েক পর্ব করে এবং পোস্টের ইতি টানবো। কারণ এত সুন্দর সুন্দর ফটো আর ভিডিও মোবাইলে জমা হয়ে গেছে তা কখন ডিলিট হয়ে যায় বা মোবাইল হ্যাং হয়ে যায় তাই ভাবছি। যাইহোক এরপর থেকে আপনাদের মাঝে সব পোস্টগুলো আস্তে আস্তে শেয়ার করার চেষ্টা করব। গত পর্বে আমরা সুবর্ণগ্রামের সাফারিপার্ক প্রবেশ করতে পেরেছিলাম। আর এ বিষয়ে অষ্টম পর্বটি শেষ করেছিলাম আজ হচ্ছে এর নবম পর্ব।


এরপর আমরা সাফারিপার্কের পুরোটো জায়গা গাড়ি দিয়ে ঘুরে দেখতে চলে গেলাম। গাড়িটি যখন সাফারি পার্কের ভেতরের দিকে প্রবেশ করতে লাগলো তখন গাড়িতে যারা ছিল আমাদের সবাই বলছিল যে ঘোড়ার গাড়িটি একটু আস্তে করে চালানোর জন্য যাতে আমরা সবাই সাফারি পার্কের পুরোটো জায়গা ভালো করে উপভোগ করতে পারি আর পাশাপাশি ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করে নিতে পারি। কিন্তু তারা শুনছিল না কারণ আমরা যখন সাফারিপার্কে ঘুরতে গেলাম তখন প্রায় মাগরিবের আজান দিয়ে ফেলেছে চারিদিকে সন্ধ্যার অন্ধকার নেমে আসছিল তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের গাড়ি দিয়ে ঘুরিয়ে সাফারিপার্ক দেখিয়ে নিয়ে আসার চেষ্টা করছিল।


তারপর আমরা গাড়ি দিয়ে সাফারি পার্ক দেখছিলাম আর সাফারি পার্কের প্রকৃতি ও বিভিন্ন পশু পাখি দেখে আমরা ও সকল দর্শনার্থী ঘুরতে গিয়েছিলাম তারা সবাই ইনজয় করছিলাম। আর কেউ বলছিল এটা দেখতে সুন্দর কেউ বলছিল ওইটা দেখতে সুন্দর আর যারা শিশু ছিল তারা তো বিভিন্ন ধরনের প্রাণী গুলো দেখে আনন্দে উচ্ছ্বাসিত ছিল। অবশ্য সেখানে এমন কিছু প্রাণী দেখতে পেয়েছিলাম যে এর আগে কখনো দেখিনি আর এই পশুগুলোর নামও জানিনা। কিন্তু দেখে আমারও বেশি ভালো লাগছিল। কিন্তু গাড়ি একটু থামা ছিল না আমরা বলছিলাম গাড়ি কিছুটা থামালে আমরা এক এক করে পশুগুলোর ফটোগ্রাফি করে নিতে পারতাম এরকম চলতি গাড়ির মধ্যে ফটোগ্রাফি করা অনেক কষ্ট হয়ে যাচ্ছিল তারপরও কি করব ভেবে পাচ্ছিলাম না।



তাই আমরা সবাই সেই ভাবেই পশুপাখি ও সাফারি পার্কের চারিদিকের প্রকৃতির ফটোগ্রাফি করে নিচ্ছিলাম। তবে আমার কাছে এই প্রাণীটি অন্যরকম লাগছিল। এ প্রাণীটির নাম জানিনা তবে আমাদের সাথে যারা যারা ওখানে ঘুরতে গিয়েছিল অনেক দর্শনার্থীরা এ প্রাণীটির নাম বলেছিল এখন মনে পড়ছে না। যাইহোক এভাবে আমরা সুবর্ণগ্রামের প্রকৃতি ও পশু পাখি উপভোগ করতে করতে আরো সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম। আর আমার ভ্রমণ পোস্টটি আজকের মত এখানেও শেষ করে দিলাম আবারো আগামী পড়বে সাফারি পার্কের প্রকৃতি ও পশু পাখি উপভোগ করার আরো একটি পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হব।
কেমন লেগেছে আপনাদের কাছে আমার আজকের এই সুবর্ণ গ্রামের ভ্রমণ পোষ্টের নবম পর্ব। আশা করছি আমার এই আজকের ভ্রমন পোস্টটিও। আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ভালো লাগলেই আমার আমার ভালো লাগবে। আপনাদের সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারো আপনাদের মাঝে আমার যে কোন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
আমার পরিচিতি
আমি মাহফুজা আক্তার নীলা । আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অরেনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুনি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।



https://x.com/mahfuzanila94/status/1891186261265686556
চলতি গাড়ি থেকে ফটোগ্রাফি করাটা বেশ কষ্টকর। তবুও ঘোড়ার গাড়ি থেকে সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছেন আপু। সুবর্ণগ্রাম রিসোর্টে ঘুরতে গেলেও, সাফারি পার্কে প্রবেশ করা হয়নি আমার। তবে পরবর্তীতে গেলে অবশ্যই সাফারি পার্কে ঢুকবো। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
দেখতে দেখতে আপনি আপনার ভ্রমন পোস্টের ৯ম পর্ব আমাদের মাঝে শেয়ার করেছেন। কিন্তু আমার কথা হচ্ছে আপনি তো তাও চলতি গাড়ী হতে বেশ দারুন কিছু ফটোগ্রাফি করেছেন। আর আমি করেছি আনন্দ। বেশ সুন্দর সময় কাটিয়েছিলাম সেদিন। ধন্যবাদ এমন দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য।
ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।
সুবর্ণ গ্রামের সৌন্দর্য কিন্তু খুবই দারুণ। এরকম জায়গাগুলোতে গিয়ে মাঝেমধ্যে সময় কাটাতে অনেক ভালো লাগে। আপনি তো দেখছি খুব ভালো মুহূর্ত অতিবাহিত করেছিলেন। আপনার কাটানো এই মুহূর্তটাও খুব দারুণ ছিল। অনেক সুন্দর করে আজকে নবম পর্ব শেয়ার করলেন। বাকি পর্ব গুলোর মাধ্যমে পরবর্তী মুহূর্ত গুলো এবং সুন্দর সুন্দর আরো ফটোগ্রাফি দেখার অপেক্ষায় থাকলাম।
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
সুবর্ণ গ্রামের সৌন্দর্য অনেক সুন্দর করে আপনি শেয়ার করেছেন। দেখতে দেখতে ৯ টা পর্ব অনেক সুন্দর করে শেয়ার করলেন আপনি। এর আগের কয়েকটা পর্বও আমি দেখেছিলাম। আজকে নবম পর্ব টা দেখে আরো ভালো লাগলো। এই পর্বে আপনার আরো কিছু সুন্দর মুহূর্ত, আর সুন্দর দেখতে ফটোগ্রাফি দেখলাম। আশা করি পরের পর্বটা তাড়াতাড়ি শেয়ার করবেন।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।