ট্রন জমানোর ২৭ তম সপ্তাহ।
আজ - ১৪ই, মাঘ |১৪২৯ , বঙ্গাব্দ | শীতকাল |
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

বেশ কিছুদিন আগে দেওয়া দাদার এই https://steemit.com/hive-129948/@rme/trx
পোস্টটি নিশ্চয় আপনারা সবাই পড়েছেন। এই পোস্টে দাদা একটি উদ্যোগ নিয়েছিলেন ট্রন কয়েন স্টাকিং সম্বন্ধে। আপনারা নিশ্চয় জানেন ট্রন বর্তমান ক্রিপ্টোকারেন্সি জগতে সবচেয়ে নির্ভরযোগ্য একটি কয়েন। বর্তমানে কয়েনমার্কেটক্যাপ র্যাঙ্কিংয়ে ট্রন কয়েনটির অবস্থান ১৬ তম। আশা করা যায় অচিরেই এটি দশের ভিতরে চলে আসবে। ট্রন ব্লকচেইনের সবচেয়ে বড় সুবিধা হল, এটি অত্যন্ত লাইট ওয়েট এবং এর ফি লেস ট্রানজেকশন। যেহেতু বলাই যায় ট্রনের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল, তাই দাদার পোস্ট থেকে অনুপ্রাণিত হয়ে আমিও চিন্তা করলাম, আগামী দুই বছর প্রতি সপ্তাহে ৫০ ট্রন করে জমাবো।
আমার লক্ষ্য ২০২৪ সালের জুলাই মাসের আগে যাতে আমার ট্রন ওয়ালেটে ১০,০০০ ট্রন জমা হয়।

আমার ট্রন ওয়ালেট এড্রেস এর স্ক্রিনশট।

ট্রন জমাকরার আগে আমার ট্রন ওয়ালেটের স্ক্রীনশট।

বাইনান্স এক্সচেঞ্জ সাইট থেকে আমার পার্সোনাল ট্রন ওয়ালেটে ট্রন পাঠানোর স্ক্রীনশট।

ট্রন জমা করার পর আমার ট্রন ওয়ালেটের স্ক্রীনশট।

জমাকৃত ট্রন স্টাকিং এর স্ক্রিনশট।




এই লক্ষে আমি ট্রন স্টাকিং এর ২৭তম সপ্তাহে ৫০ ট্রন বাইন্যান্স এক্সচেঞ্জ সাইট হতে আমার পার্সোনাল ওয়ালেটে জমা করছি এবং স্ক্রীনশট গুলো আপনাদের সাথে শেয়ার করছি।

ধাপ-১ঃ

ধাপ-২ঃ

ধাপ-৩ঃ

ধাপ-৪ঃ

ধাপ-৫ঃ

সকলকে ধন্যবাদ।


Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
Hi @moh.arif,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
প্রতিনিয়ত ট্রন টোকেন জমানোর যে উদ্যোগটা নিয়েছেন তার জন্য আমি আপনাকে অনেক সাধুবাদ জানাই। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের সকলকে আগ্রহী করে তোলার জন্য। কারণ আপনাদের উদ্যোগ দেখে আমরা নিজেরাই উৎসাহ পাই। আর একটা সময় আপনি এভাবে আপনার লক্ষে পৌঁছাতে পারবেন আশা রাখলাম।
দেখতে দেখতে আপনি ট্রন জমা করার সপ্তম সপ্তাহ পার করে দিলেন। তবে আশা করি প্রতি সপ্তাহের ট্রন টোকেন জমা করার যে উদ্যোগ আপনি গ্রহণ করেছেন তার জন্য আপনার প্রতি রইল আমার শুভ কামনা।
ধারাবাহিক ভাবে ট্রন জমাচ্ছেন দেখে অনেক ভালো লাগলো ৷ এরই মধ্যেই তিন হাজার ট্রন জমিয়ে ফেলেছেন ৷ আশা করি ২৪ সালের মধ্যে দশ হাজার ট্রন হয়ে যাবে আপনার ৷ আপনার জন্য শুভকামনা রইল ৷