গাছ লাগান আর পরিবেশ বাঁচান

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ - রবিবার

পহেলা জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
১৪ মে, ২০২৩ খ্রিষ্টাব্দ


আসসালামু আলাইকুম




হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজ আমি আপনাদের মাঝে বৃক্ষরোপণ করে দেখাবো, যেহেতু আমি গাছ রোপন করতে বেশি ভালোবাসি, তাই গত বছর আমার ঘর তোলার কারণে গাছ রোপন করতে পারি নাই এবার বছরের অর্থাৎ বর্ষার মৌসুমের আগে থেকেই চেষ্টা করছি বৃক্ষরোপণ করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তাই চলুন আর দেরি না করে মূল পর্বে যাওয়া যাক।


ফটোগ্রাফি সমূহ:



আমরা সকলেই জানি গাছ লাগান পরিবেশের। আর আমি ছোট থেকে গাছ রোপন করতে বেশি ভালোবাসি। হয়তো বৃষ্টি পানির আশায় চেয়েছিলাম অনেক দিন কবে বৃষ্টি হবে আর বৃক্ষরোপণ করব। কিন্তু অনেক দিন আশায় থেকেও বৃষ্টি এলো না। তাই আর বৃষ্টির আশায় না থেকেই গাছ রোপন করার উদ্যোগ গ্রহণ করলাম। আমাদের টিউবওয়েল পাড়ে তিনটি নারিকেল গাছের চারা ছিল। তাই ইচ্ছা ছিল এবার বর্ষার মৌসুমের শুরুতেই এই গাছগুলো লাগিয়ে দেবো বাড়ির যে কোন স্থানে। তবে বৃষ্টি না হওয়ায় একটি গাছে চারা নিয়ে এলাম লাগানোর জন্য। টিউবওয়েল পাড় থেকে চারা তুলে এনে মোটরসাইকেলের পাশে রাখলাম এবং তার জন্য প্রয়োজনে কোদাল অর্থাৎ প্রয়োজনে উপকরণগুলো ম্যানেজ করলাম।

IMG_20230504_171754_680.jpg



এবার নারিকেলের চারা এবং প্রয়োজনীয় উপকরণগুলো কাঁধে তুলে নির্দিষ্ট স্থানের উদ্দেশ্যে রওনা দিলাম অর্থাৎ যেখানে গাছ রোপন করা হবে সেখানে যাওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করলাম। এক্ষেত্রে ক্যামেরামান হিসাবে আমার সহায়তা প্রদান করছিল আমার সহধর্মিনী।

IMG_20230504_171835_261.jpg



আমাদের বাড়ির বাইরের সাইডে চলে গেলাম এবং নির্দিষ্ট একটি জায়গা লক্ষ্য করলাম যে কোন জায়গায় গাছ লাগালে ভালো হয়। দেখলাম সব জায়গায় বন জঙ্গলে পুরে গেছে। এত বন জঙ্গল তাই মন স্থির করলাম পরিষ্কার করতে হবে, তারপরে গাছ লাগাতে হবে।

IMG_20230504_172024_703.jpg



প্রথমে বন জঙ্গল উপড়িয়ে ফেলে জায়গাটা পরিষ্কার করে নিলাম। বিভিন্ন প্রকার গাছগাছড়া হয়ে জায়গাটা যেন হারিয়েছিল। যখনই গাছাগুলো তুলে ফেললাম খুব সুন্দর একটি স্থানে পরিণত হলো জায়গাটা। এরপর সেখানে দাঁড়িয়ে মন স্থির করলাম কোথায় গাছ লাগালে ভালো হয়। এবং গাছের গোড়ায় পানি দেয়ার ব্যবস্থা কি হবে সে সমস্ত বিষয়ে ভাবলাম।

IMG_20230504_172418_371.jpg

IMG_20230504_172320_965.jpg



একটি জায়গা নির্বাচন করে কোদাল দিয়ে গর্ত খোঁড়া শুরু করলাম। মাটির নিচে বেশ ইট খোয়া এবং গাছের শিকড় ছিল। সমস্ত গুলো ভালোভাবে তুলে ফেলে জায়গা ভালো করে গর্ত করে নিলাম। নারিকেলসহ গাছ যেন ভালোভাবে মাটির নিচে রাখতে পারি সেভাবে গর্ত করার চেষ্টা করলাম। কারণ আমরা জানি নারিকেলের চারা নিচে নারিকেল থেকে থাকে।

IMG_20230504_172706_642.jpg

IMG_20230504_172728_353.jpg



এবার নারিকেলের চরাটি এনে সঠিক জায়গায় সঠিকভাবে বসানোর চেষ্টা করলাম। গর্ত অনুসারে কোন দিকে হেলানো থাকলে পারে ভালো হবে সেটা আগে বিবেচনা করে নিয়ে তারপর গাছের চারাটি গর্তের মধ্যে প্রবেশ করিয়ে দিলাম।

IMG_20230504_172850_943.jpg

IMG_20230504_172908_962.jpg



গাছের চারাটি গর্তের মধ্যে দেওয়ার পর ভালোভাবে মাটি দিয়ে গর্ত ঢেকে দিলাম অর্থাৎ নারিকেল গাছের চারাটি ভালোভাবে মাটির সাথে এটাস্ট করে দেয়ার চেষ্টা করলাম। মাটিগুলো অনেক দূরে দূরে পড়েছিল তাই কোদাল দিয়ে ভালো করে টেনে গর্তের মধ্যে দেওয়ার চেষ্টা করলাম।

IMG_20230504_173114_639.jpg



কোদাল দিয়ে সমস্ত মাটি যখন টেনে দেওয়ার কাজ সম্পন্ন হলো তখন চেষ্টা করলাম যে পাশ দিয়ে ছাগল আসার সম্ভাবনা রয়েছে সে দিকটা ঘিরে দেওয়ার। এবং বাড়ি থেকে পানি এনে গাছের গোড়ায় ঢেলে দেওয়ার। যেহেতু আমরা জানি নতুন গাছ লাগালে প্রতিদিন পানি দিতে হয় সকাল বিকাল। তার জন্য সুব্যবস্থা করে নিয়েছি।

IMG_20230504_173130_794.jpg



সর্বশেষে নারিকেলের চারার পাশে দাঁড়িয়ে একটি ছবি ওঠার চেষ্টা করলাম। আপনারা দোয়া করবেন যেন এই নারিকেলের গাছ বড় হয়ে যেন ফল ধরে, তা যেনো অনেককে খাওয়াতে পারি।

IMG_20230504_173246_831.jpg


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  
 2 years ago 

আপনি গাছ লাগাতে ভীষণ পছন্দ করেন এটা যেন ভালো লাগলো ভাইয়া। আপনি প্রতি বছর গাছ লাগিয়ে থাকেন কিন্তু গত বছর আপনাদের ঘর তোলার কারণে গাছ লাগাতে পারেননি। আপনি নারিকেলের চারা রোপণ করার বিষয়টা আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে ভীষণ ভালো লেগেছে। দোয়া করি যেন এই নারিকেল গাছ থেকে অনেক ফল হয় এবং আপনি যেন সবাইকে খাওয়াতে পারেন আর আমাদেরকে খাওয়ানোর কথা যেন ভুলবেন না আশা করছি।

 2 years ago 

সত্যি বলতে আপু আমি ছোট থেকেই গাছ লাগাতে ভালবাসি

 2 years ago 

আমি তো মনে করি আপনার মত করে আমাদের সবারই উচিত গাছ লাগানো। তাতে করে যদি আমাদের পরিবেশ টা কিছুটা বেঁচে যায়। তা যাক আপনি তো দেখছি বেশ কাজ পাগল মানুষ বেশ সুন্দর করে ধাপে ধাপে নারকেলের চারা রোপন করে নিলেন। আর নারকেল এর চারা রোপন করার প্রতিটি ধাপ আমাদের মাঝে বেশ সুন্দর করে উপস্থাপনাও করলেন। তবে আশায় রইলাম নারকেল গাছ বড় হলে তার ফল খাওয়ার।

 2 years ago 

হ্যাঁ সবাইকে এই সমস্ত বিষয়ে সজাগ হতে হবে

 2 years ago 

আমাদের সকলের গাছ লাগানো উচিত। প্রতিবছরই আপনি গাছ লাগান কিন্তু গত বছর ঘর তোলার কারণে গাছ লাগাতে পারেননি। তাই এ বছর আগে থেকেই গাছ লাগানো শুরু করে দিয়েছেন। আপনি খুব সুন্দর ভাবে নারকেলের চারা লাগিয়েছেন। দোয়া করি যাতে গাছগুলো তাড়াতাড়ি বড় হয়ে বেশি ফল দেয়। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 2 years ago 

তিনটা গাছ লাগানো হয়ে গেছে আমার তবে সম্পূর্ণটা আপনাদের মাঝে ফটোগ্রাফি করে দেখাতে পারি নাই।

 2 years ago 

খুবই গুরুত্বপূর্ণ একটা বাণী হচ্ছে গাছ লাগান পরিবেশ বাঁচান। আসলে এই গাছ কাটার পাশাপাশি আমাদের সকলের উচিত গাছ লাগানো। গাছ বেশি বেশি করে লাগালে আমাদের জন্যই ভালো। তাহলে আর মানুষের অক্সিজেনের প্রয়োজন পড়বে না। আপনি একটি নারিকেল গাছ রোপন করেছেন এবং নারিকেল গাছ রোপন করার বিষয়টা আমাদের মাঝে দেখছি খুবই সুন্দর ভাবে তুলে ধরেছেন। আশা করছি আমাকে অবশ্যই খাওয়াবেন আপনার এই নারিকেল গাছের নারিকেল। দোয়া করি যেন অনেক ভালো নারিকেল হয় এই নারিকেল গাছের মধ্যে। যাতে আমরা সবাই মিলে খেতে পারি।

 2 years ago 

হ্যাঁ পরিবেশকে ভালো রাখতে অবশ্যই গাছ লাগাতে হবে

 2 years ago 

আমাদের অঞ্চলেও বৃষ্টির কোন দেখা মেলেনি। অনেক অঞ্চলেই বৃষ্টি হয়েছে। তবে কেন জানি অনেক অঞ্চলে বৃষ্টির কোন আভাস নেই। রোদ ঝলমল দিন। যাই হোক বৃষ্টির অপেক্ষায় থাকতে থাকতে শেষ পর্যন্ত বৃক্ষরোপণ করে ফেলেছেন দেখে ভালো লাগলো ভাইয়া। বৃক্ষরোপণ করা অনেক গুরুত্বপূর্ণ। কারণ পরিবেশ রক্ষা করার দায়িত্ব আমাদের নিজেদের। পরিবেশের ভারসাম্য বজায় থাকলে তাহলে আমরা ভালো থাকবো এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে।

 2 years ago 

আমাদের এখানেও আজ পর্যন্ত বৃষ্টি হলো না আপু

 2 years ago 

আমাদের বাড়িতে খুবই সুন্দর একটি জায়গায় নারিকেল গাছটি লাগানো হয়েছে। সত্যি আমি এসএসসি পরীক্ষা নিয়ে খুবই ব্যস্ত ছিলাম। ওই সময় নারিকেল গাছটি না লাগানো হলে হয়তো একদিন নারকেল গাছে চারাটি মারা যেত। যাহোক, খুবই সুন্দর ভাবে অত্যন্ত যত্ন সহকারে নারকেল গাছের চারাটি লাগানো হয়েছে। আমার ছোট ভাইয়ের মতো আমাদের সকলের উচিত, নিজ নিজ দায়িত্ব নিয়ে বেশি বেশি করে গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে এগিয়ে আসা। আসুন আমরা সকলে গাছ লাগায় এবং আমাদের পরিবেশকে বাঁচায়।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইজান