গাছ লাগান আর পরিবেশ বাঁচান
আজ - রবিবার
হ্যালো বন্ধুরা,
এবার নারিকেলের চারা এবং প্রয়োজনীয় উপকরণগুলো কাঁধে তুলে নির্দিষ্ট স্থানের উদ্দেশ্যে রওনা দিলাম অর্থাৎ যেখানে গাছ রোপন করা হবে সেখানে যাওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করলাম। এক্ষেত্রে ক্যামেরামান হিসাবে আমার সহায়তা প্রদান করছিল আমার সহধর্মিনী।
আমাদের বাড়ির বাইরের সাইডে চলে গেলাম এবং নির্দিষ্ট একটি জায়গা লক্ষ্য করলাম যে কোন জায়গায় গাছ লাগালে ভালো হয়। দেখলাম সব জায়গায় বন জঙ্গলে পুরে গেছে। এত বন জঙ্গল তাই মন স্থির করলাম পরিষ্কার করতে হবে, তারপরে গাছ লাগাতে হবে।
প্রথমে বন জঙ্গল উপড়িয়ে ফেলে জায়গাটা পরিষ্কার করে নিলাম। বিভিন্ন প্রকার গাছগাছড়া হয়ে জায়গাটা যেন হারিয়েছিল। যখনই গাছাগুলো তুলে ফেললাম খুব সুন্দর একটি স্থানে পরিণত হলো জায়গাটা। এরপর সেখানে দাঁড়িয়ে মন স্থির করলাম কোথায় গাছ লাগালে ভালো হয়। এবং গাছের গোড়ায় পানি দেয়ার ব্যবস্থা কি হবে সে সমস্ত বিষয়ে ভাবলাম।
একটি জায়গা নির্বাচন করে কোদাল দিয়ে গর্ত খোঁড়া শুরু করলাম। মাটির নিচে বেশ ইট খোয়া এবং গাছের শিকড় ছিল। সমস্ত গুলো ভালোভাবে তুলে ফেলে জায়গা ভালো করে গর্ত করে নিলাম। নারিকেলসহ গাছ যেন ভালোভাবে মাটির নিচে রাখতে পারি সেভাবে গর্ত করার চেষ্টা করলাম। কারণ আমরা জানি নারিকেলের চারা নিচে নারিকেল থেকে থাকে।
এবার নারিকেলের চরাটি এনে সঠিক জায়গায় সঠিকভাবে বসানোর চেষ্টা করলাম। গর্ত অনুসারে কোন দিকে হেলানো থাকলে পারে ভালো হবে সেটা আগে বিবেচনা করে নিয়ে তারপর গাছের চারাটি গর্তের মধ্যে প্রবেশ করিয়ে দিলাম।
গাছের চারাটি গর্তের মধ্যে দেওয়ার পর ভালোভাবে মাটি দিয়ে গর্ত ঢেকে দিলাম অর্থাৎ নারিকেল গাছের চারাটি ভালোভাবে মাটির সাথে এটাস্ট করে দেয়ার চেষ্টা করলাম। মাটিগুলো অনেক দূরে দূরে পড়েছিল তাই কোদাল দিয়ে ভালো করে টেনে গর্তের মধ্যে দেওয়ার চেষ্টা করলাম।
কোদাল দিয়ে সমস্ত মাটি যখন টেনে দেওয়ার কাজ সম্পন্ন হলো তখন চেষ্টা করলাম যে পাশ দিয়ে ছাগল আসার সম্ভাবনা রয়েছে সে দিকটা ঘিরে দেওয়ার। এবং বাড়ি থেকে পানি এনে গাছের গোড়ায় ঢেলে দেওয়ার। যেহেতু আমরা জানি নতুন গাছ লাগালে প্রতিদিন পানি দিতে হয় সকাল বিকাল। তার জন্য সুব্যবস্থা করে নিয়েছি।
সর্বশেষে নারিকেলের চারার পাশে দাঁড়িয়ে একটি ছবি ওঠার চেষ্টা করলাম। আপনারা দোয়া করবেন যেন এই নারিকেলের গাছ বড় হয়ে যেন ফল ধরে, তা যেনো অনেককে খাওয়াতে পারি।
পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।
আপনি গাছ লাগাতে ভীষণ পছন্দ করেন এটা যেন ভালো লাগলো ভাইয়া। আপনি প্রতি বছর গাছ লাগিয়ে থাকেন কিন্তু গত বছর আপনাদের ঘর তোলার কারণে গাছ লাগাতে পারেননি। আপনি নারিকেলের চারা রোপণ করার বিষয়টা আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে ভীষণ ভালো লেগেছে। দোয়া করি যেন এই নারিকেল গাছ থেকে অনেক ফল হয় এবং আপনি যেন সবাইকে খাওয়াতে পারেন আর আমাদেরকে খাওয়ানোর কথা যেন ভুলবেন না আশা করছি।
সত্যি বলতে আপু আমি ছোট থেকেই গাছ লাগাতে ভালবাসি
আমি তো মনে করি আপনার মত করে আমাদের সবারই উচিত গাছ লাগানো। তাতে করে যদি আমাদের পরিবেশ টা কিছুটা বেঁচে যায়। তা যাক আপনি তো দেখছি বেশ কাজ পাগল মানুষ বেশ সুন্দর করে ধাপে ধাপে নারকেলের চারা রোপন করে নিলেন। আর নারকেল এর চারা রোপন করার প্রতিটি ধাপ আমাদের মাঝে বেশ সুন্দর করে উপস্থাপনাও করলেন। তবে আশায় রইলাম নারকেল গাছ বড় হলে তার ফল খাওয়ার।
হ্যাঁ সবাইকে এই সমস্ত বিষয়ে সজাগ হতে হবে
আমাদের সকলের গাছ লাগানো উচিত। প্রতিবছরই আপনি গাছ লাগান কিন্তু গত বছর ঘর তোলার কারণে গাছ লাগাতে পারেননি। তাই এ বছর আগে থেকেই গাছ লাগানো শুরু করে দিয়েছেন। আপনি খুব সুন্দর ভাবে নারকেলের চারা লাগিয়েছেন। দোয়া করি যাতে গাছগুলো তাড়াতাড়ি বড় হয়ে বেশি ফল দেয়। আপনার জন্য অনেক শুভকামনা রইল।
তিনটা গাছ লাগানো হয়ে গেছে আমার তবে সম্পূর্ণটা আপনাদের মাঝে ফটোগ্রাফি করে দেখাতে পারি নাই।
খুবই গুরুত্বপূর্ণ একটা বাণী হচ্ছে গাছ লাগান পরিবেশ বাঁচান। আসলে এই গাছ কাটার পাশাপাশি আমাদের সকলের উচিত গাছ লাগানো। গাছ বেশি বেশি করে লাগালে আমাদের জন্যই ভালো। তাহলে আর মানুষের অক্সিজেনের প্রয়োজন পড়বে না। আপনি একটি নারিকেল গাছ রোপন করেছেন এবং নারিকেল গাছ রোপন করার বিষয়টা আমাদের মাঝে দেখছি খুবই সুন্দর ভাবে তুলে ধরেছেন। আশা করছি আমাকে অবশ্যই খাওয়াবেন আপনার এই নারিকেল গাছের নারিকেল। দোয়া করি যেন অনেক ভালো নারিকেল হয় এই নারিকেল গাছের মধ্যে। যাতে আমরা সবাই মিলে খেতে পারি।
হ্যাঁ পরিবেশকে ভালো রাখতে অবশ্যই গাছ লাগাতে হবে
আমাদের অঞ্চলেও বৃষ্টির কোন দেখা মেলেনি। অনেক অঞ্চলেই বৃষ্টি হয়েছে। তবে কেন জানি অনেক অঞ্চলে বৃষ্টির কোন আভাস নেই। রোদ ঝলমল দিন। যাই হোক বৃষ্টির অপেক্ষায় থাকতে থাকতে শেষ পর্যন্ত বৃক্ষরোপণ করে ফেলেছেন দেখে ভালো লাগলো ভাইয়া। বৃক্ষরোপণ করা অনেক গুরুত্বপূর্ণ। কারণ পরিবেশ রক্ষা করার দায়িত্ব আমাদের নিজেদের। পরিবেশের ভারসাম্য বজায় থাকলে তাহলে আমরা ভালো থাকবো এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে।
আমাদের এখানেও আজ পর্যন্ত বৃষ্টি হলো না আপু
আমাদের বাড়িতে খুবই সুন্দর একটি জায়গায় নারিকেল গাছটি লাগানো হয়েছে। সত্যি আমি এসএসসি পরীক্ষা নিয়ে খুবই ব্যস্ত ছিলাম। ওই সময় নারিকেল গাছটি না লাগানো হলে হয়তো একদিন নারকেল গাছে চারাটি মারা যেত। যাহোক, খুবই সুন্দর ভাবে অত্যন্ত যত্ন সহকারে নারকেল গাছের চারাটি লাগানো হয়েছে। আমার ছোট ভাইয়ের মতো আমাদের সকলের উচিত, নিজ নিজ দায়িত্ব নিয়ে বেশি বেশি করে গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে এগিয়ে আসা। আসুন আমরা সকলে গাছ লাগায় এবং আমাদের পরিবেশকে বাঁচায়।
অসংখ্য ধন্যবাদ ভাইজান