বিকেলে বাবার সাথে পেঁপে গাছ লাগানোর কিছু মুহূর্ত | ১০% লাজুক খ্যাঁক এবং ৫% এবিবি-স্কুল

in আমার বাংলা ব্লগ3 years ago
আমার বাংলা ব্লগ কমিউনিটি বাংলা ভাষা-ভাষী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। সেই সাথে সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি "ঈদ মোবারক"।

আশা করি সকলে মানসিকভাবে এবং শারীরিক ভাবে ভালো আছেন ও সুস্থ আছেন। সেইসাথে ঈদুল ফিতর উপলক্ষে পরিবার পরিজন নিয়ে ভালো সময় কাটাচ্ছেন। আপনাদের সুস্থতা কামনা করছি এবং সেইসাথে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আগামীকাল আমাদের পবিত্র ঈদুল ফিতর। সেই উপলক্ষে সকলের আনন্দের কমতি নেই। এই সময়টাতে নিরাপদে থাকবেন এবং পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটাবেন। সেই সাথে সচেতন থাকবেন। যাই হোক আজ আমি আপনাদের সাথে সুন্দর একটি মুহূর্ত শেয়ার করছি যা আমি আমার বাবার সাথে বিকেলবেলা গাছ লাগানোর মাধ্যমে কাটিয়েছিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।

20220502_190127.jpg

গাছ শুধুমাত্র আমাদের অক্সিজেনের উৎস এমন নয়। আমাদের খাবার গ্রহণের অন্যতম একটি উৎস ও বটে। আমরা উদ্ভিদ থেকে আমাদের বেঁচে থাকার প্রয়োজনীয় উপাদান পেয়ে থাকি। কারন একটি উদ্ভিদ যেমন আমাদের অক্সিজেন দিয়ে শ্বাস প্রশ্বাসে সহায়তা করে। ঠিক তেমনি একটি উদ্ভিদ ফুল, ফল, কাঠ কিংবা জ্বালানি কিংবা ছায়া প্রদান করেও আমাদের সহায়তা করে থাকে। সেই থেকেই আমাদের উদ্ভিদ রোপণের প্রতি আলাদা আকর্ষণ কাজ করে। গাছ লাগানোর প্রতি আমারও একটি অন্যরকম অনুভূতি কাজ করে। আমি সুযোগ পেলেই গাছ রোপন করার চেষ্টা করতাম। যদিও এখন সময়ের অভাবে কিংবা ব্যস্ততার কারণে তেমন কোন কথা হয়না।

20220408_164158.jpg

20220408_164206.jpg

পেঁপে গাছ আমার খুব পছন্দের একটি গাছ। এই গাছটি রোপণ করতে আমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। তার প্রধান কারণ হচ্ছে পেঁপে খুব অল্প সময়ে ফলন দিয়ে থাকে। এছাড়া একটি গাছে অনেক ফলন হয় থাকে। তাছাড়া পেঁপে কাঁচা এবং পাকা অবস্থায় অনেক পুষ্টিগুণসম্পন্ন একটি ফল। কাঁচা পেঁপে খেতে যেমন সুস্বাদু তেমনি পাকা পেঁপেও। তাই গাছ লাগানোর তালিকায় আমার প্রথম পছন্দের গাছ হচ্ছে পেঁপে গাছ।

20220408_164440.jpg

20220408_164436.jpg

20220408_164529.jpg

20220408_165619.jpg

তাছাড়া আমার বাবাও পেঁপে গাছ লাগাতে বেশি পছন্দ করেন। তাই তিনি বাজার থেকে তিনটি পেঁপে গাছ কিনে নিয়ে আসেন। সম্ভবত তিনটি পেঁপে গাছের দাম ৬০ টাকা। যদিও আমার সঠিক মনে নেই। তিনি সকালে বাজার থেকে কিনে নিয়ে আসেন। সাধারণত গাছ রোপনের সবচেয়ে ভালো সময় হচ্ছে বিকেল বেলা। কারণ বিকালবেলা গাছ রোপন করলে সারা রাত কিছুটা শীতলতা থাকার কারণে গাছগুলো সতেজ থাকে। এবং সকালে কোনো কিছু দিয়ে গাছগুলো ডেকে দিতে পারলে যেন সূর্যের আলো এতে ভালোভাবে তাপ দিতে না পারে। এমন ব্যবস্থা করতে পারলে গাছগুলো সতেজ থাকে। এবং নিয়মিত গাছগুলোতে পানি দিলে গাছগুলো খুব অল্প সময়ে সতেজ হয়ে উঠে।

যাইহোক বিকেল বেলা আমি এবং আমার বাবা দুজনে গাছ রোপন করা শুরু করলাম। যদিও আমার বাবা গাছ রোপন করেছেন। আমি কেবল বাবাকে সহায়তা করেছি। যদিও গর্তগুলো আগে থেকে করা হয়নি। সাথে সাথে গর্ত করে গাছগুলো ভালোভাবে গর্তের মধ্যে বসিয়ে চারপাশে মাটি দিয়ে হালকা চাপ দিয়ে গাছগুলো গোপন করেছি। তারপর গাছ গুলোতে সামান্য পানি ছিটকে দিয়েছি যেন সতেজ থাকে। এবং নিরাপত্তার জন্য পাশে কিছু খুটি বসিয়ে দিয়েছি। তাছাড়া সকালের রোদে যেন গাছ গুলো শুকিয়ে না যায় সেই জন্য গাছ গুলোর উপড়ে ছায়া প্রদান করে এমন বস্তু দিয়ে রেখেছিলাম। এখন গাছ গুলো বেশ ভালই সতেজ আছে।

ধন্যবাদ সকলকে

ছবির ধরনগাছ রোপনের কিছু ফটোগ্রাফি
ডিভাইসের নামস্যামসাং গ্যালাক্সি জে ৭
ফোকাস দূরত্ব৩.৬ মি.মি.
ফটো লোকেশনতিতাস, কুমিল্লা
W3W লোকেশনমানিককান্দি
ফটোগ্রাফারkawsar8035
এই লেখাগুলো সম্পূর্ণই কপিরাইট মুক্ত। কোন ওয়েবসাইট কিংবা কারো কাছ থেকে কপি করা নয়।

IMG-20220226-WA0026.jpg

আমি মোঃ কাউছার হাসান। জন্মসূত্রে একজন বাংলাদেশী নাগরিক। তাই নিজেকে বাংলাদেশি হিসেবে পরিচয় দিতে স্বচ্ছন্দ বোধ করি। কেননা এদেশের প্রকৃতির মাঝে আমার বেড়ে ওঠা এবং এদেশের বুকে আমার বসবাস। পেশায় একজন শিক্ষক। সব সময় নতুন কিছু শেখার মাধ্যমে আনন্দ খুঁজে পাই এবং সেইসাথে প্রকৃতির মাঝে ভ্রমণ করার মাধ্যমে নিজেকে খুঁজে পাই।

Sort:  
 3 years ago 

বাবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পেঁপে গাছের চারা রোপন করেছেন বিষয়টা ভাবতেও খুব ভাল লাগে। আপনি আপনার বাবার কাযে সহযোগিতা করতে পেরেছেন এটা কজনে করতে পারে। পেঁপে গাছের চারা গুলো খুব ভালো হয়েছে কিন্তু বেশি ভালো চারাগুলো ঠিকমতো ফলন আসে না। যে চারা গুলো ছোটতে টগবগে থাকে সেগুলো সাধারণত পুরুষ গাছ হয়। আমি পেঁপে গাছ লাগাতে খুব পছন্দ করি আমি নিজের লাগানো গাছে প্রচুর ফলন হয়েছে। আশা করছি আপনার গাছেও প্রচুর ফলন হবে। ধন্যবাদ।

 3 years ago 

পেঁপে গাছ আমার অনেক পছন্দের। সুন্দর একটি ধারণা দিয়েছেন পুরুষ চারা সম্পর্কে আমার ধারণা ছিল না। ধন্যবাদ

 3 years ago 

ঈদ মোবারক ভাইয়া,বিকেলবেলা বাবার সাথে পেঁপে গাছ লাগানোর খুবই সুন্দর মুহূর্তটুকু আমাদের মাঝে শেয়ার করেছেন দেখছি। বাবার কাজে সহযোগিতা করতে পারলে সত্যি মনের ভেতর খুবই আনন্দ অনুভব হয়ে থাকে। আপনি আর আপনার বাবা দুজনে মিলে পেঁপে গাছ লাগানোর অত্যন্ত সুন্দর মুহূর্ত টুকু আমাদের মাঝে শেয়ার করার জন্য এবং খুবই সুন্দর বর্ণনার মাধ্যমে তা উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ শুভকামনা জানানোর জন্য এবং সেই সাথে আপনার সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

বৃক্ষরোপণ আমার খুব পছন্দের একটা কাজ।আমি বাড়িতে আসলে গাছপালা নিয়েই প্রায়ই বেশি সময় দিয়ে থাকি।আজ আপনার থেকে আর ও বেশি উপকৃত হলাম।

 3 years ago 

এটি ভালো একটি গুণ। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

ভাইয়া আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক, ভাইয়া আজ আপনার সাথে আমার কিছু মিল রয়েছে। আপনার মত আমিও আজ আমার বাবার সাথে শসার গাছ লাগিয়েছি। ‌আপনি আপনার বাবার কাজে সহযোগিতা করেছেন শুনে অনেক ভালো লাগলো। আমিও প্রায় সময় চেষ্টা করি আমার বাবার সাথে কিছুটা কাজ করার। আপনার বাবার সাথে কাটানো এত সুন্দর মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

যাক ভালই হলো। আপনি ও আপনার বাবাকে শসা চারা রোপণ করতে সহায়তা করেছেন শুনে ভালো লাগলো। আপনাকেও জানাচ্ছি ঈদ মোবারক। ধন্যবাদ

 3 years ago 

একটি বৃক্ষ থেকে হাজারো বৃক্ষের হতে পারে সূত্রপাত। একটি বৃক্ষ মানুষের অনেকদিনের অন্যের ব্যবস্থা করে দিতে পারে। অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দিতে পারে। তাই বৃক্ষরোপণে আমাদের সকলেরই অংশগ্রহণ করা উচিত। ভালো লেগেছে আপনার এত সুন্দর একটি পোস্ট দেখে। আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আরো জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।

 3 years ago 

বৃক্ষরোপণ অনেক বেশি গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

আপনি পেঁপে গাছ রোপন করেছেন দেখে খুব ভালো লাগলো। আপনি আপনার বাবার কাজে সহযোগিতা করেছেন এইটা সবচেয়ে আনন্দের বিষয়। এত সুন্দর পক্ষে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

আপনাকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক। প্রিয়জনদের সাথে খুব সুন্দর ঈদ আনন্দ উপভোগ করুন এই আশাবাদ ব্যক্ত করছি।

 3 years ago 

আপনাকেও জানাচ্ছি ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক। পরিবার পরিজন নিয়ে ভালো সময় কাটুক। ধন্যবাদ

 3 years ago 

হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন উদ্ভিদ আমাদের অনেক উপকারী। তবে আমরা অনেকেই গাছ লাগাতে অপছন্দ করি। আর পেঁপের গাছ অনেক উপকারী একটি ফল। আপনি আপনার বাবার সাথে পেঁপের গাছ লাগিয়েছেন জেনে ভালো লাগলো।সেই সুন্দর মুহূর্তটি আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইলো ভাইজান আপনার জন্য।

 3 years ago 

এটা সত্য আমরা অনেকেই গাছ রোপন করতে অপছন্দ করি যা মোটেও কাম্য নয়। ধন্যবাদ

 3 years ago 

সত্যি বলতে খুব ছোটবেলা থেকেই বাবার সঙ্গে মাঠে একত্রে কাজ করতেন যদিও এখন লেখাপড়া করার কারণে বাসায় থাকা হয় না তবে যখন ছুটি পাই বাসায় চলে আসি এবং বাবার সঙ্গে একত্রে কাজ করি। বাবার সঙ্গে একত্রে কাজ করার মজাই আলাদা একাকী সময় কাটানো যায় দুজন একসঙ্গে। এটা যে কত সুন্দর একটি মুহূর্ত সেটা বলে হয়তো কাউকে বোঝানো যেতে হবে না ।আপনি ঠিক সামনে একটি মুহূর্তে অতিবাহিত করেছেন দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য

 3 years ago 

আমি আপনার সাথে একমত এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

আপনি খুবই ভাল একটা পোষ্ট আজকে আমাদের সাথে শেয়ার করেছেন আসলে বৃক্ষরোপণ আমাদের পরিবেশের জন্য খুবই উপকারী। ঠিক তেমনই আপনি কিছু পেঁপে গাছ রোপন করেছেন, পেঁপের তরকারি এটি খেতে খুবই সুস্বাদু এবং পুষ্টিকগুন সমৃদ্ধ।
এটা শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

 3 years ago 

পেঁপে খুবই সুস্বাদু এবং পুষ্টিমান সম্পন্ন একটি সবজি এবং ফল। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য