গাছ ও মানুষ

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আজকে আমি কি নিয়ে লেখালেখি করা যায় তা নিয়ে টুকটাক ভাবছিলাম।আর সেটা ভাবছিলাম জানালার ধারে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে।তো তখন একটা বিশেষ ব্যাপার লক্ষ করলাম।সেটা হলো আমার বাড়ির পাশেই একটা কলা গাছ আছে।তো সেই কলা গাছকে পেঁচিয়েই একটা আলু গাছ তড়তড়িয়ে উপরের দিকে উঠে এসেছে।অনেকটা বলা যায় সাপের মতোন পেঁচিয়ে পেঁচিয়ে।তো সেই কলাগাছের দিকে আমি আনমনেই কিছুক্ষণ তাকিয়ে ছিলাম।তো হঠাৎ করে মাথায় আসলো এই যে আলু গাছটির পেঁচিয়ে উঠার সাথে আমাদের কোথায় যেনো একটা সম্পর্ক আছে।কোথায় জানেন?বলতে পারবেন?

আমাদের বলতে আসলে মানুষের একটা মিল রয়েছে এই গাছের সাথে।শুধু এই স্পেসিফিক গাছটি নয়।সব গাছের সাথেই বুঝি মানুষের মিল রয়েছে।শুধু শ্বাস প্রশ্বাস নেয় সেই মিল নয়।স্বভাবের মিল রয়েছে।সেটা হলো মানুষ সবসময় সেদিকেই যায় যেদিকে সে একটা ভরসার হাত পায় যেদিকে সে বেঁচে থাকার আশ্বাস পায় যেখানে সে সাহায্যের হাত পায়।ঠিক যেমনটা কোনো গাছ করে।যেমন দেখবেন গাছগুলো বেশিরভাগ সূর্যের দিকে হেলে থাকে।কেনো থাকে তা নিশ্চয় জানেন।

আমরাও ঠিক তাই, অর্থাৎ প্রিয় ভরসার মানুষগুলোর উপরে অগাধ বিশ্বাস ও ভরসা থাকে আমাদের।তবে গাছের মধ্যে প্রতারণা ও ঠকানোর স্বভাব কম থাকলেও আমাদের মধ্যে তা থাকে বিস্তর।আসলে আনমনে ভাবতে ভাবতেই এই ব্যাপারটি আমার মাথায় এসেছিলো। তাই আসলে ভাবলাম যে ব্যাপারটা কিছুটা হলেও আপনাদের সাথে শেয়ার করা উচিত।গাছ মানুষের পরম বন্ধু আর একটু চিন্তা করতে পারলে দেখা যায় যে, মানুষ আর গাছ এর মধ্যে খুব একটা স্বভাবের তফাৎ নেই অনেকটাই মিল কিছু মানুষ যেমন খুব হিংস্র কিছু গাছ ও খুব হিংস্র। আবার কিছু মানুষ যেমন সব সময় পরের তরে নিজের জীবন বলি দেয়। কিছু গাছ ও কিছু পরজীবী গাছের জন্য নিজের জীবন দিয়ে দেয় কতোমিল তাই না!

ABB.gif