ভ্রমণ পোস্টঃ আলী বাবার বাগানবাড়িতে ভ্রমণ।❤️
❤️🌷আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001।
হ্যালো বন্ধুরা.......
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি।আপনারা নিশ্চয়ই আপনাদের পরিবার পরিজন নিয়ে অনেক ভালো আছেন। আবহাওয়া চেঞ্জ এর কারণে কম বেশি সবাই অনেকে অসুস্থ হয়ে পড়ছে।যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করছি।আজ আমি আপনাদের মাঝে নতুন একটি ভ্রমণ পোস্ট নিয়ে হাজির হয়েছি।আমি প্রতি সপ্তাহে ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় আজ আমি আপনাদের সাথে একটি ভ্রমণ পোস্ট শেয়ার করব। আশাকরি আমার শেয়ার পোস্ট আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক।
বেশ কিছুদিন হলো তেমন কোথাও ঘুরতে যাওয়া হয় না।আইয়ান বাবু বায়না ধরেছে সে বাইরে কোথাও ঘুরতে যাবে।যেহেতু আপনাদের ভাই সময় পাচ্ছে না সেজন্য আর বাইরে ঘুরতে যাওয়ার সুযোগ পাচ্ছে না। তারপর আপনাদের ভাইয়ের অফিসে অনুষ্ঠান ছিল সেখানে অবশ্য আমরা পরিবারের সবাই উপস্থিত ছিলাম। অনুষ্ঠান অনেক আনন্দ করেছিলাম।এরপর অনুষ্ঠান শেষে হঠাৎ করে প্রোগ্রাম করা হলো আলী বাবার বাগানবাড়িতে ঘুরতে যাব।ঘুরতে কার না ভালো লাগে বলুন। আমাদের সাথে অবশ্য আপনাদের ভাইয়ার অফিসের একজন কলিগ ও যাবে।এরপর আমরা সবাই আনন্দ মুখরিত মন নিয়ে বের হয়ে গেলাম বাইরে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। এরপর আমরা চার জন ২ টা বাইক নিয়ে বের হয়ে যায় আলী বাবার বাগান বাড়ির উদ্দেশ্যে।এরপর ৩০ মিনিটের মধ্যে আমরা গন্তব্য স্থানে পৌঁছে যাই। জায়গায় পৌঁছানোর পরে দেখি জায়গাটি খুবই সুন্দর। যেহেতু আমরা ঘুরতে গিয়েছিলাম সন্ধ্যার দিকে সেজন্য মানুষজন খুবই কম ছিল সেখানে।কারণ সন্ধ্যা দিকে আলী বাবার বাগান বাড়িতে তেমন একটা মানুষ প্রবেশ করতে দেওয়া হয় না।
পাবনা জেলার চাটমোহরের প্রাণকেন্দ্রে অবস্থিত আলী বাবার বাগানবাড়ি স্থানীয় ইতিহাস ও সংস্কৃতির এক অনন্য প্রতীক। শান্ত, সবুজে ঘেরা এই বাগানবাড়ি। বাগানবাড়িটি দেখতে খুবই সুন্দর। আলী বাবার বাগানবাড়ি স্থানীয়ভাবে একটি রহস্যময় এবং ঐতিহাসিক স্থান হিসেবে পরিচিত। শুনেছি আলী বাবা নামের এক দানশীল ও প্রভাবশালী ব্যক্তি এই বাগানবাড়ি নির্মাণ করেছিলেন। এই স্থাপনার উদ্দেশ্য ছিল গ্রামের মানুষের মিলনস্থল তৈরি করা এবং তাদের অবসর সময়ে প্রকৃতির মাঝে সময় কাটানোর সুযোগ দেওয়া।বাড়ির চারপাশে বিভিন্ন ধরনের গাছপালা, ফুল এবং অনেক বড় পুকুর রয়েছে। পুকুরে রয়েছে একটি বিশাল বসার জায়গা।বাগানবাড়ির সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এর চারপাশের সবুজের সৌন্দর্য। নারকেল গাছ, আমগাছ, কাঁঠাল গাছসহ নানান ফলজ গাছ বাগানজুড়ে ছড়িয়ে আছে। বাগানের মাঝখানে একটি প্রশান্ত জলাধার রয়েছে।পুকুরের মধ্যে খুব সুন্দর একটি গোল চত্বর তৈরি করা আছে সেজন্য দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগে। শীতকালে অতিথি পাখিদের কলরবে বাগান যেন আরো জীবন্ত হয়ে ওঠে।
বহুকাল ধরে চাটমোহরের মানুষ এই বাগানবাড়িকে তাদের জীবনের অংশ হিসেবে গ্রহণ করেছে। এটি শুধুমাত্র একটি বিনোদনকেন্দ্র নয় এটি গ্রামীণ জীবনের কেন্দ্রবিন্দু।বাগান বাড়িটি অনেক এরিয়া জুড়ে স্থাপন করা হয়েছে। যেহেতু আমরা সন্ধ্যার দিকে গিয়েছিলাম তাই পুরো এরিয়াতে ঘুরতে পারিনি। এখানে বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান, বৈঠক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। বিশেষ করে চাটমোহরের নববর্ষ উদযাপন এবং গ্রামীণ মেলা এই স্থানে আলাদা মাত্রা পায়।বর্তমানে আলী বাবার বাগানবাড়ি একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র। স্থানীয় দর্শনার্থীদের পাশাপাশি বাইরের লোকেরাও এখানে ঘুরতে আসেন। জায়গাটি খুবই সুন্দর আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে পুকুরের মধ্যে গোল তত্ত্ব ওটার নিচে এই কবুতর পালন করেছে দেখে তো আমি আরো মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আর কবুতরগুলো দেখতে অনেক সুন্দর। প্রকৃতির মাঝখানে এই নিরিবিলি স্থান পর্যটকদের জন্য একধরনের মানসিক প্রশান্তি এনে দেয়।তবে, সময়ের সঙ্গে সঙ্গে বাগানবাড়ির জৌলুস কিছুটা কমে গেছে। সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।এই বাগান বাড়িতে অনেক গাছ গাছালি ছিল কিন্তু পরিচয় ছাড়া অভাবে এখন কমবেশি নষ্ট হয়ে গেছে সবকিছুই।তবে বাগান বাড়িতে আমরা খুব সুন্দর একটি মুহূর্ত উপভোগ করেছি।পর যেহেতু রাত হয়ে যায় তাই আমরা আর বেশি দূরে দেরি না করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আজ এই পর্যন্তই শেয়ার করলাম আপনাদের সাথে। পরবর্তীতে গেলে পুরো এরিয়াটি আপনাদের দেখানোর চেষ্টা করব।ধন্যবাদ সবাইকে।
পোস্টের বিষয় | ভ্রমণ পোস্ট |
---|---|
পোস্টকারী | তানহা তানজিল তরসা |
ডিভাইস | রেডমি নোট ১১ |
লোকেশন | পাবনা |

মোহাম্মদ আলীর বাগান বাড়িতে অপমান করতে গিয়েছিলেন এটা দেখে খুবই ভালো লাগলো। আসলে এই জায়গাটা অনেক সুন্দর ভ্রমণ করলে যেন মনটা ভরে যায়। অনেকদিন থেকে আমিও ভাবছি এই জায়গাটা একদিন ভ্রমণ করতে যাব।
ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার টাইপিং এর মধ্যে বানান ভুল আছে আশা করি ঠিক করে নিবেন।
আজ তুমি অনেক দারুণ একটি পোস্ট শেয়ার করেছো।সত্যি বলতে আলী বাবার বাগান গিয়ে অনেক আনন্দ করেছিলাম আমরা। জায়গাটি সত্যি অনেক সুন্দর। আমার কাছে অনেক ভালো লেগেছিলো।এত সুন্দর একটি ভ্রমণ পোস্ট শেয়ার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।
আলী বাবার বাগান বাড়িতে গিয়ে তোমার অনেক ভালো লেগেছিল জেনে খুবই খুশি হলাম।
আসলে বাচ্চারা বেশিদিন ঘরের ভেতর থাকতে থাকতে বিরক্ত হয়ে যায়। এজন্য বাইরে যেতে চায়। আপনারা ভালো করেছেন ভাইয়ের অফিসের প্রোগ্রাম শেষে এত সুন্দর একটি জায়গায় ঘুরতে গিয়ে। জায়গাটি বেশ নিরিবিলি এবং চমৎকার লেগেছে আমার কাছে। আপনারাও বেশ ভালো সময় কাটিয়েছেন দেখেই বোঝা যাচ্ছে।
জি আপু আপনি ঠিকই বলেছেন আমরা সবাই মিলে খুব সুন্দর একটি সময় উপভোগ করেছিলাম। জায়গাটি খুবই সুন্দর। ধন্যবাদ আপনাকে।
ভালোই করেছেন আপু আমাদের ভাইয়ের অফিসে অনুষ্ঠান শেষ করে আপনারা ঘুরতে গেলেন।আলী বাবার বাগানবাড়িতে ঘুরলেন। আসলে এসব জায়গাগুলোতে ভ্রমণ করলে ভালই লাগে। আর আপনারা চারজন মিলে দুটি বাইক করে চলে গেলেন জায়গাতে। আর আপনার ফটোগ্রাফি দেখে বোঝা যাচ্ছে জায়গাটি খুব চমৎকার। ভালো লাগলো আপনার পোস্টে পড়ে।
জ্বি ভাই আমরা সবাই একসাথে খুবই আনন্দ করেছিলাম এবং খুব সুন্দর একটি মুহূর্ত উপভোগ করেছিলাম। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।