ভ্রমণ : নদীর পাড়ে ঘুরতে যাওয়ার মুহূর্ত
Abb ২৩ এপ্রিল 2025
আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আজ আমি আপনাদের মাঝে ভ্রমণ করার একটি পোস্ট নিয়ে হাজির হলাম। প্রায় সময় বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে আমার ভীষণ ভালো লাগে। আজ ও আমি একটি জায়গায় ঘুরতে গিয়েছি। মাঝে মাঝে ঘুরতে গেলে মন এবং শরীর দুটোই ভালো থাকে। আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে।
আসলে হঠাৎ করে এই চিন্তা করলাম একটু ঘুরে আসার জন্য। দিনটা ছিল সম্ভবত বৈশাখের দিন। কয়েকদিন আগের ঘটনা। সকাল থেকেই ভাবতেছিলাম কোথাও যাব। প্রথমে চিন্তা করেছিলাম কোথাও মেলা হচ্ছে কিনা সেখানে যাব দেখার জন্য। কিন্তু আশেপাশে কোথাও মেলা হচ্ছে তা খোঁজ পাই নাই। মেয়ের জন্য তার মা লাল এবং সাদা কালারের ড্রেস তৈরি করেছিল।
সে ড্রেস টি পরিয়ে আমরা কোথাও ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। তার সাথে তার কিছু ব্লগ ভিডিও তৈরি করার ইচ্ছে ছিল। কিন্তু আশেপাশে কোথাও মেলার খোঁজ না পেলেও চলে গেলাম আমরা একটি নদীর পাড়ে। আমি যেমন নদী কিংবা সাগর পছন্দ করি আমার মেয়েটাও হলো তেমন।
সে নিজেও নদী কিংবা সাগর অনেক বেশি পছন্দ করে। ওকে যদি বলা হয় আজ সাগর দেখতে যাব তাহলে সারাদিন খুশি। আসলে বাচ্চাদের ক্ষেত্রে এমনটাই হয়। তারা যেটা চায় পরিবারের লোকজন সেটাই করার চেষ্টা করে। তাকে নিয়ে চলে গেলাম নদীর পারে দেখলাম খোলামেলা মাঠ রয়েছে। সেখানে মেয়েটি অনেক দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছিল। পাশে একটি নৌকা রয়েছে।
নৌকার ওখানে অনেকটা সময় কাটিয়েছিল। সেখানে কয়েকটি ফটোগ্রাফি করে নিলাম। দুষ্টামি করার মুহূর্তের কয়েকটা ছবি শেয়ার করলাম। আসলে বাচ্চারা যখন হাসিখুশি থাকে পরিবারের লোকজন অনেক বেশি খুশি থাকে। বাচ্চাদের মুখের হাসির জন্য তো পরিবাররা সবকিছু করার চেষ্টা করে। বিকেলবেলা যাওয়ার পরে সময়টা খুবই ভালো কেটেছিল। আমার কাছে বেশ ভালো লেগেছে। আশা করি এই মুহূর্তটা আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে।
পোস্ট বিবরণ
শ্রেণী | ভ্রমণ |
---|---|
ক্যামেরা | Samsung S23 Ultra |
পোস্ট তৈরি | narocky71 |
লোকেশন | বাংলাদেশ |
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

ঠিক বলেছেন আমার নিজেরও নদীর পারে ঘুরতে যেতে অনেক ভালো লাগে। সবচেয়ে বেশি ভালো লাগলো নাশিয়ার এই সুন্দর পহেলা বৈশাখের জামাটি রেখে। নাশিয়া তো পহেলা বৈশাখ উপলক্ষে জামা ও পেয়ে গেল দেখলাম। আমার কাছে আপনাদের এই সুন্দর মুহূর্ত কাটানো টা অনেক ভালো লাগলো। এভাবেই আরো অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটান আপনারা।
নদীর পাড়ে ঘুরার মজাটাই আলাদা।
https://x.com/NARocky4/status/1914854456614916153?t=31Qk7rBmHb-GlczmS9DvCw&s=19
আপু খুব সুন্দর একটি ড্রেস বানিয়েছে দেখলাম তার পোস্টে। ড্রেসটি পড়িয়ে বাবুকে নিয়ে তো দারুন ঘুরেছেন দেখছি। পরিবারের সাথে দারুন মুহূর্ত কাটিয়েছেন। পরিবারের লোকজনদের কাছে বাচ্চাদের খুশিটাই সবথেকে দামি। বাবুকে নিয়ে ঘুরতে গিয়েছেন দেখে ভালো লাগলো। আপনাদের কাটানোই চমৎকার মুহূর্ত ক্যামেরাবন্দী করে আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া।
ঐদিন অনেক ভালো লেগেছিল ঘুরাঘুরি করতে।
নদীর পাড়ে ঘুরাঘুরির খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছেন। সবাইকে একসাথে দেখে বেশ ভালো লাগলো। বৈশাখের দিনটা খুব সুন্দর ভাবে কাটিয়েছেন। নাশিয়াকে খুবই সুন্দর লাগছে দেখতে। ধন্যবাদ ভাইয়া আপনাদের কাটানো সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করার জন্য।
ড্রেসটা আসলে সুন্দর হয়েছে। ঘুরতে গিয়ে তার আরো ভালো লেগেছিল।
https://x.com/NARocky4/status/1915002729103298564?t=AFJdcex78-cbN5xhcnErlg&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/NARocky4/status/1915017520983015493?t=kMKnLH2O7d-9TDx6UlKgjA&s=19
https://x.com/NARocky4/status/1915021538757321167?t=S94H1xqI0ewV_ExrIbUIsg&s=19