একটি ভ্রমনের গল্প "পানাম সিটি"
আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
- পানাম সিটি
- ০৭,জুলাই ,২০২৫
- সোমবার
হ্যালো আমার বাংলা ব্লগবাসি কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছেন। আজকে আপনাদের মাঝে আবারো হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। অনেক দিন হয়ে গেছে কোথাও ঘুরতে যাওয়া হয় না। আমি নিজে পুরাতন স্থাপনা আর জমিদার বাড়ি দেখতে খুবই পছন্দ করি। সেই ভালোবাসা থেকে ঠিক করলাম নারায়ণগঞ্জের বিখ্যাত পানাম সিটি ঘুরে আসবো।
Device : pixel 7
What's 3 Word Location :
আমার বন্ধু, বন্ধুর বউ, আরেকজন বন্ধু অংকন—মোট চারজন মিলে দুইটা বাইক নিয়ে যাত্রা শুরু করলাম। তখন সকালটা আস্তে আস্তে দুপুরের দিকে এগিয়ে চলেছে। হালকা বাতাস আর রোদের মধ্যে বাইক চালিয়ে আমরা এগিয়ে চলেছি গন্তব্যের দিকে।দুপুরের দিকে, ঘড়ির কাঁটা তখন দুইটা ছুঁয়েছে, আমরা পৌঁছে গেলাম আমাদের স্বপ্নের গন্তব্যে—পানাম সিটি। ২০ টাকার টিকিট কেটে ভিতরে ঢুকলাম। চারপাশে শুধু পুরনো দিনের সব স্থাপনা, ধ্বংসপ্রায় ভবন, আর ইতিহাসের গন্ধ। মনে হচ্ছিল যেন কোনো এক আদিম যুগের শহরে এসে পড়েছি।
Device : pixel 7
What's 3 Word Location :
প্রতি পা ফেলতে ফেলতে ভাবছিলাম, এক সময় এই জায়গাটা কেমন জমজমাট ছিল। রাজারা, জমিদাররা, ব্যবসায়ীরা—সবার আনাগোনা ছিল এখানে। আজ শুধু তাদের স্মৃতিগুলো পড়ে আছে। পুরনো বাড়ির দেয়ালে হাত বুলিয়ে যেন ইতিহাসের ছোঁয়া পেলাম।আমরা অনেক ছবি তুললাম, গল্প করলাম, পুরনো দেয়ালের সাথে একাত্ম হয়ে গেলাম। সবার হাসি, মজা আর পুরনো দিনের আবহ—সব মিলিয়ে মনটা ভরে গেল।
পানাম সিটি মূলত ছিল একটি ধনী ব্যবসায়িক শহর। এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন শহরগুলোর একটি। ১৫শ-১৬শ শতকে এখানে বণিকেরা ব্যবসা করতেন। পুরনো জমিদার বাড়ি আর ব্রিটিশ আমলের স্থাপত্যের ছাপ এখনো স্পষ্ট। এই ছোট্ট ট্রিপটা সত্যিই অনেক স্মরণীয় হয়ে থাকবে। সামনে আবারও সুযোগ পেলে এরকম ইতিহাসের ছোঁয়া লাগানো জায়গায় ঘুরে আসবো।
আমি মোঃ রাহুল হোসেন, আমার ইউজার নেম @mrahul40। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি এবং একটি প্রাইভেট কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। আমি ভ্রমণ করতে, ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন।
Screenshot:
Link:
https://x.com/mrahul40/status/1942414512402907180?t=6ZmAe162AHwdE1K6nDHohA&s=19
https://x.com/mrahul40/status/1942414928893100080?t=JO2qYlyiR51gslGU0N5pWA&s=19
https://x.com/mrahul40/status/1942414198606033244?t=KW-evApCLPV_8n3WT7DLdw&s=19
https://x.com/mrahul40/status/1942415433522397252?t=urW5TyMwU-U56NTjFPKaOg&s=19
কোন জায়গায় ভ্রমণ করতে আমার ভীষণ ভালো লাগে। বিশেষ করে এ ধরনের দর্শনীয় স্থান গুলোতে যেতে অনেক বেশি ভালো লাগে। আর এসব জায়গাগুলো এতটা সুন্দর হয় যা বলার বাহিরে। অনেকদিন আগেই এই জায়গাটিতে ঘুরতে গিয়েছিলাম।আপনারা চারজন মিলে গিয়েছিলেন জেনে ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।