ভ্রমণ :- ভাতিজাকে নিয়ে নদীর ধারে ঘুরতে যাওয়ার মুহূর্ত।

in আমার বাংলা ব্লগ3 days ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি।আজকে আমি আপনাদের মাঝে একটি ভ্রমণ কাহিনী শেয়ার করবো। আসলে ঘুরতে যেতে কমবেশি আমরা সবাই পছন্দ করি। আর আমি মনে করি মাঝেমধ্যে ঘুরতে গেলে মন ফ্রেশ থাকে। সেই জন্য আমি চেষ্টা করি কাজের ফাঁকে মাঝেমধ্যে ঘুরতে যাওয়ার। তেমনি আজকেও আপনাদের সাথে ঘুরতে যাওয়ার কিছুটা মুহূর্ত শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে।

IMG_20250709_100412.jpg

আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব ভাতিজাকে নিয়ে নদীর ধারে ঘুরতে যাওয়ার মুহূর্ত। কিছুদিন যাবত আমাদের এইখানে অনেক বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির কারনে উপরের জায়গাগুলোর মধ্যে পানি অনেক জমে রইলো। সকালবেলা আমি আমার ভাতিজাকে নিয়ে নদীর ধারে ঘুরতে যাব ঠিক করেছি। আর ওই সময় বাড়ি থেকে আমরা দুজন একত্রে বাইর হলাম। কারণ একসাথে বাইর হয় নদীর ধারে ঘুরতে যাব এবং পারলে কিছু মাছ ও কিনে নিয়ে আসব। যদিও নদীটি আমাদের বাড়ি থেকে মোটামুটি দূর আছে। আমরা দুইজন ছাতা নিয়ে কথা বলতে বলতে নদীর দিকে যেতে লাগলাম। আর বৃষ্টির কারণে যেতে আমাদের একটু দেরি হয়েছে। কিছুক্ষণের মধ্যে আমরা নদীর ধারে পৌঁছে গেলাম।

এরপর নদীর ধারে গিয়ে দেখি আরো কয়েকজন লোক ওইখানে দাঁড়িয়ে রইলো। তবে লোকগুলো নদীর সৌন্দর্য উপভোগ করতে গেলেন। আর ওই সময় যখন আমরাও গেলাম আমাদের সাথে তারা কথা বলতে লাগলো। সত্যি বলতো ওই সময় নদীর পানি একদম কম ছিল। যখন জোয়ার আসে নদীতে তখন পানি অনেক বেড়ে যায় এবং মানুষের বাড়ি ঘর পর্যন্ত পানি চলে আসে। আর যখন জোয়ার নেমে যায় তখন পানি গুলো চলে যায়। এবং জোয়ার নামার সাথে সাথে মাছও পাওয়া যায়। যদিও কয়েকদিন যাবত নদীতে নৌকা চলছে না। কারণ নদীর পানি অনেক উত্তাপ এই কারণে নদীতে নৌকা চালানো হচ্ছে না।

IMG_20250709_100516.jpg

IMG_20250709_100448.jpg

আর ওই সময় বৃষ্টিও ছিল তারপর আমি কিছু ফটোগ্রাফি করেছিলাম। আমার ভাতিজা সাথে থাকার কারণে একটু ভালো হলো। কারণ দুইজন কথা বলতে লাগলাম। এরপর আমরা অনেকক্ষণ ওইখানে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ করে অনেক জোরে বৃষ্টি আসার কারণে আমরা ওইখানে দাঁড়িয়ে রইলাম। বৃষ্টির সময় দাঁড়িয়ে রইলাম এবং সময়টা ভালোই গেল বৃষ্টির কারণে। আর বৃষ্টির সময় নদীর ধারে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে। যদিও নদীর ধারের উপরে ছোট্ট একটি জায়গার মধ্যে ঘর করে রাখলো। কারণ বৃষ্টির সময় মানুষ ওইখানে দাঁড়ানোর জন্য। আর আগে কিন্তু এরকম জায়গা ছিল না এই কারণে মানুষ বৃষ্টির মধ্যে নদীর ধারে গেলে অনেক কষ্ট করতো।

যখন আমি জিজ্ঞেস করলাম মাছ বিক্রি করা হবে নাকি ওইখানে লোককে। তখন যারা মাছ ধরে বিক্রি করে। তারা বলতে লাগলো আপনার মত আরও অনেক লোক এসে আগেই মাছ কিনে নিয়ে গেল। তবে নদীর ধারে গেলে মাছগুলো খুব কম দামে পাওয়া যায়। আর এখন আমাদের এদিকে মাছগুলোর কেজি ১০০ টাকার নিচে। যদি ওইখানে ঘুরতে গিয়ে আমি কোন মাছ কিনতে পারি নাই। তারপর আমরা আরো কিছুক্ষণ ওইখানে অপেক্ষা করলাম যদি মাছ কিনতে পারি। তারপর আমার ভাতিজা বলতে লাগলো চলে আসবে। এরপর আমরা আস্তে আস্তে সামনের দিকে চলে আসতে লাগলাম।

IMG_20250709_100351.jpg

IMG_20250709_100700.jpg

তারপর নদীর সামনে দোকানে এসে আমরা ভাতিজা এবং আমি হালকা নাস্তা করলাম। আর ওই সময় পাঁচ মিনিট সুবিধা থাকলে ১০ মিনিট বৃষ্টি হয়। বৃষ্টির কারণে আমাদের এদিকে মানুষগুলোর জীবন অতিষ্ঠ হয়ে গেল। কারণ জোয়ার সময় পানি অনেক উপরে রাস্তার উপর পর্যন্ত চলে আসে। তবে বৃষ্টি কম হলে মানুষের কাছে ভালো লাগে। আর অতিরিক্ত বৃষ্টি হলে মানুষের কাছে খারাপ লাগে। সত্যি বলতে এবার বৃষ্টি অতিরিক্ত ছিল এই কারণে আমার নিজের কাছেও খারাপ লাগতে লাগলো। বিশেষ করে ছোট বাচ্চা থাকলে তাদের জন্য বেশি কষ্ট হয়। আর এই দিন ভাতিজাকে নিয়ে নদীর ধারে ঘুরতে গিয়ে ভালো লাগলো। আশা করি আমার পোস্টটি দেখে আপনাদের কাছে ভালো লাগবে।

IMG_20250709_100428.jpg

IMG_20250709_100406.jpg

IMG_20250709_100403.jpg

IMG_20250709_100358.jpg

IMG_20250709_100354.jpg

device : Huawei

লোকেশন

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Screenshot_20241121_144146.jpg

Sort:  
 3 days ago 

IMG_20250711_212223.jpg

 2 days ago 

আপনি দেখছি বৃষ্টির মাঝে ভাতিজাকে নিয়ে নদীর পাড়ে ঘুরতে গেলেন। বৃষ্টির মাঝে কোথাও ঘুরতে গেলে একটু খারাপ লাগলো ভালো সময় কাটানো যায়। আর কয়েকদিন বৃষ্টির কারণে সব জায়গাতে পানি একটু বেশি। তবে আপনাদের এলাকায় এখনো ভালো আছে যেন ভালো লাগলো। আর মাঝেমধ্যে এরকম পরিবেশে ঘুরতে গেলে অনেক কিছু জানা যায়।