ভ্রমণ :- ফেনী লালদীঘির পাড়ে ঘুরতে যাওয়ার মুহূর্ত।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি।আজকে আমি আপনাদের মাঝে একটি ভ্রমণ কাহিনী শেয়ার করবো। আসলে ঘুরতে যেতে কমবেশি আমরা সবাই পছন্দ করি। আর আমি মনে করি মাঝেমধ্যে ঘুরতে গেলে মন ফ্রেশ থাকে। সেই জন্য আমি চেষ্টা করি কাজের ফাঁকে মাঝেমধ্যে ঘুরতে যাওয়ার। তেমনি আজকেও আপনাদের সাথে ঘুরতে যাওয়ার কিছুটা মুহূর্ত শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে।
আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব ফেনী লালদিঘি পাড়ে ঘুরতে যাওয়ার মুহূর্ত । কিছুদিন আগে আমি ঠিক করলাম ফেনী লালদিঘির পাড়ে ঘুরতে যাব। আর এই লালদীঘিটি অনেক নামকরা। দূরদূরান্ত থেকে এখানে লোক আছে ঘুরতে। শুক্রবারে এমনিতে অনেক লোক হয়। আর পুকুরে দুই পাশে ছোট ছোট অনেকগুলো দোকান আছে। এবং পুকুরের পাশে বসারও ভালো জায়গা করেছে। তবে আমি 2009 সালে বা ১০ সালের দিকে গেলাম এই লালদীঘির পাড়ে। আর অনেক বছর এই লালদীঘির পাড়ে ঘুরতে আমি যাই নাই। কারণ ফেনী শহর আমাদের বাড়ি থেকে অনেক দূরে। মূলত একদিকে শহরটি দূরে অন্যদিকে আমি দেশেও ছিলাম না এ কারণে। আমি নিজেও অনেক বছর বাইরে ছিলাম।
আর বিদেশ থেকে আসার পর এই লালদীঘির পাড়ে ঘুরতে যাব কিন্তু সময়ের কারণে যেতে পারলাম না। যদিও ফেনী শহরে অনেকবার গিয়েছে বিদেশ থেকে আসার পর। তবে ফেনী লালদীঘির পাড়ে যাওয়া হয় নাই। এই কারণে একদিন শুক্রবারে টাইম ঠিক করলাম এই জায়গা ঘুরতে যাওয়ার জন্য। মূলত ওইখানের পরিবেশ এখন খুব চমৎকার। আর নিজস্ব কিছু কাজও ছিল ওই কাজগুলো করব ফেনী শহরে গিয়ে। এরপর আমি আমার এক চাচাতো ভাইকে ঠিক করলাম ফেনী শহরে যাওয়ার জন্য। যদিও আমার চাচাতো ভাইটি ব্যস্ত থাকে। সে একটি সরকারি হাই স্কুলের শিক্ষাগতা করে। এই কারণে সে ফ্রি থাকেনা। শুক্রবার এর আগের দিন যখন আমি তার সাথে কথা বললাম সেও রাজি হল। তারপর আমরা দুইজন সকালবেলা বাহির হলাম।
এরপর আমরা বাড়ি থেকে রওনা দিয়ে ফেনীতে চলে গেলাম। নিজের নিজস্ব কাজ শেষ করে আমরা চলে গেলাম ফেনী লালদীঘি পাড়ে। ওইখানে গিয়ে আমি তো পুরাই অবাক হয়ে গেলাম। ২০০৯-১০-এর দিকে যেমন ছিল তারচেয়ে অনেক গুণ সুন্দর হয়েছে লালদীঘির পাড়। কারণ এইখানে বিভিন্ন ধরনের ফুল গাছ ও বসার জায়গা করেছে। এবং পুকুরের পাশ গুলো পাকা করার কারণে চলাফেরা করতো সুবিধা। চারপাশে অনেকগুলো দোকান আর পুকুরের পানি গুলো অনেক পরিষ্কার। দেখতে বেশ ভালো লাগলো। তবে এই পুকুরে মাছ শিকার প্রতিযোগিতা চলে। এই কারণে বসার জন্য আলাদা আলাদা জায়গা করেছে। এবং এই জায়গাগুলো খুব সুন্দর করল বসার জন্য ।
আর যখন মাছ শিকার প্রতিযোগিতা দেওয়া হয় তখন অনেক লোক এখানে বসে মাছ শিকার করে। আর এখানে বসতে হলো টাকা দিয়ে টিকিট কাটতে হয় যখন মাছ শিকার প্রতিযোগিতার জন্য। আর বড় মাছ ধরতে পারলে ওই লোক ফাস্ট এবং ভালো অ্যামাউন্টের টাকা দেওয়া হয়। যদিও আমরা যেদিন গেলাম সেদিন শুক্রবার ছিল কোন প্রতিযোগিতাও ছিল না। তবে এইখানে দেখি অনেক লোক এসে বসে এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে। আমরাও অনেকক্ষণ বসলাম এইখানে বসে দুই চাচাতো ভাই জেঠাতো ভাই অনেকক্ষণ সময় আড্ডা দিলাম। তবে ওই সময় ঠান্ডা ছিল এই কারণে ঘুরতে বেশ ভালো লাগলো। আমরা পার্কে বসে রং চা পান করলাম। আর আমরা অনেকক্ষণ সময় সেখানে বসে আড্ডা দিলাম।
ওই সময় আমি কিছু লালদিঘির পাড়ের ফটোগ্রাফি করেছিলাম। আমার চাচাতো ভাই ফেনীর সবকিছু চিনে এই কারণে একটু সুবিধা হল। তারপর আমরা দুপুরবেলা ফেনী লালদিঘিরপাড় থেকে বাইর হয়ে একটি রেস্টুরেন্টে গেলাম খাওয়া দাওয়া করার জন্য। কারণ আমরা সকালবেলা বাইর হলাম এই কারণে দুপুরবেলা খাওয়া-দাওয়া রেস্টুরেন্টে করলাম। এবং খাওয়া দাওয়া করার পর আবার এসে কিছুক্ষণ সময় আড্ডা দিলাম। এবং বিকেল বেলা এই লালদীঘির পাড়ে অনেক লোক হলো। আর লালদীঘির পাড়ের রোডগুলো মোটা করে বানানোর কারণে চলাফেরা করতে সুবিধা। সত্যি ওই দিন ঘুরতে গিয়ে ভালোই সময় কাটিয়েছিলাম। সময় পেলেই মাঝেমধ্যে এসব জায়গাতে ঘুরতে যাব। এই হচ্ছে ফেনী লালদীঘি পাড়ে ঘুরতে যাওয়ার মুহূর্ত। আশা করি আমার পোস্টটি পরে আপনাদের অনেক ভালো লাগবে
device : Huawei
আমার পরিচয়
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
https://x.com/Jamal7183151345/status/1904444257500532765?t=6TYJ8UiytuNateY0BhMsdQ&s=19
https://x.com/Jamal7183151345/status/1904446510844276994?t=8FvewZRTZiE94tlYvjBkyA&s=19
https://x.com/Jamal7183151345/status/1904447917051843007?t=03Nrg56zLQSShqrS6LjiXg&s=19
https://x.com/Jamal7183151345/status/1904499906095861819?t=_jH7Aeu9kV2XB8V2y4-sQg&s=19
https://x.com/Jamal7183151345/status/1904500773679157485?t=yrw3dL_QRA8HIat6QyrQSg&s=19
https://x.com/Jamal7183151345/status/1904521652899332399?t=gzgQRxYKINVM6JADJ_HHTw&s=19