ভ্রমণ :- নদীর ধারে ঘুরতে যাওয়ার মুহূর্ত।

in আমার বাংলা ব্লগ14 days ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি।আজকে আমি আপনাদের মাঝে একটি ভ্রমণ কাহিনী শেয়ার করবো। আসলে ঘুরতে যেতে কমবেশি আমরা সবাই পছন্দ করি। আর আমি মনে করি মাঝেমধ্যে ঘুরতে গেলে মন ফ্রেশ থাকে। সেই জন্য আমি চেষ্টা করি কাজের ফাঁকে মাঝেমধ্যে ঘুরতে যাওয়ার। তেমনি আজকেও আপনাদের সাথে ঘুরতে যাওয়ার কিছুটা মুহূর্ত শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে।

IMG_20250430_155825.jpg

IMG_20250430_155806.jpg

আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব নদীর ধারে ঘুরতে যাওয়ার মুহূর্ত। আপনারাও হয়তো অনেকে জানেন আমাদের বাড়ির পাশে ছোট পেন নদী আছে। আর বর্তমান সময়ে নদীটি মানুষের জন্য খুব বিপদজনক হয়ে দাঁড়িয়েছে। কারণ গত বছর মুছাপুর সুইজগেট ভেঙে যাওয়ার পর থেকে নদীতে সকাল-বিকাল জোয়ারের পানি আসে। এই জোয়ারের পানির কারণে আমাদের এদিকে নদীর পাশে বাড়িঘর নষ্ট হয়ে যাচ্ছে। এবং ফসলের মাঠ নষ্ট হয়ে যাচ্ছে। কারণ নদীর পানির গুলো লবণাক্ত। আর নদীর পানি গুলোর মধ্যে এত বেশি লবণ এই কারণে নদীর পাশে জমিগুলোর মধ্যে লবণের কারণে কোন ফসল হচ্ছে না। আর বর্ষা ও শীতকাল সবসময় এই চাষের জমিগুলো ডুবা থাকে।

কারণ নদীর জোয়ার পানি মাঝে মাঝে এত বড় আসে নদীর পাশে বাড়ি গুলোর মধ্যেও চলে আসে। একবার নদীর পানি জোয়ার এত বৃদ্ধি পেয়েছে আমাদের বাড়ির উঠোন পর্যন্ত জোয়ারের পানি আসলো। আর জোয়ারের পানি গুলোর মধ্যে অনেক কাদা মাটি থাকে। বিশেষ করে নদীর পানি গুলো দিয়ে হাত পা সাফ করলে ময়লা লেগে যায়। আর নদীর পাড়ে রাস্তার পাশে যে বাড়িগুলো আছে সবগুলো বাড়ি নষ্ট হয়ে গেছে এক বছরের মধ্যে। বিশেষ করা অনেক ফ্যামিলি বাড়ি ঘর ছেড়ে অন্য জায়গা চলে গেল। কারণ এই বাড়িগুলোর মধ্যে আর সহজে বসবাস করা যাবে না। প্রথম প্রথম অবস্থায় যাদের বাড়ি জোয়ারের পানি ডুবে যাচ্ছে তারা অনেক কান্নাকাটি করেছে।

IMG_20250430_155635.jpg

IMG_20250430_155640.jpg

যদিও এই মানুষগুলো এখন এই জায়গাতে নেই। অনেকে অনেক জায়গা চলে এলো। কিছুদিন আগে শুনেছিলাম অনেক বড় জোয়ার আসলো। বিশেষ করে নদীর দুই পাশে ফসলের জমি গুলোর মধ্যেও জোয়ারের পানি আসলো। এরপর আমি চিন্তা করলাম জোয়ারের পানি দেখতে যাব পরিস্থিতি একটু দেখব। তারপর আমার ছোট্ট ভাতিজাকে নিয়ে আমি গেলাম নদীর ধারে ঘুরতে। সত্যি নদীর ধারে গিয়ে আমি নিজেও অবাক হয়ে গেলাম। কারণ নদীর পানি এতই বেড়েছে যা বলে বোঝানো যাবে না। কারণ এখনও বর্ষাকাল আসে নাই। এই অবস্থা নদীর পানি এতই বৃদ্ধি পেয়েছে দেখলে ভয় লাগে। আর আমার ফটোগ্রাফিতে দেখা যাচ্ছে নদীর পানির কারণে ফসলের মাঠগুলো ডুবে গেল।

আর আমি একটি বাড়ির ফটোগ্রাফি করেছিলাম ঘুরতে গিয়ে। এই বাড়িটি বেশিরভাগ সময় জোয়ারের পানিতে ডুবা থাকে। এবং এই লোকটির বাড়ি জায়গা ছাড়া আর কিছুই নেই। বর্তমানে লোকটি এখান থেকে অন্য কোথায় চলে গেল। তবে আমি নিজেও ধারণা করছি এই বছর বর্ষা আসলে আমাদের নদী এলাকা বাড়িগুলোর জন্য খুব বিপদ হবে। কারণ যেভাবে জোয়ারের পানি বৃদ্ধি পাচ্ছে। এতে করে বোঝা যাচ্ছে বর্ষার সময় বন্যা হবে। আগে আমাদের এই দিকে শাকসবজি থেকে শুরু করে অনেক কিছু চাষ করা হতো নদীর ধারে। আর এখন নদীর ধারে জমি গুলোর মধ্যে কোন কিছুই চাষ করা হয় না। সত্যি বলতে নদীর ধারে জমিগুলোর মধ্যে ঘাস হয় না এখন।

IMG_20250430_155649.jpg

IMG_20250430_155654.jpg

আর ঐদিন ছোট ভাতিজাকে নিয়ে ঘুরতে গিয়ে নিজের কাছে অনেক ভয় লাগলো। কারণ নদীর পানি অনেক বেড়ে গেল। আর ভাতিজা নিজেও নদীর পানি দেখে অনেক ভয় পেল। আসলে মাঝেমধ্যে নদীর পানি এতই বাড়ে জোয়ারের কারণে নদীর পাশে বাড়ি গুলো দেখলে ভয় পাই। আমি নিজেও অনেক চিন্তিত যেভাবে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে বন্যা আসার আগে। তবে নদীর ধারে ঘুরতে গিয়ে যেমন ভালো লাগলো তেমন নিজের কাছে খারাপ লাগলো। কারণ যখন বৃষ্টি চালু হবে তখন আমাদের এই এলাকার পরিস্থিতি কেমন হবে এই নিয়েও চিন্তিত আছে। সত্যি বলবে নদীর ধারে থাকলে সৌন্দর্য উপভোগ করা যায়। আর বন্যা আসলে ভয় পাওয়া যায়। আর আমাদের এদিকে মানুষগুলো মনে হয় এরকম পরিস্থিতি দেখে অভ্যস্ত হয়ে গেল। আর ঐদিন নদীর ধারে বাতিজাকে ঘুরতে গিয়ে সময় কাটিয়েছি ভালো তবে মনের মধ্যে ভয় নিয়ে। আশা করি আমার আজকের পোস্ট পড়ে আপনাদের অনেক ভালো লাগবে।

IMG_20250430_171132.jpg

IMG_20250430_171118.jpg

IMG_20250430_171108.jpg

IMG_20250430_171054.jpg

IMG_20250430_155828.jpg

IMG_20250430_155738.jpg

IMG_20250430_155708.jpg

IMG_20250430_155713.jpg

device : Huawei

লোকেশন

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Screenshot_20241121_144146.jpg

Sort:  
 14 days ago 

Screenshot_2025-05-10-15-18-57-577_com.coinmarketcap.android.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 14 days ago 

Screenshot_2025-05-10-19-55-40-608_com.twitter.android.jpg

Screenshot_2025-05-10-19-45-13-832_com.twitter.android.jpg

 13 days ago 

Screenshot_2025-05-11-15-28-34-073_com.twitter.android.jpg

 12 days ago 

আপনি দেখছি ছোট ভাতিজা কে নিয়ে নদীর ধারে ঘুরতে গেলেন। তবে আপনাদের এইখানে সুইজগেট নষ্ট হয়ে যাওয়ার কারণে নদীতে বড় বড় জোয়ার আসে। তবে শুনেছি আপনাদের ওখানে অনেক বাড়িঘর নদীর পানির কারণে নষ্ট হয়ে গেল। আর এইসব জায়গাতে ঘুরতে গেলে মন ভাল হলেও মানুষের জন্য মায়া হয় তাদের কষ্ট গুলো দেখলে। খুব সুন্দর করে ঘুরতে যাওয়ার মুহূর্ত পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন।

 10 days ago 

হ্যাঁ ভাতিজাকে নিয়ে ঘুরতে গেলাম নদীর ধারে। ভালো থাকবেন।