ভ্রমণ :- চাচাতো ভাইয়ের সাথে ঘুরতে যাওয়ার মুহূর্ত।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি।আজকে আমি আপনাদের মাঝে একটি ভ্রমণ কাহিনী শেয়ার করবো। আসলে ঘুরতে যেতে কমবেশি আমরা সবাই পছন্দ করি। আর আমি মনে করি মাঝেমধ্যে ঘুরতে গেলে মন ফ্রেশ থাকে। সেই জন্য আমি চেষ্টা করি কাজের ফাঁকে মাঝেমধ্যে ঘুরতে যাওয়ার। তেমনি আজকেও আপনাদের সাথে ঘুরতে যাওয়ার কিছুটা মুহূর্ত শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে।
আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব চাচাতো ভাইয়ের সাথে তো ঘুরতে যাওয়ার মুহূর্ত। আমার চাচাতো ভাই ফেনীতে থাকে। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে আসে এবং শনিবার বিকেল বেলা আবার চলে যায়। চাচাতো ভাই মূলত একটি সরকারি হাই স্কুলে শিক্ষকতা করে। তিনি মূলত হাইস্কুলের ধর্মীয় শিক্ষক। আর বাড়িতে আসলে সে তার পরিবারে কাজ গুলো দেখাশুনা করে এবং করে। মূলত চরের মধ্যে সেই অনেক ধরনের সবজি করেছে। মাঝেমধ্যে সেগুলো দেখাশোনা করে। কালকে দুপুর বেলা যখন আমি বাড়িতে ছিলাম। তখন চাচাতো ভাই বলল চরের দিকে যাবে ঘুরতে। আর নদী এলাকার চরগুলোর মধ্যে যে কোন সবজি করলে বা ফসল করলে মোটামুটি ভালো হয়।
তা আবার নির্দিষ্ট সময়ের মধ্যে নষ্ট হয়ে যায়। কারণ জমি গুলোর মধ্যে লবণাক্ত থাকে। এরপর আমি নিজেও চাচাতো ভাইয়ের সাথে বাইর হলাম তার সবজি ক্ষেত চর দেখব। যদিও দুপুরবেলা অনেক গরম ছিল। তারপরও আমরা দুইজন কথা বলতে বলতে চলে গেলাম চরের দিকে। প্রথমে আমরা চলে গেলাম চাচাতো ভাইয়ের সবজি খেতে। যদিও এই জমির মধ্যে সেই মরিচ এবং কিছু সবজি চাষ করা ছিল। বৃষ্টির কারণে এবং ঠিকমতো মেরামত না করার কারণে মরিচ গাছগুলো নষ্ট হয়ে গেল। তবে মজার বিষয় হচ্ছে তার কুমড়ো গাছের মধ্যে কয়েকটি কুমড়ো ছিল ছোট। আজকে গিয়ে দেখি তার গাছের মধ্যে একটি কুমড়ো নেই।
তার সব গাছের কুমড়ো কে যেন নিয়ে গেল। এবং কিছু মরিচ গাছের মধ্যে হালকা মরিচ ছিল তাও নেই। মূলত কেউ জমির দিকে না যাওয়ার কারণে অনেকেই তার মরিচ এবং সব যেগুলো নিয়ে গেল। আর আমার চাচাতো ভাই গরমের কারণে একটি গেঞ্জি গায়ে দিয়ে গেলেন। তবে হঠাৎ করে গরমের মধ্যে যাওয়ার কারণে নিজের কাছেও খারাপ লাগলো। আর দুপুর বেলা গরম এমনিতে একটু বেশি। যদিও ভালই বাতাস ছিল তারপরও গরম অনেক লেগেছে। আর আমি সেখানে গিয়ে কয়েকটি ফটোগ্রাফি করেছিলাম। আর চাচাতো ভাইয়ের কথাগুলো শুনতে লাগলাম। মূলত চাচাতো ভাই এই জমির মধ্যে হালকা হালকা সবজি করে খাওয়ার জন্য।
আর এই সবজিগুলো সেই বিক্রি করে না। মূলত তার পরিবারে খাওয়া-দাওয়া করার জন্য চাষ করে। তবে মাঝেমধ্যে আমি নিজেও তার সবজি ক্ষেত থেকে সবজি নিয়ে আসি খাওয়ার জন্য। তবে এখন অনেক শিক্ষিত লোক বিভিন্ন ধরনের চাষবাস করে। আর নিজেই চাষ করে সবজি খেলেও খেতে ও মজা লাগে। আর পাশে কিছু জমির মধ্যে চাচাতো ভাই ধান চাষ করবে। এই জমির মধ্যে সেই দানের বীজ বসাবে। মাঝেমধ্যে চাচাতো ভাই আসলে আমি নিজেও তার সাথে এদিক-ওদিক ঘুরতে যাই। আর অতিরিক্ত গরমের কারণে চাচাতো ভাই নিজে ওখানে বেশিক্ষণ দাড়াতে চাইলো না। এবং চাচাতো ভাই বলতে লাগলো এখানে অনেক গরম।
আমরা যে জায়গাতে দাঁড়িয়ে আছি এবং জমি দেখতেছি। তার পাশে ছোট ফেনী নদী। এই জমি থেকে এক মিনিট সময় লাগে নদীর ধারে যেতে। আর আমাদের গ্রাম অঞ্চলে অনেক মানুষ বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করে। সত্যি বলতে গরম হলেও চাচাতো ভাইয়ের সাথে ঘুরতে গিয়ে ভালই লাগলো। এই রকম মাঝেমধ্যে ঘুরাঘুরি করলে নিজের কাছেও ভালো লাগে। যদিও চাচাতো ভাই খুব ব্যস্ত মানুষ তারপরও ঘুরতে খুব পছন্দ করে। এবং গ্রামাঞ্চলে ঘুরতে গেলে অন্যরকম সৌন্দর্য উপভোগ করা যায়।এই হচ্ছে চাচাতো ভাইয়ের সাথে ঘুরতে যাওয়ার মুহূর্ত। তবে আশা করি আমার পোস্টটি পড়ে আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
device : Huawei
আমার পরিচয়
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
https://x.com/Jamal7183151345/status/1916115134608773529?t=KFQLaG_ZSn818zTNshnYYg&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
@tipu curate
Upvoted 👌 (Mana: 2/7) Get profit votes with @tipU :)
https://x.com/Jamal7183151345/status/1916120231635730569?t=LvrzNNG68__UdkD7D8UfKw&s=19
https://x.com/Jamal7183151345/status/1916120982240301464?t=i9VorhFnmKbyLOmjNiuQEQ&s=19
বর্তমান সময়ে অনেক শিক্ষিত লোক বিভিন্ন ধরনের চাষ করে থাকে। আপনি দেখছি চাচাতো ভাইয়ের সাথে ঘুরতে গেলেন। আর এরকম ফসলের মাঠ এবং প্রকৃতি সৌন্দর্যের মধ্যে ঘুরতে গেলে ভালো লাগে। যদিও দুপুর বেলা গরম একটু বেশি ছিল তারপরও নিশ্চয়ই ভালো সময় কাটিয়েছেন। খুব সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।
এটি একদম ঠিক বলেছেন বর্তমান সময় অনেক শিক্ষিত লোক বিভিন্ন ধরনের চাষ করে থাকে। ভালো লাগলো আপনার মন্তব্য শুনে।