ভ্রমণ :- রাজ বাড়িতে ঘুরতে যাওয়ার মুহূর্ত। (শেষ পর্ব)

in আমার বাংলা ব্লগ7 days ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তেমনি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব।

IMG_20250402_163735_1.jpg

IMG_20250402_162624.jpg

আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব রাজ বাড়িতে ঘুরতে যাওয়ার মুহূর্ত। ঈদের পরে মাকসুদা আপু আসার কারণে আমরা কয়েক জায়গা ঘুরতে গেলাম। বিকেল বেলা আমরা রাজবাড়ীতে ঘুরতে গেলাম সবাই মিলে। যদিও আমি রাজবাড়ীতে প্রথম গেলাম। আর রাজবাড়ী হিন্দুদের জমিদার বাড়ি ছিল। এবং অনেকখানি জায়গার মধ্যে এই রাজবাড়ি তৈরি করেছেন। আর দূর-দূরান্ত থেকে অনেক মানুষ আসে এখানে ঘুরতে এবং দেখতে। এবং মাকসুদা আপু আসার কারণে আমরা ওই জায়গাতে ঘুরতে গেলাম। যদিও আমার হাজবেন্ডের বাড়ি থেকে এই বাড়ি কিন্তু অনেক দূরে। আর এর আগে আমি দুটি পর্ব আপনাদের মাঝে শেয়ার করলাম। আজকে আমি ঘুরতে যাওয়ার শেষ পর্ব আপনাদের মাঝে শেয়ার করব ।

তবে রাজবাড়ী এরিয়া এর ভিতরে যখন গেলাম তখন আমার কাছে খুব ভয় লাগল। কারণ ভিতরে ঘর গুলো পুরনো এবং ঘরের ভিতরে অন্ধকার। এবং রাজবাড়ীর ভিতরে বিল্ডিংগুলো অনেকখানি নষ্ট হয়ে গেল। এবং অনেক জায়গা ইট পর্যন্ত খুলে গেল। আর বাড়ির চারপাশে অনেক বন জঙ্গল। তবে ঈদের সময় এর কারণে ওইখানে অনেক মানুষ ছিল। এবং অনেকে দেখি বাড়ির পিছনের অংশ দিয়ে ঘুরতে লাগলো। আর আমি যতক্ষণ ছিলাম আমার হাজবেন্ডের সাথে ছিলাম। তবে আমরা প্রতিটি বিল্ডিং এর ভিতরে গেলাম। আর প্রতিটি বিল্ডিং এর ভিতরে অবস্থা পুরনো হওয়ার কারণে অনেক খারাপ। আমার কাছে মনে হচ্ছে বিল্ডিং গুলো যে কোন মুহূর্তে ভেঙে পড়বে। আর ওইখানে ঘুরতে আসা মানুষগুলো রুম এর ভিতরে গিয়ে দেখতে লাগলো।

IMG_20250402_162523.jpg

IMG_20250402_163143.jpg

তবে আমি কয়েকটা বিল্ডিং এর ছাদের উপরে গেলাম। আর ছাদের উপরে যখন গেলাম তখন অনেক ভালো লাগলো। রাজবাড়ির চারপাশ সুন্দরভাবে দেখা যাচ্ছে। এবং তাদের বাড়ির চারপাশে আরো ছোট ছোট অনেকগুলো ঘর আছে। আর প্রতিটি ঘরের মধ্যে বাইরের অংশে পুরনো হয়ে গেল। তবে ঘর গুলোর মাঝখানের অংশ যেই জায়গা আছে ওই জায়গা মানুষ চলাচল করার কারণে একটু পরিষ্কার আছে। আর বাড়ির পিছনের অংশগুলো খুব ভয়ংকর। বিশেষ করে বন জঙ্গল হলে এমনিতে ভয় লাগে। তবে দেখে অনেক মানুষ ওইখানে খাওয়া-দাওয়া নিয়ে গেল ঘোরার জন্য। এবং বসে বসে খাওয়া দাওয়া করতে লাগলো।

আর এসব জায়গাতে সবাই একসাথে ঘুরতে গেলে ভালো লাগে। কারন মানুষ কম থাকলে ভয় লাগে বেশি। আর ঈদের সময় এর কারণে দূর-দূরান্ত থেকে মানুষ বেশি আসলো বিদায় মনে হচ্ছে কোন পর্যটক কেন্দ্র হবে। আর এইসব জায়গাতে ঘুরতে গেলে ভালোই অভিজ্ঞতা হয়। কারণ হাজার হাজার বছর আগের পুরনো বাড়ির মধ্যে পুরনো অনেক কিছু দেখা যায়। তবে কয়েকটি বিল্ডিং এর বাইরের অংশে ডিজাইন করে রাখল। যদিও পরিষ্কার না থাকার কারণে ঠিকমতো ডিজাইনগুলো দেখা যাচ্ছে না। তবে আমার কাছে মনে হয় রুমগুলোর ভিতরে গেলে রিক্স আছে। কারণ বেশিরভাগ বিল্ডিংয়ের জায়গাগুলো ফাটল ধরেছে।

IMG_20250402_164244.jpg

IMG_20250402_164229.jpg

তবে ওইখানের লোকের মুখে শুনেছি এইখানে সব সময় মানুষ আসে ঘুরতে। এবং বছরের নির্দিষ্ট একটি সময় ভারত থেকে জমিদারের নাতিগুলো আছে। তারা কয়েকদিন থাকে এবং সুন্দরভাবে অনুষ্ঠান করে। তবে বাড়ির সামনে একটি বড় পুকুর আছে। এবং বসার জায়গাও আছে ঐখানে। আর বিকেল বেলা দেখি কয়েকটি ভ্যান গাড়ির মধ্যে করে খাওয়া দাওয়া এবং নাস্তা বিক্রি করতে লাগলো। আর বাড়ির চারপাশে তারকাটা দিয়ে ঘেরাও করে রাখল। সত্যি বলতে ঐদিন ঘুরতে গিয়ে যেমন ভালো লাগলো তেমন ভয় কাজ করেছে। যদিও আমরা মাগরিবের আগে আবার সবাই রওনা দিলাম। আশা করি আমার পোস্ট দেখে আপনাদের অনেক ভালো লাগবে।

IMG_20250402_163204.jpg

IMG_20250402_163234.jpg

IMG_20250402_163847.jpg

IMG_20250402_163925.jpg

IMG_20250402_164248.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

🥰 ধন্যবাদ সবাইকে 🥰

Sort:  
 7 days ago 

ইতিহাস থেকে নতুন কিছু শিখতে এবং নিজের মনের ভালোলাগার জন্য মাঝে মাঝেই আমাদের উচিত এরকম জায়গা গুলিতে ভ্রমণ করা। রাজবাড়ীতে ঘোরার পর্ব গুলি একে একে অন্তিম সীমায় এসে পৌঁছে গেল। এই পর্বটিও দারুন লেগেছে আমার কাছে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 7 days ago 

Screenshot_2025-09-09-18-36-39-381_com.twitter.android.jpg

Screenshot_2025-09-09-18-35-06-429_com.twitter.android.jpg


💦💥2️⃣0️⃣2️⃣5️⃣ This is a manual curation from the @tipu Curation Project

@tipu curate

 7 days ago 

যত্নের অভাবে রাজবাড়ি তার সৌন্দর্য হারিয়ে। বাহিরের দেশে এই ধরনের ঐতিহাসিক সাথগুলো যত্ন করে রাখা হয়। আর তা দেখার জন্য দূত দুরান্ত থেকে পর্যটকরা আসেন। যাইহোক বেশ ভালোই ঘুরাঘুরি করেছেন মাক্সুদা আপা সহ আপনারা সবাই। এ ধরনের জায়গুলোতে সবাই মিলে গেলে খুব ভালো লাগে।