ভিডিওগ্রাফী:—সবুজের আরেক নাম "ইউটিউব ভিলেজ" পার্ক।
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
সবুজের আরেক অনন্য রূপের নাম হলো ইউটিউব ভিলেজ।বর্তমান সময়ে এসেও যে এরকম পার্ক খুঁজে পাওয়া যাবে ভাবতে পারিনি।বর্তমান সময় গুলোতেতো পার্ক মানেই অশ্লীলতার কারচুপি।যা রীতিমতো লোক মুখে মুখে প্রচলিত হয়ে গেছে।
সেই অবস্থানে দাঁড়িয়ে কুষ্টিয়ার এই ইউটিউব ভিলেজ পার্ক তার যেনো উল্টো দৃষ্টান্ত তৈরি করেছে তাদের কাজের মাধ্যমে।চতুর্দিকে শুধু বিভিন্ন রকমের গাছগাছালিতে পরিপূর্ণ একটি জায়গা।সেই সাথে রয়েছে বিভিন্ন রকম ফুলের সমাহার।আমার সব থেকে বেশি ভালো লেগেছিল কাঠ গোলাপ ফুল।
মোটামুটি অনেক কিছুই সেখান থেকে ফটো এবং ভিডিও এর মধ্যে ক্যাপচার করে এনেছি অবশ্য।তবে সবগুলোই আপনাদের সাথে শেয়ার করবো পর্যাক্রমে।বিশ্বাস করবেন কিনা জানিনা এই ইউটিউব ভিলেজ পার্কের কিছু কিছু দৃশ্য দেখে মনে হচ্ছিলো যেনো আমি কোনো ইউরোপের কান্ট্রি তে আসছি।
এই পার্কের কিভাবে জন্ম হলো সেটা নিয়ে আরো একটি পোস্ট লিখবো অবশ্য। তবে বলে রাখি এই চমৎকার পার্ক টি কিন্তু কুষ্টিয়ার শহরের মধ্যে নয় একেবারে গ্রামীণ এলাকায় এই পার্ক অবস্থিত।যাইহোক সেই দৃষ্টিনন্দন পার্কের কিছু দৃশ্য আপনাদের মাঝে ফটো এবং ভিডিওর মাধ্যেমে শেয়ার করেছি চলুন দেখে নেওয়া যাক।
🔗ভিডিও লিংক:🔗
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন 👇
আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথ আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো কমেন্ট বক্সে দেখতে পাবো ।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
X PROMOTION
https://x.com/mdetshahidislam/status/1948888102162104638?t=TTMUiv3HMxRCK2HDdh1E5A&s=19