রংপুর কারমাইকেল কলেজের অনার্স প্রথম বর্ষের, প্রথম ক্লাস করার অনুভূতি।

in আমার বাংলা ব্লগ6 months ago

আসসালামুয়ালাইকুম ......

আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল বন্ধুরা সবাই কেমন আছেন ? আশা করছি সকলেই অনেক ভালো আছেন।আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন নতুন সদস্য,এই প্লাটফর্মের সাথে যুক্ত হয়েছি। সত্যি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যুক্ত হতে পেরে আমার কাছে অনেক ভালো লাগতেছে। প্রতিদিনের ন্যায় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো। রংপুর কারমাইকেল কলেজের অনার্স প্রথম বর্ষের ,প্রথম ক্লাস করার অনুভূতি । আশা করি আপনাদের ভালো লাগবে, চলুন শুরু করা যাক।

এইচএসসি পাশের পরে দীর্ঘ দিন অপেক্ষা করতে হয় আমাদের , অনার্সে ভর্তি জন্য। যেহেতু দীর্ঘ দিন পরে অন্য কলেজে ভর্তি হতে লাগে ,সব কিছু নতুন। তাই নতুন কলেজ, নতুন ক্লাসে, নতুন বন্ধু,বান্ধবী , অন্যরকম একটা অনুভুতি ।

কলেজে যাওয়ার জন্য রাতেই বেশ কয়েক জন বান্ধবী সাথে যোগাযোগ করে নিলাম। যে আমরা ট্রেন যাবো সবাই মিলে।ট্রেন ভ্রমণ আমার কাছে অনেক ভালো লাগে।তাই আমি রাজি হয়ে যাই সবাই মিলে এক সাথে যাওয়ার জন্য । আর আমার বাড়ি থেকে রংপুর ২২ কিলোমিটার। আমাদের রংপুর পৌছাতে প্রায় ঘণ্টা খানেক সময় লেগে যায়। তাই খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম ।যদি ও বা আমার সকাল বেলায় ঘুম থেকে ওঠা অভ্যাস নেই। তাই রাতেই আম্মু কে বলে রাখি আমাকে যেন ভোর ৫ :৩০ মিনিটে ডেকে দেয় । কারন আমাদের ট্রেন ছিল ৬ টায়। তাই ঘুম থেকে উঠেই সাথে সাথেই ঝটপট রেডি হয়ে নিয়ে, রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা হলাম ।যেহেতু খুব সকাল উঠছি তাই কিছু খেতে ইচ্ছা করে নাই , তাই নাস্তা না করেই বাসা থেকে বেরিয়ে পরেছি। আর তাছাড়াও আমার সকাল সকাল নাস্তা করার অভ্যাস নেই। তাই ডিরেক্ট স্টেশন এ চলে আসলাম , আমাদের বাসা থেকে স্টেশন আস্তে সময় লাগে ১০ মিনিট ।

IMG_20240909_064715_090.jpg

স্টেশনে পৌঁছে কিছুক্ষণ ট্রেন এর জন্য আমরা অপেক্ষা করি । আর সবাই মিলে নতুন কলেজ, অনেক দিন পরে আবার ও ক্লাসে যাও নিয়ে অনেক আলোচনা করি ।তাৎক্ষণিক ট্রেন চলে আসে , ট্রেন থামার সাথে সাথে আমার তারাতাড়ি করে ট্রেন এ উঠে পড়ি ।ট্রেন চলছে নিজের গতিতে আমি উপভোগ করছি প্রকৃতিকে ।আমার কাছে রেল ভ্রমণ দারুন লাগে কিন্তু এই রকম সকাল বেলা কখনো ট্রেন ভ্রমণ করা হয়নি।ট্রেন এর মধ্য দারুন একটা অনুভূতি হচ্ছিলো। তো বন্ধুরা কথা বলতে বলতে চলে আসলাম রংপুর রেল স্টেশনে । ট্রেন থেকে নেমে ঘড়ির দিকে তাকিয়ে দেখি ৭ বাজে, আমাদের ক্লাস তো ৮:৪৫ মিনিট এ আমার হাতে অনেক সময়। যেহেতু আজকে আমাদের প্রথম দিন তাই হাতে অনেক সময় নিয়ে এসেছি।যেন ক্যাম্পাস টা একটু ঘুরা ঘুরি করে দেখতে পারি ।

রংপুর রেল স্টেশন থেকে কারমাইকেল কলেজ কাছেই । তারপর স্টেশন থেকে কলেজের উদ্দেশ্যে রওনা দেই । ক্যাম্পাসে ঢোকার আগে হালকা পাতলা নাস্তা করে নেই । যেহেতু হাতে অনেক সময় তাই নাস্তা শেষ বেশ কিছুক্ষণ ধরে পুরো ক্যাম্পাস ঘোরাঘুরি করে দেখে নেই ,কোথায় কোন ডিপার্টমেন্ট আছে। কারন আমরা বাসা যাব আবার ট্রেনে, ক্লাস শেষে আমাদের ট্রেন ছিল । ক্লাস শেষে ক্যাম্পাস ঘুরে দেখার সময় হতো না । তাই আগেই পুরো ক্যাম্পাস ঘুরে দেখ নাই । সকাল বেলা নতুন ক্যাম্পাসে ঘোরাঘুরি করতে অনেক ভালো লাগছে ।আর পুরো কলেজ ক্যাম্পাস টা অনেক সুন্দর।

ঘোরাঘুরি শেষ যথা সময়ে আমি আমার নিজের ডিপার্টমেন্ট এর দিকে চলে আসলাম। আমার ডিপার্টমেন্ট ছিল বাংলা । এসে দেখি আগে থেকেই আরো কয়েকজন স্টুডেন্ট ক্লাসে রুমে বসে আছে । আমি তার সাথে বসে পরলাম ।

অবশেষে একটি সুন্দর ম্যাডাম আসলেন আমাদের ক্লাসে। যেহেতু আজকে প্রথম দিন তাই সাবার সাথে পরিচিত হয়ে ক্লাস করানো শুরু করে দিলো ম্যাম। ম্যামের ক্লাস করে বুঝতে পারলাম তিনি বেশ মজার মানুষ।বলেনা সব জিনিসের একটা শেষ মুহুর্ত আছে, তেমনটাই আজকে প্রথম দিনের একে একে দুটি ক্লাস শেষ হয়ে গেলো।তারপর ক্যাম্পাস থেকে বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্য। কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলে আসে।অবশেষে ট্রেন থেমে গেলো ,তথা আমি আমার গন্তব্য স্টেশন এ নেমে গেলাম বাসার উদ্দেশ্যে।

Messenger_creation_DC3A8E27-71CF-47BF-8C98-F1D6F84400BA_1.jpeg

বন্ধুরা এই ছিল আমার আজকের রংপুর কারমাইকেল কলেজে প্রথম দিন ক্লাস করার অনুভূতি।আজকে মত এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন ,সুস্থ থাকবেন ।

ধন্যবাদ
DeviceInfinix hot 12 play
Camera13 MP
CountyBangladesh
LocationRangpur, Bangladesh

Sort:  
 6 months ago 

কারমাইকেল কলেজ আমাদের উত্তর বঙ্গের মধ্যে একটি বড় কলেজ। আপনি আপনার বান্ধবীর সাথে কলেজে গিয়ে খুবই সুন্দর একটি সময় উপভোগ করেছেন এবং বিশেষ বিশেষ মুহূর্ত গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন, এটা দেখে বেশ ভালো লাগলো।

 6 months ago 

অতীতের সেই জীবনের কথা মনে পড়লো আপু। ১৩-১৪ সালে যখন অনার্সে ভর্তি হয়েছিলাম। যেন টানটান উত্তেজনা মনের মধ্যে অন্যরকম ভালো লাগা নতুন কলেজে নতুন অনুভূতি নিয়ে পা রাখা। যেন ফিরে পায় আজও সেই দিনগুলো আপনাদের এমন পোস্ট দেখলে। আপনার অনার্সে ভর্তি হয়ে সেই লাইফের প্রথম ক্লাস করার অনুভূতি শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো।