ট্রাভেল || সবুজ প্রকৃতির কাছে একটু ঘোরাঘুরির উদ্দেশ্যে [ ১৩ আগস্ট ২০২৪]
নমস্কার,
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি। |
---|
এখন বর্ষার সময় চলছে তাই চারিদিকে সবুজ প্রকৃতি খুব সুন্দর ভাবেই দেখা যাচ্ছে। তবে এই কথাটা গ্রামের প্রকৃতির জন্য সত্য, শহরের জন্য সত্য না। কারণ শহর সেইভাবে গাছপালা দেখা যায় না। আমি যেহেতু অনেকটা শহরের দিকে থাকি তাই খুব বেশি সবুজ প্রকৃতি দেখার সুযোগ হয় না। তবে সবুজ প্রকৃতির উপর আমার আলাদা একটা ভালোবাসা রয়েছে। সেই ভালোবাসার টানেই মাঝে মাঝে ছুটে যাই সবুজ প্রকৃতির মাঝে। এই সবুজ প্রকৃতির মাঝে ঘুরাঘুরি করার জন্য আমি মাঝে মাঝে কাছের কোন গ্রাম অথবা দূরের কোনো গ্রামে ঘুরতে চলে যাই। আসলে সবুজ প্রকৃতির মাঝে সময় কাটিয়ে আলাদা একটা ভালো লাগা কাজ করে। কিছু সময়ের জন্য মনটা ফ্রেশ হয়ে যায়।
তাছাড়া সবুজ প্রকৃতির মাঝে কিছু সময় বসে থাকলেও মনটা হালকা লাগে। মনের সব দুঃখ কষ্ট যেন এক নিমিষেই শেষ হয়ে যায়। তোমরা যারা প্রকৃতি প্রেমী মানুষ আছো তারা আমার এই কথাগুলো খুব ভালোভাবেই বুঝতে পারবে। যাইহোক, বেশ কিছুদিন আগে বর্ষার কোন একটা দিনে চলে গেছিলাম সবুজ প্রকৃতির খোঁজে। এই জায়গাটা ছিল নীলগঞ্জের একটি জায়গা। আসলে আমাদের ওখানে একটা জায়গা কেনাও আছে। সেই জায়গার আশেপাশে রয়েছে সবুজ প্রকৃতির সমারোহ। যেখানে গিয়ে কিছু সময় বসে থাকতে পারলে মনটা ভালো হয়ে যায়। আসলে ওই জায়গায় আগে অনেক বড় মাঠ ছিল। সেই মাঠে প্লটিং করে করে জমি নেওয়া হয়েছে বাড়ি তৈরি করার জন্য। তবে ওইখানে বাড়ি তৈরির প্লটিং তৈরি করা হলেও সবুজের অংশ যেন কোন অংশেই কমে যায়নি সেই জায়গায়। আসলে এইসব জায়গায় এখনো সেই ভাবে বাড়িঘর হয়ে ওঠেনি, সেজন্য এখনো সবুজ প্রকৃতি এসব জায়গায় গেলে দেখা যায়।
এখানে যেদিন গেছিলাম আমি বাড়ি থেকে, একটি বাইকে করে গেছিলাম। আসলে বাইকে করে গেলেই এখানে সুবিধা হয় কারণ ট্রেনে করে অথবা বাসে করে যেতে গেলে অনেকটা ভেঙ্গে ভেঙ্গে যেতে হয়। আর বাইকে গেলে একেবারেই এই জায়গায় পৌঁছানো যায় খুব সহজেই। আমি যতবারই এই জায়গায় গেছি আমার খুবই ভালো লাগে। এখানে সবুজ প্রকৃতির মাঝে অসংখ্য প্রকারের ছোট ছোট গাছপালা দেখার সুযোগ হয়। যদিও এই জায়গায় বড় ধরনের কোন গাছপালা খুব বেশি নেই। তবে বিভিন্ন ধরনের ঘাস, বুনো ছোট গাছপালা দিয়ে ভরা ছিল এই জায়গা।
আমি যেদিন এখানে ঘুরতে গেছিলাম এখানের পরিবেশটাও বেশ সুন্দর ছিল। ঠান্ডা একটা হাওয়া বইছিল হালকা-পাতলা বৃষ্টি হওয়ার পর। আমি প্রথমে এইসব জায়গায় গিয়ে কিছু সময় বসে সময় কাটাই। এখানে বসে সময় কাটানোর সময় আশেপাশে অনেক কিছুই দেখার সুযোগ হয়েছিল। আশেপাশের এই ঘাসের মত যে জায়গা ছিল তার নিচে ছিল জল। আর ওই জলের মধ্যে ছিল অনেক ধরনের মাছ। আমি ওইখানে গিয়ে দেখছিলাম কয়েকজন ছোট ছোট ছেলেরা বড়শি দিয়ে এখান থেকে কৈ মাছ ধরছে। এই বিষয়টা আমার বেশ ভালো লেগেছিল। গ্রামে থাকতে আসলে এইভাবে কৈ মাছ ধরার সুযোগ হতো। তবে এখানে গিয়ে যে এরকমটা দেখতে পাবো, এটা আমার ভাবনার বাইরে ছিল।
যেহেতু বেশ কয়েকদিন আগে অনেকটা বর্ষা হয়েছিল তাই এইসব জায়গায় বেশ জল জমে গেছিল। আর সেই কারণেই কৈ মাছ এমনভাবে দেখা যাচ্ছিল। এখানে বেশ কয়েকটি অংশে ভাগ করা ছিল জায়গা। আমি সেদিন সব অংশেই গেছিলাম। সব জায়গায় সবুজের সমারোহ দেখার সুযোগ হয়েছিল। প্রকৃতি থেকে বিশুদ্ধ নিঃশ্বাস নিতে হলে এরকম জায়গায় যেতে হয়। যারা শহরে থাকে তারা যে এরকম সুযোগ পায় না, সেটা আমি ভালো করেই জানি। যাইহোক, সেদিন অনেক জায়গায় ঘোরাঘুরি করে অনেক ভালো লেগেছিল আমার। অনেকদিন পর সতেজ নিশ্বাস নেওয়ার সুযোগ পেয়েছিলাম। আমি এখানে কিছুটা বিকালের দিকেই ঘুরতে গেছিলাম। আশেপাশের সব জায়গায় ঘোরাঘুরি করে সন্ধ্যার পরে সেদিন বাড়ি ফিরেছিলাম আমি।
পোস্ট বিবরণ
শ্রেণী | ট্রাভেল |
---|---|
ডিভাইস | Samsung Galaxy M31s |
ফটোগ্রাফার | @ronggin |
লোকেশন | নীলগঞ্জ, নর্থ চব্বিশ পরগনা, ওয়েস্ট বেঙ্গল। |
Upvoted! Thank you for supporting witness @jswit.
মাঝে মাঝে চার দেওয়লে বন্দি না থেকে ঘর থেকে বের হতে হয়। আর ঘর থেকে বের হলেই এমন সুন্দর সবুজ প্রকৃতি উপভোগ করা যায়। ফটোগ্রাফির সাথে আপনার অনুভূতি গুলো দারুন ছিল। ধন্যবাদ।
আপনার এই সুন্দর মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।
আমরা যতই ভালো পরিবেশে থাকি না কেন যতই ভালো থাকি না কেন আমাদের মধ্যে একঘেয়েমি চলে আসে। এই একঘেয়েমি দূর করার জন্য ঘোরাঘুরি করা দূরে ট্রাভেলিং করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা সবুজ প্রাকৃতিক দৃশ্যের মাঝে কিংবা অন্যান্য কোন পরিবেশে হোক। ভ্রমণ করতে পারলে বেশ ভালো লাগে। আপনি সবুজ প্রকৃতির মাঝে ঘোরাঘুরি করলেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি দেখে ভীষণ ভালো লেগেছে।
হ্যাঁ আপু, ভ্রমণ করতে পারলে আসলেই খুব ভালো লাগে। যাইহোক, আমার শেয়ার করা এই ফটোগ্রাফি গুলো দেখে যে আপনার ভীষণ ভালো লেগেছে, সেটা জেনে অনেক খুশি হলাম আমি।
সবুজ প্রাকৃতিক পরিবেশের মাঝে ঘোরাঘুরি করতে আমার খুবই ভালো লাগে। যেন নিজের মনটা ফ্রেশ হয়ে যায় এবং অন্যরকম সতেজতা সৃষ্টি হয় মনের মধ্যে। ঠিক তেমন একটা সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। আপনার পোস্ট পড়ে খুবই ভালো লাগলো।
আমার শেয়ার করা এই পোস্টটি পড়ে আপনার যে খুব ভালো লেগেছে, এটা জেনে অনেক ভালো লাগলো ভাই। ধন্যবাদ, আপনার এই মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য।
https://x.com/ronggin0/status/1823488593270333689?t=eAGF13IOtUtXzN6o0pN92A&s=19
সবুজ প্রকৃতির মাঝে ঘোরাফেরা করতে আমার অনেক ভালো লাগে। তবে আপনার মত দাদা বাইক নিয়ে ঘোরা তো আমার হয় না। তবে আমি পাশাপাশি প্রকৃতির মধ্যে ঘোরাফেরা করতে বেশি পছন্দ করি।
ছেলেদের ক্ষেত্রে এই ব্যাপারটা সহজ হয় আপু তবে মেয়েদের ক্ষেত্রে বাইকে করে ঘোরাঘুরি করা একটু কঠিন। যাই হোক, আপনিও যে প্রকৃতির মধ্যে ঘোরাফেরা করতে পছন্দ করেন, সেটা জেনে ভালো লাগলো আপু।
সবুজ প্রকৃতির মাঝে ঘোরাঘুরি করতে বেশ ভালো লাগে। বিশেষ করে আমি সবুজ প্রকৃতির মাঝে ঘোরাঘুরি করতে অনেক পছন্দ করি। কারণ এর মাধ্যমে অনেক প্রশান্তি পাওয়া যায় মনটা কেমন জানি প্রফুল্লই হয়ে যায়। আপনি বেশ দারুন দারুন জায়গার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ ভাই অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপনার এই সুন্দর মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।
অনেক অনেক ভাই ভালো থাকবেন।
ঘোরাঘুরি করতে আমরা সকলেই পছন্দ করি৷ আর সবুজ প্রকৃতির মাঝে ঘোরাঘুরি করার মজাই আলাদা৷ সেখানে খুব সুন্দর কিছু সময় অতিবাহিত করা যায়৷ অনেক অভিজ্ঞতাও অর্জন করা যায়৷ আজকে আপনি সেরকম একটি সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন৷ অসংখ্য ধন্যবাদ৷
আমার শেয়ার করা এই পোস্টটি আপনার কাছে যে সুন্দর লেগেছে, সেটা জেনে অনেক খুশি হলাম ভাই। আপনার এই সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনাকে স্বাগতম।