বন্ধুদের সাথে ঘুরতে যাওয়াsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ4 years ago

IMG_20210408_094649.jpg

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আমি বন্ধুদের সাথে সব সময় ঘোরাঘুরি করতে পছন্দ করি।এজন্য প্রায়ই বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করা হয়।কখনো দূরে কোথাও যাওয়া হয় আবার কখনোবা আশেপাশে ঘুরি। করোনা ভাইরাসের প্রকপ বেড়ে যাওয়ার এখন আর তেমন একটা দূরে যাওয়ার উপায় ও নেই। বাসা দিনাজপুর হওয়ায় এখন ঘোরাঘুরি গুলোও দিনাজপুর কেন্দ্রিক হয়ে গেছে। এখন সচরাচর ঘুরতে গেলে স্থানীয় বন্ধুদের সাথে আশেপাশেই ঘুরতে যাওয়া হয়।

IMG20210224150342.jpg

আমি আর সাধারন মানুষের মতো ঘরে বসে থাকতে তেমন একটা আরামদায়কবোধ করি না। তাইতো এই কঠোর লকডাউনকেও উপেক্ষা করে আজকে ঘুরতে গেছিলাম বন্ধুদের সাথে পার্বতীপুরে।

IMG20210214215812.jpg

বন্ধুদের সাথে বাজারে কিছু কেনাকাটা করলাম। আমার বন্ধু গুলো অনেক কিছু কেনাকাটা করলো। তারপর সবাই মিলে একটা রেস্টুরেন্টে গেলাম সেখানে হালকা কিছু নাস্তা করলাম। সবাই মিলে বেশ মজা করলাম।

IMG20210303202936.jpg

আড্ডা বেশি জমে উঠেছিল।সবাই মিলে আইসক্রিম খেলাম। তারপর চলে আসলাম আমাদের গ্রামের বাজারে। তারপর সবাই মিলে ইস্কুল মাঠে গেলাম সেখানে বন্ধুদের সাথে শহীদ মিনারের ছবি তুললাম। সবাই মিলে বেশ শহীদ মিনারে কিছুক্ষণ আড্ডা দিলাম। আড্ডা শেষ এ আবার বাসায় ফিরে আসলাম।দিন শেষ এ সবাই সবার গন্তব্যে ফিরে গেল।জানিনা আবার কবে দেখা হবে।এভাবেই কেটে গেল আমাদের আজকের সারাদিন। সবমিলিয়ে দিনটা অনেক ভালো কাটল।দিনটার কথা মনে থাকবে। সারাদিন এর খুনসুটি গুলো চোখের সামনে ভেসে থাকবে। সবাই ভাল থাকবে। আজকে মতো ইতি।

#travel #enjoy #reference #hangout
#outing #adda

Sort:  
 4 years ago 

ভাই আপনি ট্যাগ গুলো ভালো করে দেন

 4 years ago 

হুম