কুমিল্লায় একদিন। ১০% লাজুক শেয়ালের জন্য

IMG_0918.JPG

আসসালামু আলাইকুম/ আদাব

কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি গত দুই দিন আগে গিয়েছিলাম কুমিল্লায়। তো সেখানকার দর্শনীয় কিছু স্থান নিয়ে আজকে আমার ব্লগটি সাজিয়েছি। শুরু করা যাক তাহলে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র কল্যাণ সমিতি গোবিন্দগঞ্জ এর উদ্যোগে বার্ষিক বনভজন ছিল কুমিল্লার ময়নামতি, শালবন বিহার, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং ওয়ার সিমেট্রি। সকাল আটটায় আমরা রওনা দিয়েছিলাম কুমিল্লার উদ্দেশ্যে।

IMG_0911.JPG

বাসে যেতে যেতে মনে হয় হারিয়ে গিয়েছিলাম সেই কৈশোরে সেই দিনগুলোতে। একসাথে গান নাচ গল্প আর আনন্দ উল্লাসে মেতেছিল পুরো বাস। বাসের ভিতর সবাই অনেক মজা করেছি। প্রায় দু'ঘণ্টা পর আমরা পৌছে গেলাম কুমিল্লার কোটবাড়িতে। নেমে প্রথমেই গেলাম কুমিল্লার বার্ডে। 1958 সালে বার্ড প্রতিষ্ঠা করেন জনাব আখতার হামিদ খান। বার্ড এর ভিতর এর সৌন্দর্য যেভাবে আমাদেরকে বিমোহিত করেছে সেটা বর্ণনা করার মতো না। বার্ডের ভিতরে রয়েছে অসংখ্য প্রজাতির গাছ, ছোট ছোট পাহাড়, গেস্ট হাউস সুইমিং পুল, প্লেগ্রাউন্ড এবং নৈসর্গিক দৃশ্য। বার্ডের ভিতরের সবগুলো জায়গা খুব কম সময়ে দেখা অসম্ভব তাই যতোটুকু পেরেছি দেখার চেষ্টা করেছি। সময়ের স্বল্পতার কারণে সবগুলো জায়গা খুব ভালোভাবে দেখতে এবং ঘুরতে পারিনি।

IMG_0734.JPG

2-3 ঘন্টা ঘোরার পর খিদেয় পেট চোঁ চোঁ করছে এরপর সরাসরি চলে গেলাম পাহাড়িকা রেস্টুরেন্টে। সেখানে দুপুরের খাবার পেট ভরে খেলাম। ওখান থেকে বের হয়ে সরাসরি চলে আসলাম শালবন বিহারে। এতদিন বইয়ে পড়ছিলাম শালবন বিহার আজকে নিজের চোখে দেখলাম শালবন বিহার। শালবন বিহার দেখার পর আবার চলে আসলাম ময়নামতিতে। বৌদ্ধদের বিভিন্ন নিদর্শন এখানে আছে। এখানে আছে একটি জাদুঘর টিকিটের মূল্য 20 টাকা। আমি ইতিহাস জানতে, পড়তে ভালোবাসি এজন্য ময়নামতি বিহার টি খুব মনোযোগ সহকারে দেখতে লাগলাম।

IMG_20220318_161252.jpg

ওখান থেকে বের হয়ে আমরা সরাসরি চলে গেলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। বলাবাহুল্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছোট ছোট পাহাড়ের সমন্বয়ে তৈরি। ওখানে গিয়ে আমরা বালিশ খেলা আয়োজন করলাম। এরপর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক এর সাথে সৌজন্য সাক্ষাৎ করলাম। ততক্ষণে সন্ধ্যে ঘনিয়ে আসছে।

IMG_20220318_155003.jpg

এরপর আমরা সন্ধ্যে সাতটার দিকে কুমিল্লা ত্যাগ করে ক্যাম্পাসের দিকে রওনা হলাম। বাসের মধ্যে আমাদের রাফেল ড্র অনুষ্ঠিত হয়। শুরু হয়ে যায় শেষবারের মতো নাচ-গানের আসর। সবাই নেচে গেয়ে অনুষ্ঠানটি উপভোগ করলাম। বাস চলতে চলতে রাত 9 টায় এসে থামল আমাদের গন্তব্যে। এরপর যে যার মত সবাই গন্তব্যে চলে গেলাম

বিষয়বনভোজন
বর্ণনা@rahman44
ডিভাইসক্যানন ক্যামেরা এবং নোটফাইভ।
লোকেশনw3w

IMG_20211219_150308.jpg

@rahaman বাংলাদেশ থেকে আপনাদের সাথে যুক্ত আছি। মানবিকতার এক চিরায়ত দৃষ্টান্ত @amarbanglablog কমিউনিটি। দুটি দেশ কিন্তু একই সূত্রে আবদ্ধ আমরা। ভালোবাসা চিরদিন বেচে থাকবে মানুষ হিসেবে আমাদের মাঝে।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

এভাবে সবাই মিলে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। আপনি আপনার বন্ধুদের সাথে খুবই ভালো সময় কাটিয়েছেন এবং আমাদের সাথে শেয়ার করেছেন খুবই ভালো লাগছে। আসলে অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মুহূর্ত গুলো আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।

ধন্যবাদ ভাই

 3 years ago 

কুমিল্লায় ঘুরাঘুরি করতে গিয়েছেন দেখে খুবই ভালো। আমি এবং আমার পরিবারসহ কিছুদিন আগে ঘুরাঘুরি করতে এই জায়গায় গিয়েছিলাম। জায়গাটা খুবই সুন্দর। এত অসাধারন একটি পোস্ট আমাদের উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ ভাই

 3 years ago 

কুমিল্লা শহরে কখনো যাওয়া হয়নি । তবে আপনার যাওয়ার গল্পটি পড়ে অনেক ভালো লাগলো । আপনি অনেক সুন্দর সময় কাটানোর পাশাপাশি ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করেছেন ।
আপনার জন্য শুভকামনা রইল

ধন্যবাদ ভাই

 3 years ago 

কুমিল্লা বেশ কয়েকবার যাওয়ার অভিজ্ঞতা থাকলেও আপনাদের মত এমন দর্শনীয় স্থানগুলো কখনোই দেখা হয়নি। আপনার পোস্টটি পড়ে আবার যাবার আগ্রহ বেড়ে গেলো বহুগুন। বিশেষ করে বৌদ্ধবিহার আর বার্ড এদুটো মনে হচ্ছে না দেখলেই নয়। শিক্ষা জীবনের এই ঘোরাফেরার আনন্দ আসলে অন্য কিছুর সঙ্গে তুলনা করা যায় না। শুভকামনা রইল আপনার জন্য

ধন্যবাদ ভাই

অনেক সুন্দর শিক্ষনীয় ভ্রমণের অংশ,সব কিছুর ইঙ্গিত বহন করছে। ভাল বলতেই হয়।

ধন্যবাদ ভাই