ট্রেন ভ্রমন
আমি @rahimakhatun
from Bangladesh
২৪ই জুন ২০২৫
গত সোমবারে পরীক্ষা শেষ হলো,ঠিক তখন থেকেই আমার ভাই এর মেয়ে এবং ছেলে বায়না ধরছে আমরা যেন রাজশাহী এসে বেড়ায় যাই।আমি বার বার না করছি বেশিদিন ছুটি দিবে না তারপর তারা এমন ভাবে বলছে না যেয়ে পারা যাবে না এমন কি ওরা ওদের বাবা আমার ভাই কে দিয়ে টিকেট কাটিয়ে ফেলছে।তো আর কোন প্রিপারেশন ছাড়া যাওয়া লাগবে।ওদের জন্য যে কিছু কিনবো তারও কোন অপশন নেই।
কারন পরের দিন দুপুর ১.৩০ এ ট্রেন।কোন রকম কিছু পিঠা তৈরি করে নিলাম।
তারপর কিছু চিকেন ফ্রাই আর তৈরি করে নিলাম আমার ভাই এর ছেলে আবার বেশ পছন্দ করে।আর রাস্তায় খাওয়ার জন্য আমরা কিছু পাস্তা রান্না করে নিলাম।
যাই হোক আমরা মঙ্গলবার দুপুর ১১টায় রওনা হলাম,কারন রাস্তায় অনেক জ্যাম থাকে তাই বাবা বেশ তাড়াতাড়ি রওনা দিতে বললো।তারপর সিএন জি ঠিক করে রওনা দিলাম।কিছুক্ষন যাওয়ার জন্য ঠিক জ্যামে আটকা। ড্রাইভার কোন গলি দিয়ে যাচ্ছে আমি চিনি না। বেশ টেনশন কাজ করছিলো। একে তো ট্রেন মিস করি কিনা সেটার ভয় আর অচেনা রাস্তা।তাছাড়া কমলাপুরে বেশ অনেক রাস্তা বন্ধ করে রেখেছে মেট্ররেলের জন্য।যাই হোক আমরা আধঘন্টা আগে পৌচছাতে পেরেছিলাম। হাতে ব্যাগ আর মেয়ে ছিলো বিদায় রেলস্টেশনের ছবি তুলতে পারিনি।যাই হোক আজ এই অব্দি।
ধন্যবাদ সবাইকে
device | Galaxy A-13 |
---|---|
Location | train |
photograpy | natural |
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |