ট্রেন ভ্রমন

in আমার বাংলা ব্লগ5 days ago

আমি @rahimakhatun
from Bangladesh

৯ই শ্রাবন ১৪৩২

--------

২৪ই জুন ২০২৫


1000002418.jpg

ট্টেন থেকে ছবিটা তোলা।

প্রতিবারের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আজকে ট্রেন জার্নি নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো।আসলে বেড়ানো বলে কথা।দূরে কোথায় গেলে মনে হয় ট্রেন জার্নিটা সেরা।বেশ অনেকদিন যাবত কোথাও যাওয়া হয় না, তাই ভাবছিলাম কোথাও যাওয়া যায়।আসলে আমার ছেলেটাকে মাদরাসায় দেওয়ার পর তেমন কোথায়ও যেতে পারি না।আর এখন তো আল্লাহর অশেষ রহমতে কোরআন শরীফ নেওয়ার পর একদিন ও ক্লাস মিস দেওয়া যায় না।

1000002415.jpg

গত সোমবারে পরীক্ষা শেষ হলো,ঠিক তখন থেকেই আমার ভাই এর মেয়ে এবং ছেলে বায়না ধরছে আমরা যেন রাজশাহী এসে বেড়ায় যাই।আমি বার বার না করছি বেশিদিন ছুটি দিবে না তারপর তারা এমন ভাবে বলছে না যেয়ে পারা যাবে না এমন কি ওরা ওদের বাবা আমার ভাই কে দিয়ে টিকেট কাটিয়ে ফেলছে।তো আর কোন প্রিপারেশন ছাড়া যাওয়া লাগবে।ওদের জন্য যে কিছু কিনবো তারও কোন অপশন নেই।

1000002421.jpg

কারন পরের দিন দুপুর ১.৩০ এ ট্রেন।কোন রকম কিছু পিঠা তৈরি করে নিলাম।

1000002422.jpg

তারপর কিছু চিকেন ফ্রাই আর তৈরি করে নিলাম আমার ভাই এর ছেলে আবার বেশ পছন্দ করে।আর রাস্তায় খাওয়ার জন্য আমরা কিছু পাস্তা রান্না করে নিলাম।

1000002419.jpg

যাই হোক আমরা মঙ্গলবার দুপুর ১১টায় রওনা হলাম,কারন রাস্তায় অনেক জ্যাম থাকে তাই বাবা বেশ তাড়াতাড়ি রওনা দিতে বললো।তারপর সিএন জি ঠিক করে রওনা দিলাম।কিছুক্ষন যাওয়ার জন্য ঠিক জ্যামে আটকা। ড্রাইভার কোন গলি দিয়ে যাচ্ছে আমি চিনি না। বেশ টেনশন কাজ করছিলো। একে তো ট্রেন মিস করি কিনা সেটার ভয় আর অচেনা রাস্তা।তাছাড়া কমলাপুরে বেশ অনেক রাস্তা বন্ধ করে রেখেছে মেট্ররেলের জন্য।যাই হোক আমরা আধঘন্টা আগে পৌচছাতে পেরেছিলাম। হাতে ব্যাগ আর মেয়ে ছিলো বিদায় রেলস্টেশনের ছবি তুলতে পারিনি।যাই হোক আজ এই অব্দি।

ধন্যবাদ সবাইকে

> <
deviceGalaxy A-13
Locationtrain
photograpy natural

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Posted using SteemPro Mobile