হঠাৎ ঘুরতে যাওয়া
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকল কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট ।
হঠাৎ ঘুরতে যাওয়া
বরাবরের মতো আজ ও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে। আসলে ঘুরতে কার না ভালো লাগে। তাই তো সময় পেলেই কোথাও ঘুরতে যায়। কয়েক দিন আগে আমরা বেড়াতে গিয়েছিলাম। তবে বেড়াতে যাওয়ার পর থেকে বৃষ্টি শুরু হলো যে আমরা ঘর থেকে বের হতে পারলাম না। অনেক বৃষ্টি নামলো, বৃষ্টি থামার পর বাইরে বের হলাম। আসলে বাইরে বলতে আত্মীয়র বাসার পাশেই। বৃষ্টি নামার কারণে আবহাওয়া বেশ ঠান্ডা ছিল তাই আমরা এক ভাবির বাসায় যেতে চাইলাম। আমরা বাসা থেকে বের হতেই দেখি ভাবি ও বাইরে বের হয়ে আসছে।তারপর ভাবিকে জিজ্ঞেস করায় ভাবি বললো কারেন্ট নেই তাই বাইরে ঘুরতে বের হলাম। আমরা তো আপনাদের বাসায় যেতে চেয়েছিলাম কিন্তু আপনার সাথে দেখা হয়ে গেল। তাহলে বাসার পাশ দিয়েই একটু ঘুরে আসি।তাই আরকি বাইরে ঘুরতে যাওয়া। তাহলে চলুন শুরু করি আমার আজকের পোস্ট।
প্রথমে আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম ভাবির বাসার দিকে । তারপর যখন ভাবির সাথে দেখা হয়ে গেল তখন ভাবির সাথে ঘুরতে বের হলাম। আসলে আমরা তো বেড়াতে গিয়েছিলাম আমার বোনের বাসায়, সেখানে আমার এক চাচাতো ভাই থাকে, তাই ভাবলাম একটু ভাবির সাথে দেখা করে আসি।
যেহেতু কিছুক্ষণ আগে বৃষ্টি নামছে তাই রাস্তা দিয়ে পানি জমে আছে অনেক। আমি এভাবে বৃষ্টির মধ্যে রাস্তায় জমে থাকা পানি অনেক দিন দেখিনি। হয়তো সেই কলেজ লাইফে দেখেছি, অনেক দিন পর এভাবে রাস্তায় পানি জমা দেখা অনেক ভালো লাগল।আসলে বাইরে তেমন বের হয়নি তাই এমন পানি দেখিনি ।যদি ও এই পানি কিছু ক্ষণের মধ্যে শুকিয়ে যাবে।তবে এটা মজার ব্যাপার হলো আমার মেয়ে পানি দেখে বলছে এই পানির ভিতরে মাছ আছে। সে এখন মাছ ধরবে।তারপর ভাবি বললো চলে আমাদের বাসায় মাছ আছে তোমাকে দেব।
পানির রাস্তা থেকে বের হতেই দেখি ভ্যানে করে নিয়ে যাচ্ছে অনেক কটকটি। আসলে ছোটবেলায় এই কটকটি গুলো বাবা হাটে থেকে আমাদের অনেক এনে দিয়েছে।এই কটকটি দেখে ছোট্টবেলার কথা মনে পড়ে গেল ।তাই ভ্যানওয়ালাকে দাঁড়া করালাম। তারপর আমরা কয়েক ধরনের কটকটি রাখলাম । যেমন ও আবহাওয়া ঠান্ডা ছিল তেমন কটকটি গুলো মচমচা ছিল খেতে বেশ ভালোই লোগেছে তবে দাঁতের সমস্যা জ্বালা সবকিছু ভালো মতো খাওয়া যায় না। তারপরেও যতদূর সম্ভব বেশ ভালোই কটকটি গুলো খেয়েছি।
তারপর ভাবি বলল চলো আমাদের বাসা থেকে একটু ঘুরে আসি। আমি বললাম না আপনাদের বাসার পাশে আরেকটু ঘুরবো। আসলে কারেন্ট ছিল না তাই যেতে ইচ্ছে করেনি।ভাবির বাসার পাশে আবার এমন অনেক খোলা জায়গা রয়েছে, যেখানে বৃষ্টির কারণে পানি জমে আছে। কৃষকরা বড় বড় ধানের খড় পালা দিয়েছে। যদি এত যদিও বৃষ্টিতে কিছুটা ভিজে গেছে তার পরেও দেখতে অনেক সুন্দর লাগছে। ভাবি আবার ভাবির বাসার পাশে দিয়ে সবজি লাগিয়েছে। বেশ কয়েক ধরনের সবজি লাগিয়েছে তবে সবজির জানলা দিয়েছে পুকুরের উপরে। সবজিগুলো ধরেছে জানলার নিচে, আর বৃষ্টির জন্য পানি বেশি জমে আছে তাই শুধু ওপর থেকে ফটোগ্রাফি করে নিয়েছি। আসলে আমি কখনো চিন্তা করিনি যে ভাবে হঠাৎ হলেও ঘুরটা অনেক ভালো লাগবে।তারপর ভাবির বাসা থেকে ঘুরে চলে আসলাম। এভাবে ঘুরতে আমার কাছে অনেক ভালো লেগেছে। আশাকরি আপনাদের কাছে ও ভালো লাগবে
প্রয়োজনীয় | তথ্য |
---|---|
ফটোগ্রাফার | @parul19 |
ডিভাইস | LGK30 |
লোকেসন | লিংক |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্মনিয়ে নিজেকে ধন্যমনে করি।ধন্যবাদ বাংলা ব্লগে এই বাংলা সুযোগ করে দেওয়ার জন্য।
আসলে বৃষ্টি থামার পর আবহাওয়া টা অনেক বেশি সুন্দর। এই সময় বাইরে ঘুরতে যেতে আমার অনেক বেশি ভালো লাগে। এই সময় বাইরে ঘুরতে গিয়ে অনেক বেশি ভালো সময় উপভোগ করতে পেরেছেন। তাছাড়া ভাবির সাথে ঘুরতে গিয়েছেন তার মানে অনেক মজাই হয়েছে। রাস্তার পাশে কটকটি ওয়ালা দেখে ঠান্ডা আবহাওয়া মুচমুচে কটকটি খেয়েছেন খুবই ভালো লাগলো। ধন্যবাদ আমাদের মাঝে ঘুরতে যাওয়া সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য।
সত্যি বলেছেন আপু বৃষ্টি হওয়ার পরবর্তী মুহূর্ত আসলে সুন্দর হয। আর কটকটি গুলো অনেক মজা হয়েছি, ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।
ঠিক বলেছেন আপু বেড়াতে যেতে কার না ভালো লাগে। যাইহোক বৃষ্টির পর পরিবেশ যখন শান্ত হয়ে যায় তখন বেশ ভালো লাগে। ভাবির বাসার পাশে সবজি ক্ষেত আছে। সবজি নিয়ে নেওয়া যাবে 😃।
জি আপু কিছু সবজি নিয়ে এসেছি,ধন্যবাদ আপনাকে।
আপনি আপনার বোনের বাসায় গিয়েছিলেন বেড়াতে। আপনারা যাওয়ার পর অনেক বৃষ্টি হচ্ছিল তাই সময় করে আর বাড়ি থেকে বের হতে পারেননি। যখন বৃষ্টি থেমেছিল ঠান্ডা ঠান্ডা পরিবেশে আপনারা বাহিরে বের হয়েছিলেন, একটা ভাবিদের বাড়িতে যাওয়ার জন্য। এরপর দেখলেন তিনিও আপনাদের বাড়ির দিকে আসছে তারপরে আপনারা কিছুক্ষণ ঘোরাঘুরি করেছিলেন বাহিরে। বৃষ্টি হয়েছিল তাই রাস্তাঘাটে বৃষ্টির পানি জমা হয়েছিল। খুব সুন্দরভাবে উপভোগ করলাম আপনাদের ঘুরাঘুরি করার এত সুন্দর পোস্টটা। সম্পূর্ণটা খুবই সুন্দরভাবেই তুলে ধরেছেন আপনি।
জি আপু অনেক সুন্দর একটি সময় কাটিয়েছি, ধন্যবাদ আপু।
আপনি তো খুব সুন্দর ঘুরতে গেলেন বোনের বাসা থেকে ভাবির বাসায় সেখান থেকে আবার অন্য জায়গায় ঘুরতে গেলেন। ভ্যানওয়ালার এই নাস্তা গুলো আমার অনেক ভালো লাগে আমি সব সময় কিনে খেয়ে থাকি। আর বৃষ্টি হলে তো আবহাওয়া বেশ সুন্দর অনুভব করা যায়। ঠান্ডা ঠান্ডা আবাহাওয়াতে ঘুরতে গেলেন অনেক সুন্দর সময় কাটালেন ধন্যবাদ।
জি আপু অনেক সুন্দর সময় কাটিয়েছি, ধন্যবাদ আপনাকে।