ঈদের পর বোটানিক্যাল গার্ডেন ঘুরতে যাওয়ার অনুভূতি। (প্রথম পর্ব)
শুভ রাত্রি 🌃
আজ ০৯ এপ্রিল,
রোজ বুধবার ২০২৫ খ্রিষ্টাব্দ।
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ , বাংলাদেশ থেকে।
![]() |
---|
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম ঈদের পর বোটানিক্যাল গার্ডেন ঘুরতে যাওয়ার অনুভূতি মূলক পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
এবার ঈদে শুরু থেকে খুব ব্যস্ত ছিলাম, অতিরিক্ত কাজের চাপে এবং অফিসের প্রেসার থাকার কারণে অসুস্থ হয়ে পড়ে ছিলাম। ঈদের আগ মুহূর্তে সকলের কেনাকাটা এবং যানবাহনের জ্যামের কারণে রোজা রেখে শরীর অনেক ক্লান্ত হয়ে যায়। অনেক কষ্টের পর এই ঈদে অফিস থেকে ছুটি নিয়েছিলাম। বিশেষ করে আমাদের ঈদের দিনে অফিসে ডিউটি করতে হয়। যেহেতু অসুস্থ ছিলাম তাই ঈদের পরের দিন ছুটি নিয়েছিলাম। সকাল থেকে ঘুমিয়ে থাকার পর বিকেল শরীরটা অনেক হালকা হয়ে যায়।তখন নিজেকে সুস্থতা বোধ করেছিলাম। প্রতি বছর আমার ভাতিজা ঢাকা থেকে ঈদ উপলক্ষে বাড়িতে চলে আসে। সবার সঙ্গে একসাথে ঈদ করার আনন্দ বলে বোঝানোর মত নয়। নাড়ীর টানে বাড়ি ফেরা এবং সকলের উদ্দেশ্য একসঙ্গে ঈদ উদযাপন করা। সে সুযোগে আমার বন্ধু এবং প্রিয় সোহাগ ভাইকে সঙ্গে নিয়ে ঘুরতে গিয়েছিলাম কৃষি বিশ্ববিদ্যালয়ে। কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেতরে অন্যতম একটি জায়গা হলো বোটানিক্যাল গার্ডেন। বাংলায় বলে থাকি উদ্ভিদ উদ্যান। প্রাকৃতিক পরিবেশ গাছপাড়ায় ছায়া আমাদেরকে অন্যরকম ভালোবাসা দিয়েছিল। সেখানে ঘোরাফেরা ও বিভিন্ন গাছপালা সম্পর্কে কিছু কথা নিয়ে আজকে আপনাদের মাঝে পোস্ট শেয়ার করেছি।
ছবির অবস্থান :- কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।
যেহেতু ঈদের পরের দিন তাই বিকেলের দিকে প্রচুর ভিড় ছিল। সবাই তাদের প্রিয় মানুষদেরকে নিয়ে বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে এসেছিল। সম্পূর্ণ রাস্তা জ্যাম এবং টিকেট কেটে লাইন ধরে ভিতরে প্রবেশ করতে হয়। টিকিটের মূল্য ছিল জন প্রতি ১০ টাকা। আমরা পাঁচজন ছিলাম আমি, আমার ভাতিজা, আমার বন্ধু, সোহাগ ভাই ও সোহাগ ভায়ের আত্মীয়। ভেতরে প্রবেশ করে প্রথমেই আমি একটি সেলফি নিয়েছিলাম মেনই ফটকের সামনে থেকে। প্রচন্ড গরমের কারণে চেহারার অবস্থা খুব খারাপ হয়ে যায়। তাই আমার ছবি রিমিনি সফটওয়্যার দিয়ে সামান্য এডিট করেছিলাম। এডিট করার পর ছবিটা দেখতে ভীষণ ভালো লাগে তাই আপনাদের মাঝে শেয়ার করা।
ছবির অবস্থান :- কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।
ভেতরে প্রবেশের পর চতুর দিকে শুধু গাছপালায় ঘেরা। যেখানে চোখ যায় শুধু সবুজের প্রকৃতিক সমারোহ। ভিতরে দুপাশ দিয়ে দুইটি শোরু রাস্তা দিয়ে আমরা হেঁটে চলি। রাস্তাগুলা খুব সুন্দর করে ডেকোরেশন করা ছিল। ভেতরে ঢোকা মাত্র কিছুক্ষণের মধ্যে শরীর শীতল হয়ে যায়। যেহেতু উদ্ভিদ উদ্ভিদ উদ্যান তাই ঠান্ডা আবহাওয়া শরীর শীতল করে দেয়। এরপর আমরা সবাই একত্রে রাস্তা দিয়ে হেঁটে চলি এবং ছবি তোলার চেষ্টা করি।
ছবির অবস্থান :- কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।
সামনে দেখতে পেলাম একটি ওষুধি বাগান, সে বাগানে অর্জুন গাছ, আমলকি গাছ, হরতকি গাছ ও আরোও নানা ধরনের গাছে ঘেরা বাগান রয়েছে। আমরা সবাই বাগান গুলো ঘুরে দেখেছিলাম। দেখে ভীষণ ভালো লাগে, একপর্যায়ে বাগানের ভিতর প্রবেশ করি। সকলের সঙ্গে একসাথে বোটানিক্যাল গার্ডেন এর অপরূপ সৌন্দর্য দেখে চোখ জুড়িয়ে যায়। আমি প্রকৃতি ভালোবাসি, প্রকৃতির মাঝে ভ্রমণ করে নিজেকে ভেতর থেকে আনন্দ দিতে পেরেছি। বাগানের ভেতরে আমরা সবাই একসঙ্গে একটি গ্রুপ সেলফি নিয়েছিলাম। ছবিতে সবার হাসি মাখা মুখ দেখে ভীষণ ভালো লাগে। আমরা আরোও বেশ কিছু জায়গায় ভ্রমণ করেছি সেগুলো আগামী পর্বে আপনাদের মাঝে শেয়ার করবো। এই ছিল আমার আজকের আয়োজন। আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।💞
বিভাগ | ভ্রমণ পোস্ট। |
---|---|
ডিভাইস | রিয়েলমি সি-৫৫। |
বিষয় | ঈদের পর বোটানিক্যাল গার্ডেন ঘুরতে যাওয়ার অনুভূতি (প্রথম পর্ব)। |
লোকেশন | কৃষি বিশ্ববিদ্যালয়,বাকৃবি, ময়মনসিংহ। |
রাইটার | @nazmul01। |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং ডিগ্রিতে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
https://x.com/nazmulhasanbd01/status/1909781159317577874?t=GCOSjepyfyzQabk-gwAanQ&s=19
https://x.com/nazmulhasanbd01/status/1909817953291583526?s=19
https://x.com/nazmulhasanbd01/status/1909818300785476090?t=EChOsprpo0To6miWnwTWFw&s=19.
https://x.com/nazmulhasanbd01/status/1909993664300126685?t=_4PRMbUAv9pzk1Bp8zFfVg&s=19
https://x.com/nazmulhasanbd01/status/1910025836172095896?t=k4_UXe3MdmriBjSs9SLtOw&s=19