অবশেষে ইনকোর্স পরীক্ষা সমাপ্তি।
শুভ সন্ধ্যা
আজ ২০ এপ্রিল,
রোজ রবিবার ২০২৫ খ্রিষ্টাব্দ।
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ ,বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার ইনকোর্স পরীক্ষা সমাপ্তি অনুভূতি মূলক পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
জীবনের প্রতিটি ধাপে সবকিছু চলমান রেখে জীবন অতিবাহিত করতে হয়। আমি চাকরির পাশাপাশি নিজের লেখাপড়া চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। গত সপ্তাহে ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের ইনকোর্স পরীক্ষা হয়েছে। তাই চাকরি থেকে ছুটি নিয়ে সবগুলো পরীক্ষা সঠিক ভাবে দিতে পেরেছি। বিয়ে হওয়ার পর থেকে চাকরির প্রতি আলাদা আকর্ষণ জন্মায়। কেননা চাকরি টাকা দিয়ে সংসার চালাতে হয়। যেহেতু অফিস থেকে লেখাপড়ার কথা বলে ছুটি নিতে পারি তাই এখনো লেখাপড়াকে আঁকড়ে ধরে আছি। আমার ক্লাসমেট অনেকেই অনার্স ফাইনাল ইয়ারে আছে। লাইফে কিছু ভুল ডিসিশন এর কারণে আমি কিছুটা পিছনে পড়ে আছি। তবে আমি মনে করি লেখাপড়া বুড়ো হয় না। চেষ্টা ও অক্লান্ত পরিশ্রম, সংসার, চাকরির পাশাপাশি লেখাপড়া চালিয়ে যাচ্ছি। আমি মূলত ডিগ্রীতে ভর্তি হয়েছি গৌরীপুর উপজেলায়। শহর থেকে যাওয়ার জন্য ট্রেন হলো সবচাইতে অন্যতম মাধ্যম। তাই সব সময় ট্রেনে যাতায়াত করতে চেষ্টা করি। টানা তিন দিন সময় নিয়ে একসঙ্গে দুইটি এবং তিনটি করে পরীক্ষা দিয়েছিলাম। ফাইনালে ইনকোর্সের নাম্বার যোগ হয় তাই পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক। তিন দিন পরীক্ষা দিতে গিয়ে বেশ কিছু অনুভূতি ও অভিজ্ঞতা অর্জন হয়েছে, সেগুলো আজকে আপনাদের মাঝে শেয়ার করেছি ।
ছবির অবস্থান :- গৌরীপুর সরকারি কলেজ, ময়মনসিংহ, বাংলাদেশ।
পরীক্ষা শুরু হয় দুপুর দুইটা, তাই প্রতিদিন আমি ও আমার বন্ধু রাকিব মিলে ট্রেন ধরার জন্য স্টেশনে পৌঁছে যাই এগারোটায়। ১১:১০ এর দিকে জারিয়া ট্রেন আছে সেটা ছেড়ে দেয়। তাছাড়া ট্রেন ভ্রমণ করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। ট্রেন আসার আগ মুহূর্তে আমরা স্টেশনে পৌঁছে সকলের সঙ্গে সেলফি নিয়েছিলাম। সব বন্ধুরা একসঙ্গে মিলে পরীক্ষা দিতে খুবই ভালো লাগে। আমার সঙ্গে যারা গিয়েছিল তারা আমার মত চাকরিজীবী। কিছুক্ষণ পরে ট্রেন চলে আসলো, আমরা সবাই ট্রেনের জানালার কাছে গিয়ে বসে পড়লাম। এই ছবিটি প্রথম ও দ্বিতীয় দিনের পরীক্ষার চিত্র।
ছবির অবস্থান :- গৌরীপুর সরকারি কলেজ, ময়মনসিংহ, বাংলাদেশ।
আমি তিনদিন ট্রেন জার্নি করে পরীক্ষা দিয়েছি। ট্রেন ছাড়াও সিএনজি চলাচলের সুব্যবস্থা আছে। সিএনজি এক্সিডেন্ট বেশি হওয়ার কারণে সিএনজিতে ভ্রমণ করতে আমার ভীষণ ভয় লাগে। প্রায় এক ঘন্টা জানি শেষ করে ট্রেন গৌরীপুর স্টেশনে এসে পৌছায়। আমরা ট্রেন থেকে নেমে বেশকিছু ফটোগ্রাফি নিয়েছিলাম।
ছবির অবস্থান :- গৌরীপুর সরকারি কলেজ, ময়মনসিংহ, বাংলাদেশ।
দ্বিতীয় দিন দুইটি পরীক্ষা শেষ করার পর বিকেলবেলা ট্রেন স্টেশনে প্রাকৃতিক দৃশ্য দেখে মন জুড়িয়ে যায়। ট্রেন আসতে দেরি করে প্রায় এক ঘন্টা তাই বেশ কিছু সময় হাঁটাহাঁটি করি। দূরপাল্লার ট্রেন ছাড়া বাকি ট্রেনগুলো সময়মতো পৌঁছায় না। তারপরও আমার কাছে ট্রেন জার্নি করতে ভীষণ ভালো লাগে।চাকরির পাশাপাশি লেখাপড়া ভালো ভাবে করতে পারেনি। আর বর্তমানে লেখাপড়া গুলো পরীক্ষায় এটেন্ড হওয়া। হাজেরা দিতে পারলে নাম্বার পাওয়া যায়।
ছবির অবস্থান :- গৌরীপুর সরকারি কলেজ, ময়মনসিংহ, বাংলাদেশ।
পরীক্ষার শেষ দিন সবাই একসঙ্গে কলেজ গেটের সামনে সেলফি নিয়েছিলাম। অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা হয়েছে। সবার সঙ্গে মত বিনিময় এবং সবাই বিভিন্ন কাজে ব্যস্ত, সময় সঙ্গে সঙ্গে সবাই খুব ব্যস্ত হয়ে যায়। অনেকে লেখাপড়াকে কাজের পাশাপাশি রেখেছে। কেউ পার্টটাইম ডিউটি করছে পাশাপাশি লেখাপড়া করছে। শিক্ষা একটি আলো এই আলো দিয়ে ভবিষ্যতে অন্ধকার পথ গুলো পাড়ি দেওয়া যায়। যাইহোক অবশেষে ইনকোর্স পরীক্ষার সমাপ্তি ঘটেছে। কিছুদিন পর দ্বিতীয় বর্ষের ফরম ফিলাপ শুরু হবে। যাইহোক এই ছিল আমার আজকের আয়োজন। ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ। 💞
বিভাগ | লাইফ স্টাইল। |
---|---|
ডিভাইস | রিয়েলমি সি-৫৫। |
বিষয় | অবশেষে ইনকোর্স পরীক্ষা সমাপ্তি। |
লোকেশন | গৌরীপুর , ময়মনসিংহ , বাংলাদেশ। |
রাইটার | @nazmul01। |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং ডিগ্রিতে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/nazmulhasanbd01/status/1913218726587244734?t=pAdRD1aOOekkoGbyMP8wFw&s=19
https://x.com/nazmulhasanbd01/status/1913223205290221843?t=7xU4T7JOnz4maNJafa5cAA&s=19
https://x.com/nazmulhasanbd01/status/1913225509229482409?t=00-QtLaDzeXuwgBF4oL54g&s=19
https://x.com/nazmulhasanbd01/status/1913226263235281023?t=vCbgALYriKhr2tYUDHrCuw&s=19
https://x.com/nazmulhasanbd01/status/1913227099512697031?t=0f7XtmaGkDNG_9SQbMqm5g&s=19
চাকরির পাশাপাশি নিজের পড়াশুনা চালিয়ে যাচ্ছেন জেনে ভালো লাগলো ভাইয়া। পরীক্ষা শেষ মানেই এক ধরনের শান্তির অনুভূতি। আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো ভাইয়া।