ভূতুড়ে এলাকা
আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
- ভুতুড়ে এলাকা
- ০৪,নভেম্বর ,২০২৩
- শনিবার
হ্যালো আমার বাংলা ব্লগবাসি কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছেন। ঘোরাঘুরি করতে আমার অনেক বেশি ভালো লাগে। নতুন নতুন রাস্তা খুঁজে বের করতে এবং অচেনা এলাকার পরিবেশ সম্পর্কে জানতে আমার অনেক বেশি ভালো লাগে। তাইতো সময় পেলে ছুটে চলে যাই নতুন কোন এলাকার খোঁজে নতুন পরিবেশ উপভোগ করার জন্য। বিশেষ করে যখন গ্রামের বাড়িতে আসি তখন আশেপাশের এলাকায় নতুন কোন রাস্তা খুজে বের করা আমাদের একটি নেশা। বেশ কিছুদিন হলো বাড়িতে আছি প্রতিদিনই এদিক সেদিক ঘোরাঘুরি হয় হঠাৎ করেই প্লান করি একটু দূরে ঘুরতে যাব। আমরা এর আগেও ঘুরতে গিয়েছি এমন জায়গায় সেই জায়গায় ঘোরাঘুরি পুনরাবৃত্তি করার জন্য বের হয়েছিলাম সেদিন বিকেলে। ওই জায়গা গুলোতে ঘুরলে আগে ঘোরাঘুরি স্মৃতিগুলো মনে পড়ে। আমরা চারটা বাইক নিয়ে সেই পুরনো স্মৃতি মনে করার জন্য বের হয়ে যায় এবং আগে ঘুরতে গিয়ে বিভিন্ন ধরনের কাজ করি। যেমন একটি স্থানে দাঁড়িয়ে চা পান করি এরকমই প্লান ছিল আজকে আমাদের। আমাদের প্লান অনুযায়ী যে জায়গায় চা পান করেছিলাম ওইখানে এবার চা পায়নি তাই রাস্তা ধরে সামনের দিকে এগোতে থাকি। এবার তো ভিন্ন কোন রাস্তা ধরে অন্য এলাকার পরিবেশ উপভোগ করার জন্য যাব। বামদিকে একটি রাস্তার দেখা মেলে রাস্তাটি দুই দিক দিয়ে বাঁশের ঝার এবং বড় বড় গাছপালা এর আগে কখনো এ রাস্তা দিয়ে আমাদের যাতায়াত হয়নি।
Device : Realme 7
What's 3 Word Location :
তাই সবার সিদ্ধান্তে নতুন রাস্তা ধরে নতুন কোন গন্তব্যে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি। এ রাস্তা কোথায় গিয়ে উঠবে সেটাও আমাদের জানা নেই। তখন বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা নেমে এসেছে। তবে রাস্তার ভিতরে ঢুকতেই কেমন যেন সন্ধ্যার সন্ধ্যায় একটি ভাব চলে এসেছে কারণ অনেক গাছপালা থাকার কারণে কিছুটা অন্ধকার হয়ে আছে। এ রাস্তাটি অনেক নীরব অন্ধকার গা ছমছমে একটি পরিবেশ। মনে হচ্ছে কোথাও কেউ নেই আমরা এই শুধু যাচ্ছি রাস্তা ধরে। অনেক দূর যাওয়ার পর একটি ছোটখাটো বাজার মত দেখতে পেলাম আমরা সবাই সেখানে দাঁড়িয়ে চা পান করার সিদ্ধান্ত গ্রহণ করি। চা পান করতে করতে তখন সন্ধ্যা হয়ে গিয়েছে চারিদিকে অন্ধকার। আমাদের গন্তব্য এ রাস্তা কোথায় গিয়ে উঠে সেটাও আমরা জানি না এক কথায় গন্তব্যহীন পথ চলা। যখন সন্ধ্যা হয়েছে তার পরে রাস্তাটা আরো ভয়ংকর হয়ে উঠেছে। এই এলাকায় বাড়িঘর খুব কম কম দেখা যাচ্ছে এবং চারিদিকে অনেক গাছপালা মাঝ দিয়ে রাস্তা অন্ধকারে ঘনঘাটা পরিবেশ কিছুটা ভীতিকর অবস্থায় ফেলে দিবে।
Device : Realme 7
What's 3 Word Location :
ভাগ্যিস আমরা একসাথে অনেকগুলো বাইক নিয়ে যাচ্ছিলাম না হলে একা একা গেলে তো নির্ঘাত ভয় পেতাম। আমরা বেশ মজা করেই রাতের অন্ধকারে বাইকগুলো নিয়ে রাস্তা পাড়ি দিচ্ছিলাম। এমন অপরিচিত সুসান নিরবতা রাস্তা পাড়ি দিতে বেশ ভালই লাগছিল নতুন এক অভিজ্ঞতা। এমন নতুন নতুন রাস্তা এক্সপ্লোর করতে আমাদের বেশ ভালই লাগে এটা আমাদের কাছে এক ধরনের নেশা। অনেক মাঠ মধ্য দিয়ে রাস্তা চলে গিয়েছে এমন অপরিচিত রাস্তা দিয়ে বাইক রাইট করতে করতে আমরা পাকা রাস্তার দেখা পাই। তারপর আস্তে আস্তে পরিচিত এলাকাতে চলে আসি। বেশ ভালো ছিল সেদিনের অচেনা রাস্তার যাত্রাটি। আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন পোস্টে অন্য কোন গল্প নিয়ে ধন্যবাদ সবাইকে।
আমি টাইটেল এবং প্রথম ছবিটা দেখে খুবই আগ্রহী ছিলাম গল্পটা পড়ার জন্য, ভুতুড়ে জায়গা আমারও বেশ ভালো লাগে আপনার নেশাটা খুব ভালো নতুন নতুন রাস্তা বের করা, যাই হোক আপনারা একসাথে এতগুলো মানুষ ছিলেন এজন্য আপনাদের এডভেঞ্চার টাও বেশি হয়েছে।
জি ভাইয়া নতুন নতুন এলাকায় ঘুরতে অনেক বেশি ভালো লাগে। মতামত প্রকাশের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
আপনার ভূতুড়ে এলাকা যাওয়ার অনুভূতি পড়ে খুব ভালো লাগলো। আসলে এমন প্রকৃতির পরিবেশে নির্জন জায়গায় গেলে বেশ ভালো লাগে। একা একা ভূতুড়ে এলাকায় গেলে ভয় পাওয়ার কথা। সবাই মিলে বেশ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। ভূতুড়ে এলাকা যাওয়ার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
জি ভাইয়া এমন এলাকায় একা একা গেলে ভয় পাওয়ার কথা কারণ এটা অপরিচিত জায়গা তারপরও ভুতুড়ে পরিবেশ।
অনেক সাহস আছে বলতে হয়। আমি হলে তো ফিট হয়ে মরেই যেতাম।এত রাতে তাও আবার গ্রামের নিরিবিলি রাস্তা দিয়ে আসা যাওয়া। শুনে তো শরীরে কাটা দিচেছ। যদি আপনাদের কে ভূত বা পেত্নী ধরতো তখন কি করতেন? যাক এ যাত্রায় বেঁচে গেছেন মনে হয়। সামনে সাবধানে এসব জাগায় যাবেন।
আমিও একা একা গেলে ভয় পাওয়ার সম্ভাবনা অনেক বেশি ছিল যেহেতু সাথে আরও লোক ছিল রাস্তাটা অনেক ইনজয় করেছি আমরা
হ্যাঁ অচেনা রাস্তায় আসলেই ঘুরতে বেশ ভালো লাগে তবে জায়গাটা অচেনা হলেও কিছুটা ভুতুড়ে ছিল আমি তো প্রথমের দিকে একটু ভয় পাচ্ছিলাম চারিপাশে যতদূর চোখ যায় শুধু জঙ্গল। হ্যাঁ এটা সত্যি যদি অনেকগুলো বাইক একসাথে না থাকতো তাহলে তো ভয় পেতাম।
হুম তোমার মত সাহসী বন্ধু থাকলে আমার আর ভয় কিসের বল। মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ
ভুতুড়ে গল্প শুনতে বা ভুতুড়ে এলাকা ভ্রমণ করতে আমারও খুব ভালো লাগে অন্যরকম একটি আকর্ষণ কাজ করে বলতে পারেন।
এরকম নির্জন সবুজ পরিবেশে ঘুরে নিশ্চয়ই অনেক সুন্দর সময় পার করেছেন সেই সাথে অভিজ্ঞতাটাও দারুণ হয়েছে।
অনেক সুন্দর সময় পার করেছিলাম সবাই মিলে বেশ মজা করেছি। মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ।
সত্যি অনেক দিন পরে সেদিন ঘুরতে বের হয়ে নিজের কাছে অনেক বেশি ভালো লাগছিল এর আগে এরকম ঘুরাঘুরি করা হতো কিন্তু সময়ের কারণে আর পারিপার্শ্বিক অবস্থার কারণে তেমন একটা ঘুরাঘুরি করা হয়ে ওঠে না। সেদিন সেই ভুতুড়ে এলাকায় গিয়ে খুবই ভালো লাগছিল চারিদিকে দিনের বেলাতেই মনে হচ্ছিল অন্ধকার আর ঝিঝি পোকার ডাক। তবে সেই সময়টা অনেক বেশি ভালো লাগছিল কারণ সকলে মিলে একত্রে বাইক নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম এবং অনেকেই অনেক রকম মজার মজার কথা বলছিল বেশ ভালই লাগছিল সেদিনের সময়টা। সুন্দর এই মুহূর্তটা আপনি আমাদের মাঝে আবার পুনরাবৃত্তি করেছেন দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
আসলে চারিপাশে অন্ধকার ডাক পরিবেশ একটু ভুতুড়ে টাইপের করে দিয়েছিল। মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ
বন্ধু অচেনা আর অজানা জায়গায় ঘুরতে বেশ ভালই লাগে। যে রাস্তা দিয়ে গিয়েছিলে দেখছি অনেক থমথমে রাস্তা। একা একা খেলে তো নির্ঘাত ভয় লাগবে। অসংখ্য ধন্যবাদ বন্ধু সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিত ভাবে শেয়ার করার জন্য।
তোমাকেও রাস্তায় একা পাঠানো হবে তুমি রেডি হও ।আসলেই পরিবেশটা অসম্ভব সুন্দর ছিল।
আমি সব সময় রেডি আছি এরকম রাস্তায় একা বের হওয়ার জন্য। বন্ধু কোন সমস্যা নেই আমি এসব ভয় পাই না।
তুমি যে বন্ধু সাহসী সেটা আমরা জানি ।তুমি রাতবিরেতে কত ঘুরাঘুরি করো সেটা জানি।আসলে এডভেঞ্চার করতে বেশ ভালো লাগে।
আমি তো আপনার পোস্ট টা পড়েই কিছু টা ভয় পেলাম। এবং বেশ কিছুটা অ্যাডভেঞ্চারও হয়ে গেল। সত্যি অচেনা আজানা গ্রাম রাস্তা তার উপর গাছপালা ঘেরা সন্ধ্যার নেমে আধার হয়ে গিয়েছে। ভাবলেই তো ভয় করছে হাহা। যেমন আপনাদের প্ল্যান তেমন অনূভুতি। বেশ দারুণ ছিল।
আরে ভয় পাওয়ার কিছু নেই অপরিচিত এলাকা ছিল আর এমন পরিবেশ বেশ রোমাঞ্চকর। মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ