স্বপ্নছায়া পার্কে কিছু সময়।।
বাংলা ভাষার কমিউনিটি
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই, আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে স্বপ্নছায়া পার্কে যাওয়ার অনুভূতি শেয়ার করবো।
আজকে ঈদের তৃতীয়দিন চলছে। আমি গতকাল আমার ছোটবোনের শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছি। তো বেড়াতে এসে খুবই ভালো লাগছে। আমাদের বাড়িতে প্রচুর গরম, কিন্তু তাদের বাড়ির চারপাশে প্রচুর গাছপালা রয়েছে। যার ফলে অনেক ঠান্ডা লাগছে। মন চাইছে আরো কিছুদিন থেকে যায়। কিন্তু আমার ছুটি খুবই কম। গতকাল সকালেই যাওয়ার চিন্তা ভাবনা রয়েছে।
আজকে সকালে নাস্তা করে গ্রামের বাজারে গিয়েছিলাম মোবাইল রিচার্জ করার জন্য। সাড়ে এগারোটার দিকে এসে দেখি ছোট বাচ্চারা মারবেল খেলছে। তো আমিও তাদের সাথে মারবেল খেলায় যোগ দিলাম। শৈশবে ফিরে গেলাম। প্রায় দুই ঘন্টা সময় তাদের সাথে কাটালাম। খুবই আনন্দ পেয়েছি।
দুইটার দিকে লাঞ্চ করে বোন জামাই ও ভাগ্নি বলতেছে তাদের বাড়ির পাশে একটি পার্ক আছে। সেখানে ঘুরতে যাবে। আমি ভেবেছিলাম বাড়ি চলে যাবো, কিন্তু তারা বায়না ধরছে পার্কে যাবে। বাধ্য হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমার বোন ও ভগ্নিপতি, ভাগ্নি সবাই মিলে রওয়ানা দিলাম। বাসার পাশ থেকে অটোতে জনপ্রতি ৩০ টাকা ভাড়া লাগে। রাধিকা থেকে নবীনগর পর্যন্ত এত সুন্দর রাস্তা করেছে যা দেখে মুগ্ধ হয়ে গেলাম।
মাত্র ২০ মিনিটে আমরা স্বপ্নছায়া পার্কে চলে গেলাম। ছোট একটু জায়গার মধ্যে পার্কটি নির্মান করা হয়েছে। খুবই সুন্দর সাজানো গুছানো একটি পার্ক। পার্কের ভিতরে স্বপ্ন ছায়া নামে একটি রেস্টুরেন্ট রয়েছে। এই রেস্টুরেন্ট কে কেন্দ্র করেই পার্কটি নির্মান করা হয়েছে। পার্কের চারপাশে খুবই সুন্দর কেবিন করা হয়েছে। এগুলোতে বসে চা কফি, বার্গার, পিজ্জা, ফুচকা, চটপটি সহ অনেক ধরনের খাবার রয়েছে।
বন্ধুরা আপনারা ফটোগ্রাফি গুলো লক্ষ্য করলে দেখতে পারবেন এই ছোট পার্কটিতে খুব সুন্দর দুইটি ঝর্ণার ব্যবস্থা করা হয়েছে। আম জাম কাঁঠাল সহ কয়েক ধরনের ফল ও ফুলের গাছ রয়েছে। ঈদকে কেন্দ্র করে প্রচুর মানুষের জমায়েত হয়েছে। আমরা সেখানে যেতে যেতে, মাগরিবের আজানের পর হয়ে গিয়েছিল। আমরা পার্কের মধ্যে প্রায় ২০ মিনিটের মতো ঘোরাফেরা করলাম। সবাই যে যার মত ফটোগ্রাফি করলাম।
তারপর সবাইকে জিজ্ঞেস করলাম, কে কি খাবে। কয়েকজন ফুচকা আর কয়েকজন চটপটি খাওয়ার সিদ্ধান্ত নিলো। সবাইকে নিয়ে একটি রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করলাম। তারপর রাত আটটার দিকে অটোতে চড়ে সেখান থেকে রওয়ানা দিলাম। বাসায় আসতে মাত্র ২০ মিনিট সময় লেগেছে। পার্কে গিয়ে মোটামুটি খুবই ভালো লেগেছে। ছোট্ট একটি জায়গার মধ্যে খুব সুন্দর ভাবে পার্কটি সাজিয়েছে। যেহেতু নতুন করেছে সুযোগ-সুবিধা কেমন ছিল না। দিন যত অতিক্রম হবে হয়তো তারা আপডেট করার চেষ্টা করবে। তখন আরো ভালো লাগবে।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
ডিভাইস | মোবাইল |
---|---|
মডেল | রিয়েলমি সি-৫৩ |
স্কিন শর্ট | @joniprins |
তারিখ | ০২.০৪-২০২৫ |
সময় | বিকাল ৭.৩০ মিনিট |
স্থান | কনিকারা, নবীনগর,ব্রাহ্মণবাড়িয়া। |
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server
hello,pls complete your puss promotion.
https://x.com/ArianKh29670721/status/1907768123547333052?t=Ec6SedgQAnhu9w8iDQY8WA&s=19
https://x.com/ArianKh29670721/status/1907767548084396178?t=khKYtfGpQPpwChk8jfCSmA&s=19
আপনার পোষ্টের বর্ণনা আর ফটোগ্রাফি দেখে বুঝতে পারলাম চমৎকার একটি স্থান ছিল এটা। মাঝেমধ্যে এমন নিরিবিলি পরিবেশে উপস্থিত হতে এবং সময় কাটাতে আমার কাছে অনেক ভালো লাগে। সুন্দর মুহূর্তটা আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য ধন্যবাদ ভাই।
জী ভাই পরিবেশ টা খুবই সুন্দর।