ভ্রমণ: টাঙ্গুয়ার হাওর ও মেঘালয় পাহাড়ের অপরূপ সৌন্দর্য।

in আমার বাংলা ব্লগlast year


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ২০ ই মার্চ, বুধবার,২০২৪ খ্রিঃ

আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



কভার ফটো

1000070620.jpg

কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।

আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। প্রতিনিয়ত আপনাদের সামনে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। আপনারা অনেকে জানেন যে, আমি গত বছরে আগস্ট মাসের শেষের দিকে সিলেটে ভ্রমণে বেরিয়েছিলাম। এই ভ্রমণটা আমার জীবনের সবথেকে বড় একটি ভ্রমণ ছিলো। আর এই ভ্রমণ থেকে আমি অনেক জ্ঞানলাভ করতে পেরেছি। আসলে মানুষের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতার ও প্রয়োজন হয় আর মানসিক সুস্থতার জন্য প্রয়োজন বেশি বেশি ভ্রমণ করা আর জ্ঞান লাভ করা। এর আগে আমি সুনামগঞ্জ মিনি কক্সবাজার ভ্রমণ, পদ্মবিল ভ্রমণ, ফ্লাওয়ার গার্ডেন ভ্রমণ, সুনামগঞ্জের হাওর বিলাস ভ্রমণ, শিমুলবাগান ভ্রমণ ১ম ও ২য় পর্ব, অ্যাডভেঞ্চার জাদুকাটা নদী ভ্রমণ সুনামগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্যের খোঁজে ১ম পর্ব, ২য় পর্ব, ৩য় পর্ব‌ও ৪র্থ পর্ব, সুনামগঞ্জের নীলাদ্রি লেক- ১ম পর্ব ও ২য় পর্ব, সুনামগঞ্জের লাকমাছড়ার পথে ও "সুনামগঞ্জের লাকমাছড়া ভ্রমণ-১ম পর্ব, ২য় পর্ব, শেষ পর্ব ও "সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর ভ্রমণ শুরু" আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর আজকে আমি "টাঙ্গুয়ার হাওর ও মেঘালয় পাহাড়ের অপরূপ সৌন্দর্য" আপনাদের সাথে শেয়ার করবো।

20230830_155620.jpg


ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
লোকেশন: সুনামগঞ্জ, সিলেট
তারিখ: ৩০ শে আগস্ট ২০২৩

টাঙ্গুয়ার হাওরের সাথে মেঘালয় পাহাড়ের সৌন্দর্যটা সত্যিই মনমুগ্ধকর। আমরা টেকেরঘাট থেকে অনেকটা ভয় নিয়েই টাঙ্গুয়ার হাওরের ভ্রমণ শুরু করেছিলাম। আমাদের ভয়ের কারন‌টা ছিল ছোট নৌকা, মানুষ বেশি এবং সাথে দুটি মোটরসাইকেল, যদি টাঙ্গুয়ার হাওরের ভেতরে গিয়ে ঝড় উঠে তাহলে আমাদেরকে অনেক বিপদের সম্মুখীন হতে হবে। কয়েকদিন আগেই টাঙ্গুয়ার হাওরের ভেতরে ঝড়ের কারণে নৌকা ডুবে দুজন ব্যক্তি মারা গিয়েছে। টাঙ্গুয়ার হাওরের অপরূপ সৌন্দর্য দেখতে আমাদের এটুকু ঝুঁকি নিতেই হতো। কারন আমরা অনেক দূর থেকে এসেছি এই টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক সৌন্দর্য দেখার উদ্দেশ্যে।

20230830_154138.jpg


ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
লোকেশন: সুনামগঞ্জ, সিলেট
তারিখ: ৩০ শে আগস্ট ২০২৩

টেকের ঘাট থেকে নৌকা ছাড়ার পরে বেশ ভালোই টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম। সেদিনে আকাশের পরিবেশটা ছিল সুন্দর চমৎকার ঝলমলে। অবশ্য আমরা নৌকাতে ওঠার আগেই আবহাওয়ার নিউজটা দেখে নিয়েছিলাম গুগল থেকে। আবহাওয়া নিউজটা পজিটিভ ছিল বলেই আমরা এত ছোট নৌকাতে করে টাঙ্গুয়ার হাওর ভ্রমণ করা সিদ্ধান্ত নিই। বন্ধু রাহুল আর নৌকার মাঝি ছাতা মাথায় দিয়ে নৌকার একপাশে বসে রয়েছে।‌ মাঝি নৌকা নিয়ন্ত্রণ করছে আর বন্ধু রাহুল আনমনে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে টাঙ্গুয়ার হাওরের।

20230830_154122.jpg


ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
লোকেশন: সুনামগঞ্জ, সিলেট
তারিখ: ৩০ শে আগস্ট ২০২৩

আমরা একসাথে দুটি সৌন্দর্য উপভোগ করেছিলাম একটা হলো টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য আরেকটা মেঘালয় পাহাড়ের। এমন সৌন্দর্য দেখতে পাড়ায় তখন মনে হচ্ছিল আমাদের ভ্রমণটা সত্যিই সার্থক হয়েছে। যদিও আমরা মেঘালয় পাহাড় থেকে বেশ দূরে ছিলাম তারপরেও দূর থেকে টাঙ্গুয়ার হাওরের ভেতরে নৌকাতে বসে মেঘালয় পাহাড় দেখতে দারুন লাগছিল। উঁচু-নিচু পাহাড় গুলো মনে হচ্ছিল আকাশের মেঘের সাথে এ মিশে গেছে। আমার ইচ্ছা ছিল যে, এভাবে নৌকাতে করে মেঘালয় পাহাড়ের খুব কাছে দিয়ে ঘুরবো কিন্তু আমাদের গন্তব্য ছিল ওয়াচ টাওয়ার। টাঙ্গুয়ার হাওরে যারাই ভ্রমন করতে আসে সবার মেইন উদ্দেশ্য থাকে ওয়াচ টাওয়ার।

20230830_161516.jpg


ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
লোকেশন: সুনামগঞ্জ, সিলেট
তারিখ: ৩০ শে আগস্ট ২০২৩

আমাদের নৌকার ইঞ্জিনে ডিজেল কম থাকায় টাঙ্গুয়ার হাওরের ভেতরেই একটি গ্রামের বাজারের পাশে নৌকা নোঙ্গর করে আমাদের মাঝি ডিজেল কিনতে গেল। আমার ফটোগ্রাফিতে যে, নৌকাটি দেখতে পাচ্ছেন অবশ্য এই নৌকাটি আমাদের না আমাদের নৌকার পাশে এই নৌকাটিও নোঙ্গর করা ছিল। আমরা টাঙ্গুয়ার হাওরের ভেতরের যে, গ্রামে নেমেছিলাম এই গ্রামে বিদ্যুতের লাইন ছিল।

20230830_161315.jpg


ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
লোকেশন: সুনামগঞ্জ, সিলেট
তারিখ: ৩০ শে আগস্ট ২০২৩

আমাদের মাঝি নৌকার ইঞ্জিনের জন্য ডিজেল তেল আনতে তারপরে আমি নৌকা থেকে নেমে পড়েছিলাম। আমাদের নৌকা যেখানে নোঙ্গর করা ছিল তার পাশেই বেশ কয়েকটি সাদা রাজহাঁস ছিল দেখতে দারুন লাগছিল। তাই আমি নৌকা থেকে রাজহাঁস গুলোর ফটোগ্রাফি করার জন্য নেমে পড়েছিলাম। টাঙ্গুয়ার হাওরের ভেতরের প্রতিটি সৌন্দর্যই দেখার মতো। এখানে প্রকৃতি বাদে কিছুই দেখার নাই শুধুই প্রকৃতি আর প্রকৃতি।

20230830_161202.jpg


ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
লোকেশন: সুনামগঞ্জ, সিলেট
তারিখ: ৩০ শে আগস্ট ২০২৩

আমরা কিছু সময় অপেক্ষা করার পরেই আমাদের মাঝি ডিজেল নিয়ে চলে আসলো। তারপর আবার আমরা নৌকাতে করে চলতে শুরু করলাম। আকাশের সাদা মেঘের ভেলার ভেতর দিয়ে সূর্যের তীব্র আলোগুলো যেন তির্যক ভাবে টাঙ্গুয়ার হাওরের বুকে আছড়ে পড়ছিল। টাঙ্গুয়ার হাওরের ভেতরে যেসব গ্রাম রয়েছে সেসব গ্রামের পাশ দিয়ে প্রচুর পরিমাণে নৌকা চলাফেরা করে। ‌ কারণ প্রতিটি বাড়িতেই কয়েকটি করে নৌকা থাকে। আর তাদের চলাফেরার জন্য প্রধান যানবাহন নৌকা। এক কথায় বর্ষার মৌসুমে টাঙ্গুয়ার হাওরের ভেতর থেকে আপনি যেখানেই যান না কেন আপনাকে নৌকায় উঠতেই হবে।

20230830_154445.jpg


ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
লোকেশন: সুনামগঞ্জ, সিলেট
তারিখ: ৩০ শে আগস্ট ২০২৩

টাঙ্গুয়ার হাওর আর মেঘালয় পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা ওয়াচ টাওয়ারের দিকে আগাতে থাকলাম। টেকের ঘাট থেকে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারে পৌঁছাতে মোটামুটি দেড় ঘন্টা মতো সময় লাগে। আমাদের নৌকার ডিজেল নিয়ে ঘড়ি কাঁটার দিকে তাকিয়ে দেখলাম যে, আমরা ওয়াচ টাওয়ার থেকে এখনো প্রায় এক ঘন্টা দূরে রয়েছি। টাঙ্গুয়ার হাওড়ার মেঘালয় পাহাড়ের এমন অপরূপ সৌন্দর্য দেখতে পেলে আমরা সবাই অনেক বেশি আনন্দিত ও খুশি ছিলাম। এমন সুন্দর সৌন্দর্য দেখলে অশান্ত হৃদয়ও শান্ত হয়ে যাবে মুহূর্তেই।



প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

টাঙ্গুরা হাওয়াই ও মেঘালয় পাহাড়ে অপরূপ সৌন্দর্য মুহূর্ত উপভোগ করেছেন। আসলে এরকম প্রকৃতির দৃশ্যের মধ্যে ভ্রমন করলে খুবই ভালো লাগে। নৌকায় করে ভ্রমণের দৃশ্যটি অসাধারণ হয়েছে। প্রত্যেকটা ফটোগ্রাফি থেকে ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 last year 

হ্যাঁ ভাই প্রাকৃতিক দৃশ্যের ভেতরে ভ্রমণ করতে অনেক বেশি ভালো লাগে। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 last year 

টাঙ্গুয়ার হাওরে সৌন্দর্য দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। আমি অনেক জায়গায় ঘুরেছি কিন্তু সিলেটে কখনো যাওয়া হয়নি। মেঘালয়ের পাহাড় গুলো যেন হাতছানি দিয়ে ডাকছে আমায়। প্রত্যেকটা ফটোগ্রাফি সুন্দর ভাবে ক্যাপচার করেছেন। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে হারিয়ে যেতে অনেক ভালো লাগে। দেখেই বোঝা যাচ্ছে আপনারা খুবই সুন্দর একটি সময় অতিবাহিত করেছিলেন। সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের এদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 last year 

তাহলে বন্ধু চলো আমরা সবাই মিলে আবার সিলেট ট্যুর দিই। সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য অনেক বেশি সুন্দর হয় ‌ অনেক সুন্দর মন্তব্য করে সব সময় পাশে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ বন্ধু।

Posted using SteemPro Mobile

 last year 

আসলেই টাঙ্গুয়ার হাওয়া এবং মেঘালয়ের পাহাড়ের সৌন্দর্য অপরূপ এখনো মনে পড়ে সেই ভ্রমণের কথা। মনে হয় যেন আবারও যদি যেতে পারতাম তাহলে আত্মা তৃপ্তি পেতো। তোমার পোস্ট দেখে আবার সেই জায়গার কথা মনে পড়ে গেল

Posted using SteemPro Mobile

 last year 

আসলেই বন্ধু টাঙ্গুয়ার হাওড় ঝ মেঘালয় পাহাড়ের সৌন্দর্য মাঝেমধ্যেই মনে পড়ে।আমারো ইচ্ছা আছে আবারও এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার। সুন্দর গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য তোমাকে ধন্যবাদ বন্ধু।

Posted using SteemPro Mobile

 last year 

প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একই জায়গা ভ্রমণ করে অনুভূতি এবং ফটোগ্রাফি শেয়ার করেছেন খুবই ভালো লাগলো দেখে।
আসলে এরকম জায়গা ভ্রমণ করলে মন এমনিতেই চাঙ্গা হয়ে যায়।
ফটোগ্রাফি গুলো দেখে সত্যি অনেক ভালো লাগলো ।
নিশ্চয়ই আপনারা সবাই মিলে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছিলেন।

 last year 

হ্যাঁ ভাই এরকম জায়গাতে ভ্রমণ করলে মন এমনিতেই চাঙ্গা হয়ে যায়। আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। অনেক সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 last year 

প্রকৃতির মাঝে অপরূপ সৌন্দর্যময় মুহূর্ত উপভোগ করেছেন।টেকের ঘাট থেকে নৌকা ছাড়ার পরে মুহূর্তগুলো অসাধারণ ছিলো। আসলে এই মুহূর্তগুলোর আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ, প্রত্যেকটা ফটোগ্রাফি এবং অনুভূতি জানতে পেরে ভালো লাগলো।

 last year (edited)

টাঙ্গুয়ার হাওরের ভ্রমণের অনুভূতি সত্যিই অনেক সুন্দর ছিল। প্রকৃতির মাঝে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছিলাম আমরা। অনেক সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

Posted using SteemPro Mobile

 last year 

আপনি এর আগেও বেশ কিছু ভ্রমণের পোস্ট শেয়ার করেছিলেন। আজ টাঙ্গুয়ার হাওর ও মেঘালয় পাহাড় ভ্রমণের মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো। আর জায়গাটাও খুব সুন্দর। প্রকৃতির এরকম অপরূপ সৌন্দর্যের মধ্যে সময় কাটাতে পারলে আসলেই খুব ভালো লাগে। আপনাদের ভ্রমণের মুহূর্ত গুলো দেখে খুব ভালো লাগলো।

 last year 

আসলে আপু ভ্রমণ পোস্টগুলো শেয়ার করতে ভীষণ ভালো লাগে আমার কাছে। আর এমনিতো আমি ভ্রমণ করতে ভীষণ পছন্দ করি। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর সত্যি। সুন্দর গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 last year 

টাঙ্গুয়ার হাওর ও মেঘালয় পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখে খুবই ভালো লাগলো৷ এরকম সুন্দর কিছু মুহূর্ত আপনার কাছ থেকে দেখে অনেক খুশি হলাম৷ এখানে আপনি খুব সুন্দরভাবে ফটোগ্রাফির মাধ্যমে এই সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন৷ যা একের পর একটি যখন দেখছিলাম তখন মনের মধ্যে একটি আলাদা ভালো লাগা কাজ করছিল ৷ অসংখ্য ধন্যবাদ এই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 last year (edited)

আসলে ভাই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখলে অনেক বেশি ভালো লাগে। আমরা টাঙ্গুয়ার হাওর ও মেঘালয় পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

Posted using SteemPro Mobile

 last year 

আসলে আমিও ভ্রমণ ভালোবাসি।। তাই আপনাদের ভ্রমণের পোস্ট আমার কাছে যেরকম ভালো লেগেছে তার থেকেও বেশি ভালো লেগেছে আপনাদের ভ্রমণের স্থানের ফটোগ্রাফি দেখে।

Posted using SteemPro Mobile

 last year 

টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য আসলেই ভাষায় প্রকাশ করার মতোন না। কিছু সৌন্দর্য নিজের চোখে দেখতে হয়, নিজেই অনুভব করতে হয়। টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য আর কাছে ঠিক সেই রকমের লেগেছিলো। তবুও তোমার ছবিগুলো দেখেও বেশ ভালো লাগলো। যেন আরেকবার চোখের সামনে ভেসে উঠলো আমার ট্যুরের স্মৃতি গুলো।

Posted using SteemPro Mobile

 last year 

আপনিও টাঙ্গুয়ার হাওরে সৌন্দর্য দেখে এসেছি এর আগে আপনার একটি কমেন্ট পড়ে জানতে পেরেছিলাম। সত্যি বলতে দিদি, যারা এখানে ভ্রমন করতে গেছে তারাই জানে প্রকৃতি কতটা বেশি সুন্দর হয়। সুন্দর গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি।

Posted using SteemPro Mobile

 last year 

দেশের সুন্দরতম জায়গার মধ্যে এই জায়গাটা অন্যতম। আর সেই জায়গায় আপনারা ভ্রমণ করেছেন দেখে বেশ ভালো লাগলো। অনেক সুন্দরভাবে আপনি উপস্থাপন করেছেন আজকের এই ব্লগের মাঝে। পাশাপাশি সুন্দর ফটোগ্রাফি গুলো দেখে খুশি হলাম, অনেক ধারণা পেয়েছি আপনার ব্লগ থেকে।

 last year 

হ্যাঁ ভাই দেশের সুন্দরতম জায়গার ভেতর এই জায়গাটা অনেক নামকরা। অনেক সুন্দর মন্তব্য করে সব সময় পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 last year 

আসলেই ভাই মানুষের শারীরিক শান্তির মতোই মানসিক শান্তিটাও জরুরী। আর আমার মনে হয় ভ্রমণ করলে মানুষের মানসিক শান্তি এবং প্রশান্তি দুটোই পাওয়া যায়। আপনি টাঙ্গুয়ার বিখ্যাত স্পটগুলোতে অনেক সুন্দর সময় কাটিয়েছেন এবং আমাদের মাঝে মুহূর্তগুলো শেয়ার করেছেন যেটা আসলেই চমৎকার ।
আমার কাছে খুব ভালো লেগেছে এটা।

Posted using SteemPro Mobile

 last year 

আমিও আপনার মতামতের সাথে সহমত ভাই। আমার পোস্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক বেশি খুশি হলাম ভাই। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile