অনেকদিন পর ট্রেন জার্নি||
বর্তমান মানুষজন ট্রেনে যাতায়াত কে কমফোর্ট অনুভব করে।সাধারণত বাসে যারা যাতায়াত করে যাদের বমির সমস্যা রয়েছে তারা অসুস্থ হয়ে পড়ে।কিন্তু ট্রেনে এই সমস্যা গুলো দেখা যায়না।একদম অসুস্থ ব্যক্তিও ট্রেনে খুব স্বাচ্ছন্দ্যবোধ করে থাকে।আমাদের দেশে ট্রেন লাইনগুলো আগের থেকে উন্নত হয়েছে আশা করা যায় বেশ কিছুদিনের মধ্যে আরো উন্নত সাধিত হবে এই খাতে।আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সেখানে যাতায়াতের নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে ট্রেন ব্যবহার করা হয়।একসময় আমাদের দেশেও এরকমটা দেখা যাবে।
গতকাল বাসায় আসার সময় ভাবলাম ট্রেনে করেই যাওয়া যাক।তাই বিকেল পাঁচটার একটু আগে বাসা থেকে বেরিয়েছিলাম।আমাদের মেস থেকে স্টেশন ১০ মিনিট মতো সময় লাগে।তাই নিদ্দিষ্ট সময় মতোই বের হলাম শুধু শুধু আগে এসে অপেক্ষা করার কোনো মানেই হয়না এই গরমে।আর স্টেশনে এসে লোকাল ট্রেন পেয়ে গেলাম। লোকাল ট্রেন গুলোতে ভিড় থাকেনা ফাঁকা থাকে বেশিরভাগ সময়।সাধারণত ঢাকাগামী ট্রেনগুলোতেই ভিড় হয় ।লোকাল এই ট্রেন ভাঙ্গা পর্যন্ত ছিল।তো স্টেশনে আসার ১০ মিনিট পর আরেকটি ট্রেনের ক্রসিং হবে সেজন্যই মূলত লেট হলো একটু।যেহেতু ১০ মিনিট লেট তাই ফটোগ্রাফি দুইটি করেছিলাম।আবহাওয়া টা একদম ফোটোগ্রাফি উপযোগী ছিল।তাই ট্রেনের এই সুন্দর দৃশ্য ক্যামেরাবন্দি করলাম।সবসময় ফটোগ্রাফি সুন্দর করে ক্যাপচার করা যায়না অনেকটা সময় রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ফটোগ্রাফি গুলোতে বিশেষ ভূমিকা রাখে।তারপর আমার বাসায় পৌছতে এক ঘন্টা মতো সময় লাগে।
ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস | রিয়েলমি ফাইভ আই |
---|---|
ফটোগ্রাফার | @rahnumanurdisha |
লোকেশন | রাজবাড়ী |
Post by-@rahnumanurdisha
Date-28th June,2024
VOTE @bangla.witness as witness

OR
VOTE @bangla.witness as witness

এটা ঠিক এখন মানুষ ট্রেনে যাতায়াত করতে কমফোর্ট ফিল করতেছে। আমিও ট্রেনে চড়েছিলাম আজ থেকে পাঁচ থেকে ছয় বছর আগে তারপর ঢাকায় আসার পথে ট্রেনে চড়েছিলাম ভালই লাগছিল। বাসের থেকে ট্রেনে চড়তে বেশ ভালোই লাগে। আজকে আপনি অত্যন্ত সুন্দর ভাবে ট্রেন জার্নি তুলে ধরেছেন এবং ছবিগুলো অনেক ভালো লাগলো। আকাশের সৌন্দর্য বেশ দারুণভাবে ফুটে উঠেছে।
জি ট্রেন জার্নি নিরাপদ ভাইয়া।
ট্রেন জার্নি সবসময় নিরাপদ ও আনন্দময়। আমি বিপদে না পড়লে ট্রেন ছাড়া বাসে ভ্রমন করি না। লোকাল ট্রেন হলেও ট্রেন জার্নি ভালো। আপনি ট্রেন ভ্রমন নিয়ে খুব সুন্দর অনুভূতি শেয়ার করলেন। ধন্যবাদ।
জি লোকাল ট্রেন বেশি ভালো কারণ এগুলো ফাঁকা থাকে,আর ঢাকাগামী না তাই ভিড় নেই।