ঐতিহ্যবাহী লিচু গাছ আমাদের বাড়ির আঙিনায়||১০% বেনিফিশিয়ারি @shy-fox ও ৫% @abb-school এর জন্যে
"আসসালামু আলাইকুম"
সকলে কেমন আছেন। আশা করি সকলেই ভাল আছেন সৃষ্টিকর্তার অশেষ রহমতে। আমিও অনেক অনেক ভাল আছি।
আজ আমি আপনাদের জন্য একটি পোস্ট নিয়ে এসেছি। আমাদের বাসার আঙিনায় একটি লিচু গাছ।
আমাদের বাসার আঙিনায় যে লিচু গাছ টি আছে। সে লিচু গাছ থেকে। প্রতি বছর দুই থেকে তিন হাজার লিচু পাওয়া যায়। লিচুগুলো খেতে খুব ভালো লাগে। এ লিচু গাছ টি আমাদের বাসায় ছয় থেকে সাত বছর ধরে আছে।
লিচু গাছটি মোটামুটি অনেক বড় হয়েছে।
লিচুগুলো খেতে অনেক সুস্বাদু। লিচুগুলো যখন বড় হয়। সুন্দর সিঁদুরের কালারের মত হয়ে ওঠেন। প্রতি বছর এই লিচু আত্মীয়-স্বজনদের বাসায় বিলিয়ে দেই।
সে জন্য প্রতি বছর বছর সবাই অপেক্ষায় থাকি। কখন লিচু খাবে। এতো পরিমাণ লিচু আসে যে লিচুর জন্য গাছের ডাল পাতা মাটিতে হেলে পড়ে।
লিচু গুলো খাওয়ার সময় অনেক মজা লাগে। লিচু গুলোর ভিতরে অনেক পরিমাণে পানি ও সাশ থাকে। মুখের মধ্যে নিয়োর সময় একটু অন্যরকম সাত লাগে। আমি আগে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে।আগে সর্বপ্রথম লিচু গাছের নিচে এসে লিচু খেতাম। খুব ভালো লাগতো আমার কাছে সকালে লিচু খাওয়া। তবে সেটা আর এখন পারিনা। ঢাকা গাজীপুর বিজনেস এর সাথে যুক্ত হয়েছি। আমার এখন আর গ্রামের বাড়িতে থাকা হয় না। প্রতি বছর লিচুর সময় মিস করি সেই সকাল বেলার কথা।
লিচু গুলো অনেক বড়ো বড়ো হতো। লিচুর গাছটি আমাদের পুরো আগিনাই ছায়া হয়ে দাঁড়িয়েছে। বাড়িতে আত্নীয় স্বজনরা এলে এই লিচু গাছটি নিয়ে অনেক প্রশংসা করেন। আমাদের বাড়িতে এই লিচু গাছটি একটি অন্যরকম সুন্দর্য ফিরিয়ে এনেছেন। চারপাশে ডাল ছড়িয়ে গেছে। বাতাসে যখন পাতা গুলো দুলতে লাগে।মনে হয় সবুজ পাতায় পাতায় যেন বাড়িটি দুলছে। লিচু গাছ টি আমাদের বাড়িতে যেন একটু অন্যরকম শান্তি ফিরিয়ে এনেছে।
উপরের ডালে লিচুগুলো দেখতে অনেকটাই সুন্দর হয়। উপরে অনেক রোদ তাপমাত্রার কারণে সেগুলোর লাল ধরনের কালার হয়। এবং এগুলো খেতে অনেক সুস্বাদু মিষ্টি হয়।
রসে ভরা এখানে প্রতি বছর আমরা অনেক প্রকারের পাখি দেখতে পায়।।
নিজের বাসার আঙিনায় থাকা লিচু গাছ নিয়ে দারুন উপস্থাপনা করেছেন আপনি।ভাই আমাদের কে লিচু খাবার দাওয়াত দিবেন কবে হাহাহা।দারুন ছিল সব মিলিয়ে।
দাওয়াত রইলো ভাই চলে আসেন ।আমাদের বাড়িতে লিচু খেতে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে শুভকামনা রইল আপনার জন্য।
গ্রীষ্মকালীন ফলগুলোর মধ্যে লিচু আমি সবচেয়ে বেশি পছন্দ করি। আজকে আপনার লিচুগাছের ফটোগ্রাফি দেখে আমার লিচু খেতে খুব ইচ্ছা হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর লিচু এবং লিচু গাছের ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
কিন্তু পরবর্তীতে চেষ্টা করবেন ফটোগ্রাফি পোস্ট করার সময় লোকেশনটা উল্লেখ করতে।
খুব সুন্দর করে একটি মন্তব্য করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইল আপনার জন্য।
আপনার বাড়ির আঙিনায় লিচু গাছে অনেক লিচু ধরেছে। লিচু ফল আমার খুবই ফেভারিট। এই মৌসুমে অনেকবার খাওয়া হয়েছে লিচু ফল দেখে তো আবার খাওয়ার ইচ্ছে জাগলো। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
লিচু ফল আমারও খুব পছন্দ। আপনার মন্তব্যটি দেখে আমি খুশি হলাম। এভাবেই পাশে থাকবেন ধন্যবাদ আপনাকে।
লিচু আমার অনেক পছন্দের একটি ফল। আপনার বাড়ির আঙিনায় লিচু গাছে দেখছি অনেক লিচু ধরেছে দেখে লোভ লাগছে। আপনার পোস্টে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ
লিচু ফল এর দাওয়াত রইলো। চলে আসেন আমাদের বাড়িতে। খুব সুন্দর করে একটি কমেন্ট করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
একটি লিচু গাছ থেকে প্রতিবছর ২-৩ হাজার লিচু পেয়ে থাকেন তাহলে তো আপনাদের এই লিচু গাছটি অনেক বড় ভাইয়া। আসলে এই ধরনের একটি লিচু গাছ বাড়ির আঙ্গিনায় থাকলে অনেক ভালোই লাগে। আমারও অনেক দিনের ইচ্ছা আমার বাড়ির আঙ্গিনায় এমন একটি লিচুগাছ থাকবে তাই সেই শখ পূরণ করার জন্য আমি একটি লিচু গাছ লাগিয়েছি বাড়ির আঙ্গিনায়।
বাহ্ আপনার মন্তব্যটি দেখে খুবই ভালো লাগলো। লিচু গাছ টি আমি ছোট থেকে দেখতেছি। এখন অনেক বড় হয়েছে। আমার খুব পছন্দের একটি লিচু গাছ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। এভাবেই পাশে থাকবেন।
লিচুর পরিমাণ দেখে তো আমার মাথায় হাত। একটা গাছে এতো লিচু হয় তাহলে সত্যি তো গাছটা স্পেশাল কিছু। লিচু আমার অনেক পছন্দের একটি ফল। বাড়ির আঙ্গিনায় এমন লিচু গাছ থাকলে মন্দ হয় না। সকাল বিকেল যখন ইচ্ছা লিচু পেড়ে খেতে পারতাম হা হা। ধন্যবাদ আমাদের সঙ্গে বিষয়টি শেয়ার করার জন্য।।
হ্যাঁ ভাই প্রতিবছর গাছটিতে অনেক লিচু আসে। লিচু গুলোর কালার ও দেখতে সুন্দর হয়। আসেন আমাদের বাড়িতে লিচু খেয়ে যান। সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।
বাহ ভাই আপনার বাড়ির আঙ্গিনায় এমন একটা লিচু গাছ আছে দেখে খুব সুন্দর লাগছে। আসলে বাড়ির আঙিনায় এমন একটি ফল গাছ থাকা খুব প্রয়োজন যেন মাঝে মাঝে গিয়ে খেয়ে ফেলতে পারি😁😁। আসলে ফলগুলো দেখে আমার খুব খেতে ইচ্ছে করছে। লিচু আমার খুব প্রিয় একটি ফল। যেহেতু এটি ফরমালিনমুক্ত সেহুতো কোন কথাই নেই। ইচ্ছে করছে গিয়ে গাছে উঠে কতগুলো খেয়ে ফেলি। আপনাকে ধন্যবাদ ভাই আপনার বাড়ির আঙিনার লিচু ফলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য শুভেচ্ছা রইল।
বাহ আপনি খুব দারুণ করে মন্তব্য করেছেন। হ্যাঁ এটাই সত্যি যে কমবেশি আমরা সবাই ।লিচু ফল পছন্দ করি। এত সুন্দর করে একটি মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
গ্রীষ্মকালীন ফলের মধ্যে লিচু আমার কাছে খুবই ভালো লাগে ।আপনি খুবই সুন্দর ভাবে আপনার বাড়ির আঙ্গিনায় লিচু গাছের ফটোগ্রাফি শেয়ার করেছেন। লিচু দেখতে খুবই সুন্দর লাগছে।। ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ ভাই লিচু গুলো দেখতে খুবই সুন্দর লাগে। খুব সুন্দর একটি মন্তব্য করেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
আমাদের গ্রামের বাসার আঙিনাতে দুটি লিচুর গাছ রয়েছে। মৌসুমের সময় গাছ দুটিতে বেশ ভালই লিচু ধরে। আপনাদের বাসার আঙিনায় থাকা লিচু গাছের কাহিনী খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন।ধন্যবাদ ভাই।
খুবই সুন্দর করে একটি মন্তব্য করেছেন ভাই। এভাবেই পাশে থাকবেন ধন্যবাদ আপনাকে।
ফলের মধ্যে লিচু আমার সব থেকে বেশি প্রিয় ফল। আপনাদের এত বড় লিচু গাছ দেখে আমি তো অবাক হয়ে গেলাম। ভাবছি এরকম লিচু গাছ যদি আমাদের থাকতো। আপনার গাছের লিচু দেখে ইচ্ছে করছে হাত দিয়ে কিছু লিচু পেড়ে নিতে। অনেক অসাধারণ একটা পোস্ট করেছেন।
অসাধারণ একটি মন্তব্য করেছেন আপু। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও আপনার জন্য শুভকামনা রইল।