গ্রামীণ রাস্তায় হাঁটতে হাঁটতে কিছু সময় কাটানো
বন্ধুরা,
তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি। |
---|
ঘুরতে আমরা সবাই অনেক ভালবাসি। কাজের ফাঁকে সময় বের করে কোথাও গিয়ে ঘুরে আসতে সবারই ভালো লাগে। এই ঘোরাঘুরি করার জন্য মাঝে মাঝে দেশের বিভিন্ন জায়গায় অথবা অন্য দেশে গিয়েও ঘোরাঘুরি করে থাকি আমরা । এইতো কিছুদিন আগে ঘোরাঘুরি করার জন্য আমি গেছিলাম বাংলাদেশের নড়াইল জেলার অন্তর্গত ছোট্ট একটি গ্রামে।
এক দেশ থেকে অন্য দেশে যাওয়া বেশ একটা ঝামেলার কাজ । অনেক কিছু গোছানোর থাকে, অনেক কিছু ম্যানেজ করেই যেতে হয় অন্য দেশে ঘুরতে যেতে হলে। বাংলাদেশ গিয়ে আমি গ্রাম এবং শহর দুই জায়গাতেই ঘোরাঘুরি করেছিলাম । তবে বেশিরভাগ সময় আমি গ্রামে একটা রিলেটিভের বাড়িতে কাটিয়েছিলাম। সব সময় গ্রাম আমি অনেক ভালবাসি । গ্রামের প্রকৃতি সবসময় আমাকে মুগ্ধ করে তোলা। গ্রামের প্রকৃতিতে এতটাই শান্তি রয়েছে অন্য সবকিছু ভুলে যেতে হয় গ্রামীণ প্রকৃতির শান্তির ছোঁয়া পেলে। আমি যে গ্রামে গিয়ে থেকেছিলাম সেখানে গিয়ে, সেখানকার গ্রামীণ রাস্তা ধরে আমি মাঝে মাঝে হাঁটাহাঁটি করতাম চারপাশের প্রকৃতিকে উপভোগ করার জন্য। এরকম কোনো একটা দিনে রাস্তা দিয়ে চলার সময় প্রাকৃতিক কিছু সৌন্দর্যের ফটোগ্রাফি করে নিয়েছিলাম।
এই গ্রামীন রাস্তাটা একটু বিলের কাছে ছিল । রাস্তার পাশে ছিল খাল, যে খাল শ্যাওলা কচুরিপানায় ভরে গেছিল। সবুজে সবুজ ময় লাগছিল সেই জায়গাটি। রাস্তার পাশে বিভিন্ন ধরনের গাছ ছিল তবে চোখে পড়ার মতো বেশ কিছু তালগাছ ছিল সেখানে। আমি রাস্তা দিয়ে চলার সময় মাঝেমাঝে রাস্তায় দাঁড়িয়ে যাচ্ছিলাম রাস্তার পাশের সেই সৌন্দর্যগুলোকে উপভোগ করার জন্য। আমি সেদিন রাস্তা দিয়ে একাই হেঁটে যাচ্ছিলাম এবং প্রকৃতির সেই সৌন্দর্যগুলো উপভোগ করছিলাম। একটু বিকালের দিকেই আমি হাঁটছিলাম তাই আমার বেশ ভালই লাগছিল। সুন্দর হাওয়া বয়ে যাচ্ছিলো । গ্রামীন প্রকৃতির হাওয়া তুলনামূলক শীতল হয় যা শরীর ছুঁয়ে বয়ে গেলে অসাধারণ লাগে। সেদিন সেখানে হাঁটতে হাঁটতে রাস্তার পাশের একটি জায়গা আমি কিছু সময় বসেও সময় কাটিয়েছিলাম। রাখালের গরু নিয়ে বাড়ি ফেরার দৃশ্যও দেখার সুযোগ হয়েছিল আমার সেই দিন। ওভারল বলতে পারি অনেক অনেক সুন্দর সময় কাটিয়েছিলাম সেদিন রাস্তায় হাঁটতে বের হয়ে।
পোস্ট বিবরণ
শ্রেণী | ভ্রমণ ও ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Samsung Galaxy M31s |
ফটোগ্রাফার | @ronggin |
লোকেশন | নড়াইল, বাংলাদেশ। |
আসলে গ্রামীণ পরিবেশে হাঁটতে এবং প্রকৃতির কাছাকাছি থাকতে আমার বেশ ভালো লাগে। আপনি নড়াইলে বেড়াতে এসে রাস্তায় হাঁটাহাঁটি করার সময় খুব সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন ভাই। ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই খুব ভালো লাগলো। প্রতিটি ফটোগ্রাফি চমৎকার হয়েছে। যাইহোক এত মনোমুগ্ধকর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনার ভালো লাগলো জেনে খুশি হলাম ভাই। ধন্যবাদ এত সুন্দর করে আমার পোস্টের প্রশংসা করার জন্য।
মনের দিক থেকে প্রশান্তি খুঁজতে হলে গ্রামীন পরিবেশে যাওয়া আবশ্যক। কেননা গ্রামীণ পরিবেশ পারে আমাদের মনকে প্রশান্ত করতে। আপনি অনেক চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন গ্রামীন পরিবেশে হাঁটতে হাঁটতে। আসলে এই ধরনের ছায়া ঘেরা মেঠো পথে হাঁটতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনাকে অনেক ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য।
গ্রামীন পরিবেশ সবার কাছেই ভালো লাগে। সেখানে গেলে মনের প্রশান্তি পাওয়া যায়। অনেক অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্য আমাদের সাথে শেয়ার করার জন্য।
শহরের ইট কংক্রিটের দেয়ালের মধ্যে থাকতে আর ভালো লাগেনা একদম। আপনার ছবিগুলো যখন দেখছিলাম মনে হচ্ছিল কিছুটা সময়ের জন্য যদি এই জায়গাতে গিয়ে আমিও সময় কাটাতে পারতাম!! বাংলাদেশে এসে বেশ ভালো রকমের অভিজ্ঞতা নিয়ে গেছেন মনে হচ্ছে। এই গ্রাম বাংলায় আবার আসার নিমন্ত্রণ রইল ভাই।
শহর আমার কাছেও ভালো লাগে না ভাই কিন্তু তারপরও জীবন যাপন চালিয়ে নেওয়ার জন্য আমাদের শহরেই থাকতে হয়। গ্রাম বাংলায় পুনরায় যাওয়ার আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।